বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন- চূড়ান্তভাবে নিয়ােগের জন্য নির্বাচিত প্রার্থীদের রােল নম্বরসমূহ
Category: Exam result
Posted on: Wednesday, March 21, 2018
সূত্র নং-৩৬.০১.০১১.০১.০৪.১০৩০.২০১৮/৭২৬
তারিখঃ ২০-০৩-২০১৮ খ্রিঃ
বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর ০৯ জুন, ২০১৭ খ্রিঃ তারিখে প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তির বিপরীতে সহকারী প্রকৌশলী (কেমিক্যাল) পদে ২০ (বিশ) জন, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ০৭ (সাত) জন, উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল) পদে ০৬ (ছয়) জন ও উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ০১ (এক) জনসহ সর্বমােট ৩৪। (চৌত্রিশ) জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়ােগের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের রােল নম্বরসমূহ নিম্নরুপঃ
(ক) পদের নামঃ সহকারী প্রকৌশলী (কেমিক্যাল), মােট ২০ (বিশ) জন।
৬০১০০০৩৭ | ৬০১০০০৫৭] ৬০১০০০৬৫ | ৬০১০০০৬৭ | ৬০১০০০৭১ | ৬০১০০০৭৯ | ৬০১০০১০৮ | ৬০১০০১১৩ | ৬০১০০১৩৭ | ৬০১০০১৭৯ | ৬০১০০২০৯। | ৬০১০০২১৩ ৬০১০০২৪০ | ৬০১০০২৫৫ ৬০১০০২৮৪ | ৬০১০০৩২৯। ৬০১০০৩৩৫ | ৬০১০০৩৭৮
(মুক্তিযােদ্ধা কোটা)। ৬০১০০৪৩৪ | ৬০১০০৪৪২
(খ) পদের নামঃ সহকারী প্রকৌশলী (সিভিল), মােট ০৭ (সাত) জন।
৬০২০০০৮৩ | ৬০২০০০৯১ । ৬০২০০২৬৪ | ৬০২০০৪১১ | ৬০২০০৪৫০ । ৬০২০০৫১৫ । ৬০২০০৭০১ (মুক্তিযােদ্ধা কোটা)
(গ) পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (কেমিক্যাল), মােট ০৬ (ছয়) জন। ৬০৩০০০৬০ | ৬০৩০০০৮৬ | ৬০৩০০০৯০ | ৬০৩০০২৪০ | ৬০৩০০২৪২ | ৬০৩০০২৮৪
(ঘ) পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), মােট ০১ (এক) জন। | ৬০৪০০১৪১ |
নির্বাচিত প্রার্থীদের বিসিআইসি প্রবিধানমালা- ১৯৮৮ এর ৫(২) (ক) এবং (খ) এর আলােকে স্বাস্থ্যগত প্রমানপত্র এবং পুলিশ ভেরিফিকেশন শেষে নিয়ােগপত্র ইস্যু করা হবে। এছাড়া মুক্তিযােদ্ধা কোটায় নিয়ােগ প্রাপ্তদের। কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই শেষে নিয়ােগপত্র ইস্যু করা হবে। নির্বাচিত প্রার্থীদের আগামী ০৭/৪/২০১৮ খ্রিঃ তারিখে মধ্যে নিম্নোক্ত কাগজ-পত্রাদি উপ-কর্মচারী প্রধান, নিয়ােগ ও প্রশিক্ষণ উপ-বিভাগ বরাবরে প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন হতে স্বাস্থ্য পরীক্ষার সনদের দুই সেট (মূল একসেট ও ফটোকপি একসেট) এবং বিসিআইসির ওয়েবসাইট www.bcic.gov.bd থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলােড করে ০৫ (পাঁচ) সেট পূরণসহ পাসপাের্ট সাইজের ০৪(চার) কপি ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদের (ইউনিয়ন/পৌরসভা কর্তৃক প্রদত্ত) ফটোকপি জমা দিতে হবে (ছবিসহ সকল সনদ ও ডকুমেন্ট প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে)। মুক্তিযােদ্ধা কোটায় নিয়ােগ প্রাপ্তদের কোটার স্বপক্ষে মুক্তিযােদ্ধা সনদপত্রসহ অন্যান্য কাগজপত্রের ০৩ (তিন) সেট (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে) ফটোকপি জমা দিতে হবে। এছাড়া প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত ছক আলাদা কাগজে পূরণ করে কাগজপত্রের সাথে পাঠাতে হবে।
(মােঃ আবু তাহের ভূঞা)।কর্মচারী প্রধান। ফোন: ৯৫৫১৮০৯ ই-মেইলঃ cop@bcic.gov.bd
Attachments
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS