
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব/অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়ােগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা এবং নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদসমূহ
১। ট্রসার টাঃ ৯৩০০-২২৪৯০/- | ১৮ হতে ৩০ বৎসর
২। অফিস সহায়ক | টাঃ ৮২৫০-২০০১০/- | ১৮ হতে ৩০ বৎসর
৩। চৌকিদারনৈশ প্রহরী । টাঃ ৮২৫০-২০০১০/- | ১৮ হতে ৩০ বৎসর
শর্তাবলী :
১। আবেদনকারীকে সংযুক্ত ছক মােতাবেক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইট www.dphe.gov.bd হতে আবেদন ফরম (প্রবেশপত্রের নমুনাসহ) ডাউনলােড করে A4 সাইজ কাগজে ২কপি আবেদনপত্র ও ২ কপি প্রবেশপত্র পূরণ পূর্বক “নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গ্রাউন্ড ওয়াটার বিভাগ, ১৪, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, কাকরাইল, ঢাকা-১০০০ বার সরাসরি বা ডাকযােগে আবেদনপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে।
২। আবেদনপত্র ও প্রবেশপত্রের যথাযথ স্থানে ১টি করে মােট ৪টি সদ্য তােলা (৫ সে.মি.x৫ সে.মি, সাইজের) ছবি আঠা দিয়ে সংযুক্ত এবং একটি অতিরিক্ত ছবি (পেছনে নাম লিখা সত্যায়িত) স্ট্যাপল করে সংযুক্ত করতে হবে। পরীক্ষার ফি বাবদ ৫০,০০ (পঞ্চাশ) টাকা “প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা” এর বরাবর কোড নং-১-৩৭৪১-০০০০-২০৩১ এ জমাদান করে চালানের মূলকপি সংযুক্ত করতে হবে।
৩। আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, সকল শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। মৌখিক পরীক্ষার সময় মূল কপি প্রদর্শন করতে হবে।
৪। প্রার্থীর বয়সসীমা ১৪/০৪/২০১৮ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযােদ্ধা কোটার ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না। বয়স প্রমাণের সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
৫। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান, মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান হিসাবে প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান, মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান সনদের সত্যায়িত ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) দাখিল করতে হবে। সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
৬। সকল জেলার মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান, মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তানের সন্তান ও এতিম/প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
৭। সরকারি/আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আবেদনকারীগণকে নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের অগ্রিম কপি গ্রহণযােগ্য নয়।
৮। আবেদনপত্রের খামের উপরের অংশে মােটা অক্ষরে আবেকৃত পদের নাম, নিজ জেলা ও প্রযােজ্য ক্ষেত্রে কোটার নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
৯। সঠিক ঠিকানায় ইন্টারভিউ কার্ড প্রেরণ নিশ্চিত করার স্বার্থে প্রার্থী কর্তৃক তার বর্তমান ঠিকানা (Mailing Address) সম্বলিত $x মাপের অতিরিক্ত একটি খাম (১০.০০ টাকা মানের পােস্টাল স্ট্যাম্পযুক্ত) আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে।
১০। প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র কর্তৃপক্ষের বিবেচনায় উপযুক্ত প্রার্থীগণকে পরবর্তী পরীক্ষার স্থান, তারিখ ও সময় প্রবেশপত্র প্রেরণের মাধ্যমে অবহিত করা হবে। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
১১। আবেদনপত্র সরাসরি গ্রহণের এবং ডাকযােগে পৌছানাের শেষ তারিখ ৩০/০৪/২০১৮ খ্রিঃ (অফিস লাকালীন সময় পর্যন্ত) উক্ত অরিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
১২। বিলম্বে প্রাপ্ত/অসমাপ্ত/অপূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। এজন্য কোন কারণ ব্যাখ্যা প্রদান করতে কর্তৃপক্ষ বাধ্য থাকবে না।
১৩। মুক্তিযােদ্ধা, মহিলা, উপজাতীয়, এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী, আনসার-গ্রাম প্রতিরক্ষা সদস্য এবং জেলা কোটা প্রচলিত সরকারি বিধি-বিধান ও নীতিমালা মােতাবেক সংরক্ষণ করা হবে।
১৪। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা উপযুক্ত কর্তৃপক্ষের ছাড়পত্র প্রাপ্তি/সম্মতি সাপেক্ষে কম/বেশি করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৫। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সংশােধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
১৬। অত্র বিজ্ঞপ্তিতে বর্ণিত হয়নি এমন কোন বিষয়ে সিদ্ধান্তের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এর প্রচলিত বিধি-বিধান অনুসরণ করা হবে।
১৭। নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। এ বিষয়ে কোন প্রকার আপত্তি গ্রহণযােগ্য হবে না।

কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS