বাংলা- লেকচার-৫ বাংলা সাহিত্যের যুগবিভাগ (মধ্যযুগ-লোকসাহিত্য,যুগসন্ধিক্ষণ ও প্রশ্নত্তোর)
Category: Bangla
Posted on: Tuesday, September 12, 2017
লোকসাহিত্যঃ • ইংরেজীতে Folklore শব্দের বাংলা প্রতিশব্দ "লোকসাহিত্য"। • জনসাধারণের মুখে মুখে প্রচলিত গান, কাহিনী, গল্প, ছড়া, প্রবাদ - লোকসাহিত্য। • লোকসাহিত্যের উপাদান জনশ্রুতিমূলক বিষয় এবং প্রাচীনতম সৃষ্টি ছড়া। • "হারামণি" হলো প্রাচীন লোকগীতি, এর সংকলক- মুহম্মদ মনসুর উদ্দীন। • ড. আশুতোষ ভট্রাচার্য লোককথাকে- রূপকথা, উপকথা এবং ব্রতকথা এই তিন ভাগে ভাগ করেছেন। • ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদাদার থলে প্রভৃতি জনপ্রিয় রূপকথার সংকলক -দক্ষিণারঞ্জনমিত্র মজুমদার। • পশুপক্ষীর চরিত্র অবলম্বনে রচিত কাহিনীকে বলে - উপকথা যেমনঃ ঈশপের উপকথা। • মেয়েলী ব্রতে সঙ্গে সম্পর্কিত কাহিনী অবলম্বনে রচিত লোককথাই - ব্রতকথা।
[১৭৬০ সালে ভারতচন্দ্র মারা যাবার পর মধ্যযুগের সমাপ্তি হয় ... প্রশ্ন উঠতে পারে ভারত চন্দ্র মারা যাবার সাথে সাথে মধ্যযুগের পতনের কি সম্পর্ক? ভারতচন্দ্র মারা যাবার পর মধ্যযুগের সমাপ্তি হয় কারণ মঙ্গলকাব্যের চারশ বছরের কাব্যধারার সমাপ্তি ... কিন্তু এই কারনের সাথে আরও একটা কারণ জড়িত ... রাজনৈতিক ভাবেও এই এলাকার পটভূমি পরিবর্তন হতে থাকে। ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার মধ্যদিয়ে ইংরেজ তথা বৃটিশদের শাসন হয় তখন সাহিত্যের আবির্ভাব হয় যা আধুনিক সাহিত্য ধারার প্রবর্তন করার অন্যতম কারণ]
যুগসন্ধিক্ষণঃ (১৭৬১-১৮৬০ খ্রী.) যুগসন্ধিক্ষণ মানে দুই যুগের মিলন যুগ সন্ধিক্ষণ এমন একটি যুগ যে যুগে মধ্য যুগ এবং আধুনিক যুগের মিশ্র বৈশিষ্ট পাওয়া যায়। যুগসন্ধিক্ষণের কবি ইশ্বরচন্দ্র গুপ্ত ইশ্বরচন্দ্র গুপ্তকে স্ববিরোধী কবি ও বলা হয়েছে। [স্ববিরোধী বলার কারণঃ প্রথমদিকে তিনি ইংরেজদের শাসনের বিরুদ্ধে লেখলেও শেষের দিকে তার কাব্যে ইংরেজদের শাসনের প্রশংসা করেছেন]
১। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি? শ্রীকৃষ্ণ কীর্তন।
২। শ্রীকৃষ্ণ কীর্তনকাব্য কে রচনা করেন? চৈতন্যপূর্ব যুগ।
৩। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন? বড়ু চন্ডীদাস।
৪। বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন? বসন্তরঞ্জন রায়, ১৯০৯।
৫। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়? পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করেন।
৬। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস।
৭। আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যক নিদর্শন কোনটি? ডাক খনার বচন।
৮। মধ্যযুুগের বাংলা সাহিত্যর প্রধান দুটি ধারা কি ? ১। কাহিনীমূলক ও ২। গীতিমূলক।
৯। শ্রী চৈতন্যর নামানুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ? চৈতন্য পূর্ববর্তী যুগ (১২০১-১৫০০ খ্রিঃ), চৈতন্য যুগ (১৫০১-১৬০০) ও চৈতন্য পরবর্তী যুগ (১৬০১-১৮০০)
১০। চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায় গুনাকর।
১১। আধুনিক যুগের উদগাতা কে? মাইকেল মধুসুদন দত্ত।
১২। কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয় ? ১৭৬০-১৮৬০সাল পর্যন্ত।
১৩। বাংলা সাহিত্যর আধুনিক যুগের সময়কাল কয়পর্বে বিভক্ত ও কি কি? চারটি পর্বে বিভক্ত। যেমন- ১. প্রস্তুতি পর্ব (১৮০১-১৮০৫)খ্রিঃ, ২. বিকাশ পর্ব (১৮৫১-১৯০০) খ্রিঃ, ৩.রবীন্দ্র পর্ব (১৯০১-১৯৪০) খ্রিঃ ও ৪. অতি-আধুনিক যুগ (১৯০১ বর্তমান কালসীমা)।
১৪। আধুনিক যুগ কোন সময় পর্যন্তু বিস্তৃত? ১৮০১ সাল থেকে বর্তমান।
১৫। যুগ সন্ধিক্ষনের কবি কে ? ঈশ্বরচন্দ্র দত্ত।
১৬। বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন? কৃত্তিবাস।
১৭। রামায়নের আদি রচয়িতা কে? কবি বাল্মীকি।
১৮। বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন? কাশীরাম দাস।
১৯। মহাভারতের আদি রচয়িতা কে? বেদব্যাস।
২০। গীতি কাব্যের রচয়িতা কে? গোবিন্দ্রচন্দ্র দাস।
২১। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে? ফকির গরিবুল্লাহ।
২২। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? মুকুন্দরাম চক্রবর্তী।
২৩। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২৪। আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
২৫। বাংলা ভাষার আদি কবি ? কানা হরিদত্ত।
২৬। বাংলা গদ্যর উৎপত্তি কোথায়? আঠার শতকে।
২৭। বাংলা ভাষা ও সাহিত্যর প্রাচীনতম শাখা কোনটি? কাব্য।
২৮। বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়? আধুনিক যুগে।
২৯। আলাওল কোন যুগের কবি? মধ্য যুগের।
৩০। মধ্যযুগের অবসান ঘটে কখন? ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে।
৩১। উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে? লালন শাহ।
৩২। কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন? উনিশ শতকের শেষার্ধে।
৩৩। বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ? আধুনিক যুগের।
৩৪। মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি? পদ্মাবতী ও অন্নদামঙ্গল।
৩৫। চন্ডীদাস কোন যুগের কবি ? মধ্যযুগের।
৩৬। আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত? টপ্পাগান।
৩৭। টপ্পা গানের জনক কে? নিধুবাবু (রামনিধি গুপ্ত)।
৩৮। মীর মোশাররফ সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন? উনিশ শতকের শেষার্ধে।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS