বাংলা- লেকচার-২: বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ
Category: Bangla
Posted on: Tuesday, September 12, 2017
১। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল? ৬৫০-১২০০ সাল পর্যন্ত।
২। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম শতাব্দী।
৩। মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিসতৃত ছিল? ১২০১-১৮০০ সাল পর্যন্তু।
৪। আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে? ১৮০১ সাল থেকে।
৫। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? আধুনিক যুগে।
৬। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পূর্ব পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? পাঁচ হাজার বছর।
৭। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি? বৈদিক ও সংস্কৃত ভাষা।
৮। বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? বৈদিক ভাষা।
৯। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি? ক. প্রচীন ভারতীয় আর্য, খ) মধ্য ভারতীয় আর্য ভাষা গ) নব্য ভারতীয় আর্য ভাষা।
১০। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন সেই ভাষাই বৈদিক ভাষা।
১১। কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? ব্যাকরণবিদ পানিনির হাতে।
১২। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।
১৩। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? খ্রিষ্টপূর্ব ৮০০ শতাব্দীর দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে দেশের প্রকৃতি পঞ্জ বা জনসাধারনের যে ভাষায় নিত্য নতুন কথা বলত । তাকে প্রাকৃত ভাষা বলে।
১৪। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি? অপভ্রংশ।
১৫। পানিনি রচিত গ্রন্থের নাম কি? ব্যাকরণ অষ্টাধয়ী।
১৬। পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? সংস্কৃত ভাষা।
১৭। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বৈদিক।
১৮। বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
১৯। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত? ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
২০। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
২১। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে।
২২। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত।
২৩। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? তিনটি।
২৪। বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি? তিনটি।
২৫। বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? হিন্দ-ইউরোপী গোষ্ঠীর।
২৬। বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার? মুন্ডা ভাষার।
২৭। কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? ব্রহ্মী লিপি।
২৮। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি? দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী।
২৯। ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে? ব্রাহ্মী লিপি।
৩০। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? খরোষ্ঠী লিপি।
৩১।ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি? দুইটি।
৩২। খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়? সম্রাট অশোক।
৩৩। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? কুটিল লিপি।
৩৪। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি ? খরোষ্ঠী লিপি।
৩৫। কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ? সেন যুগে।
৩৬। কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে? প্রাচীন যুগে।
৩৭। বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ? শ্রীরামপুর মিশন।
৩৮। কত সালে 'শ্রীরামপুর মিশন' প্রতিষ্ঠিত হয় ? ১৮০০ খ্রিষ্টাব্দে।
৩৯। বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ? সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।
৪০। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ? খ্রিঃ দশম একাদশ শতাব্দীর মধ্যে বাংলা অক্ষর বাংলায় একচ্ছত্র প্রভাব বিস্তার করে।
৪১। ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ? পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে বাংলা বর্ণমালা উৎপত্তি।
৪২। কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান ? উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর।
৪৩। বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-? সাময়ীক পত্র।
৪৪। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? চর্যাপদ।
৪৫। চর্যাপদ রচনা করেন কারা ? বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
৪৬। চর্যাপদ কোন যুগের নিদর্শন? আদি/ প্রাচীন যুগ।
৪৭। চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।
৪৮। চর্যাপদের রচনা কাল কত? সপ্তম -দ্বাদশ শতাব্দী।
৪৯। চর্যাপদ কোন ভাষায় রচিত হয়? বঙ্গকামরুপী ভাষায়।
৫০। চর্যাপদ কোথায় পাওয়া যায়? নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।
৫১। টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ? আশ্চর্য চর্যাচয়।
৫২। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ? চর্যাচর্য বিনিশ্চয়।
৫৩। চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন? অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।
৫৪। চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ? ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ।
৫৫। চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ? ২৩ সংখ্যক পদ।
৫৬। চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ? ১৯১৬ সালে।
৫৭। চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল? ৫১ টি।
৫৮। সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে? সাড়ে ছেচল্লিশটি।
৫৯। সবচেয়ে বেশী পদ কে রচনা করেছেন ? কাহ্নপা-১৩ টি।
৬০। চর্যাপদের রচয়িতা কে বা কারা ? কাহ্নপা, লুইপা, কুক্কুরীপা, ভুসুকু, সরহপাদ সহ মোট ২৪ জন পদকর্তা।
৬১। চর্যাপদ কোন সময়ে রচিত হয় ? সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে।
৬২। চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়? চর্যাপদের পদগুলো বাংলা, হিন্দী, মৈথিলী, অসমীয় ও উড়িয়া ভাষায়।
৬৩। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন? ডঃ প্রবোধচন্দ্র বাগচী।
৬৪। চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়? পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার।
৬৫। ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন? ১৯২৬ সালে।
৬৭। চর্যাপদ কোন ছন্দে রচিত ? মাত্রাবৃত্তে ছন্দে।
৬৮। চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি? তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন।
৬৯। কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে? মিথিলার কবি বিদ্যাপতি।
৭০। রাজা লক্ষন সেনের রাজসভার পঞ্চরত্ন কে কে ছিলেন? উমাপতিধর, শরণ, ধোয়ী, গোবর্ধন আচার্য ও জয়দেব।
৭১। গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি ? জয়দেব।
৭২। ব্রজবুলী ভাষার উদ্ভব কখন হয়? কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন।
৭৩। ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা? মৈথলী এবং বাংলা ভাষার মিশ্রনে সৃষ্টি হয়।
৭৪। ব্রজবুলি কোন স্থানের উপভাষা ? মিথিলার উপভাষা্।
৭৫। ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের/শ্রেষ্ঠ কবি নাম কি? বিদ্যাপতি এবং জয়দেব।
৭৬। চন্ডীদাস সমস্যা কি? বাংলা সাহিত্য একাধিক পদকর্তা নিজেকে চন্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যা সৃষ্টি করেছেন তাই চন্ডীদাস সমস্যা ।
৭৮। বাংলা সাহিত্যে স্বীকৃত চন্ডীদাস কয়জন? তিনজন। বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, এবং দ্বীজ চণ্ডীদাস।
প্রাচীন সাহিত্যের পৃষ্ঠপোষকগণ
১। চর্যাপদ কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে? বঙ্গীয় সাহিত্যে পরিষদ।
২। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করে? পাঠান সুলতানগণ।
৩। মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব।
৪। কার অনুপ্রেরণায় মহাভারতের অশ্বমেধ পর্ব অনুদিত হয়? নাসিরউদ্দিন নসরৎ শাহের।
৫। কার রাজত্বকালে বাংলার লৌকিক কাহিনী মনসামঙ্গল রচিত হয়? হুসেন শাহের।
৬। চৈতন্য ভাগবত কার সময় রচিত হয়? গিয়াসুদ্দীন মাহমুদ শাহের।
৭। কার পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাস রামায়ণের অনুবাদ করেন? জালালুদ্দিন মুহম্মদ শাহের।
৮। কবি বিদ্যাপতি ও শেখ কবির কার আদেশে বৈঞ্চবপদ কাব্য রচনা করেন? নাসির উদ্দিন নসরৎ শাহের।
৯। কবি বিজয়গুপ্ত কার আদেশে মনসামঙ্গল কাব্য রচনা করেন? আলাউদ্দিন হুসেন শাহের।
১০। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক? আলাউদ্দিন হুসেন শাহ।
১১। গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় শাহ মুহম্মদ সগীর কোন কাব্যটি রচনা করেন? ইউসূফ- জুলেখা।
১২। নসীয়তনামা কাব্য কার পৃষ্ঠপোষকতায় রচিত? শ্রীসুধর্মের।
১৩। কার আদেশে সয়ফুল-মূলক রচিত হয়? সৈয়দ মুসার আদেশে।
১৪। কার আদেশে আলাওল সতীময়না কাব্য রচনা করেন? লস্কর উজীর আশরাফ খানের।
১৫। কবি জৈনুদ্দিন কার সভাকবি ছিলেন? গৌড়ের সুলতান ইউসুফ শাহেব।
১৬। রসুল বিজয় কাব্য কার অনুপ্রেরণায় রচিত হয়? শামসুদ্দীন ইউসূফ শাহের।
১৭। মহা বংশাবলী নামক সামাজিক ইতিহাস গ্রন্থের পৃষ্ঠপোষক কে? সুলতান জালালউদ্দিন ফতেহ-ই-শাহ।
১৮। বাংলায় সর্বপ্রথম বিদ্যাসাগর কাহিনী কার আমলে রচিত হয়? হুসেন শাহের আমলে।
১৯। কার পৃষ্ঠপোষকতায় ভারতচন্দ্র বিদ্যাসুন্দর রচনা করেন? রাজা কৃষ্ণ চন্দ্র্রের।
২০। কোন কবি গিয়াস উদ্দীন আযম শাহের রাজা কর্মচারী ছিলেন? শাহ মুহম্মদ সগীর।
২১। কবি মালাধর বসুর পৃষ্ঠপোষক কে ছিলেন? শামসউদ্দিন ইউসুফ শাহ।
২২। রাজা লক্ষন সেনের সভাকবি কে ছিলেন? ভারতচন্দ্র ।
২৩। হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কে কাব্য চর্চা করেন? রূপ গোস্বামী।
২৪। কবীন্দ্র পরমেশ্বর কার আদেশে বাংলায় মহাভারত রচনা করেন? পরাগল খানের।
২৫। ছুটি খানের সভাকবি কে ছিলেন? শ্রীকর নন্দী।
২৬। আলাওল পদ্মাবতী রচনা করেন? মাগন ঠাকুরের অনুরোধে।
২৭। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? গিয়াসউদ্দিন আজম শাহ।
২৮। বাংলা সাহিত্যের প্রাচীন সাহিত্য ধারা
২৯। বাংলা সাহিত্যের প্রধান প্রধান সাহিত্য ধারা কি কি? উঃ গীতিকবিতা, মহাকাব্য, উপন্যাস, গল্প, নাটক, প্রহসন, প্রবন্ধ, অভিসন্দর্ভ, সমালোচনা, পত্র সাহিত্য, জীবনী সাহিত্য ইত্যাদি।
৩০। মধ্যযুগের অন্যতম সাহিত্য ধারা কি কি ? উঃ বৈঞ্চব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, কবিগান, পুঁথি সাহিত্য, অনুবাদ সাহিত্য, মর্সিয়া সাহিত্য ইত্যাদি।
৩১। আধুনিক যুগের সাহিত্য ধারা কি কি ? উঃ মহাকাব্য, গীতিকাব্য, উপন্যাস,নাটক, ছোটগল্প, প্রহসন,প্রবন্ধ, নিবন্ধ, অভিসন্দর্ভ, সমালোচনা, আত্মজীবনীমূলক সাহিত্য, পত্র সাহিত্য, গীতিনাট্য ইত্যাদি।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS