Sentence-বাক্য
Category: Bangla
Posted on: Thursday, September 14, 2017
দুই বা ততোধিক অর্থবোধক Word বা শব্দ পাশাপাশি সঠিক ভাবে সাজালে যদি কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ ভাবে প্রকাশ পায়, তবে তাকে Sentence বা বাক্য বলে। আমাদের হাতে যেমন ৫টি আঙ্গুল আছে এবং এক একটি আঙ্গুলের গঠন এক এক রকম, তেমনি ইংরেজিতেও ৫টি Sentence বা বাক্য আছে এবং এদের এক একটি গঠন এক এক রকম।
প্রকাশের দিক দিয়ে Sentence বা বাক্য ৫ প্রকারঃ
Sl. No | Sentence (বাক্য এর নাম) | চিহ্ন | Example (উদাহরণ) |
01 | Assertive Sentence (বিবৃতিমূলক) | . | I like it. |
02 | Interrogative Sentence (প্রশ্নবোধক) | ? | What is you name? |
03 | Imperative Sentence (অনুজ্ঞাবাচক) | . | Do the sum. |
04 | Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনামূলক) | . | May God bless you. |
05 | Exclamatory Sentence (বিস্ময়সূচক) | ! | How nice you are! |
Assertive Sentence -বিবৃতিমূলক বাক্য
যে Sentence verb দিয়ে শুরম্নহয় না এবং যে Sentence এ May, Long বা ? চিহ্ন বা ! চিহ্ন থাকে না, সেটাই Assertive Sentence.
Examples (উদাহরণ):
Nily is a good girl. (নিলি একটি ভাল মেয়ে)
I have not a mobile. (আমার একটি মোবাইল নাই)
He did not get the book. (সে বইটি পায়নি)
I shall buy the doll. (আমি পুতুলটি কিনব)
Structure (গঠন): Subject + verb + object + বাকী অংশ।
Note: প্রত্যেক Sentence এর Affirmative (হ্যাঁ বোধক) বা Negative (না বোধক) দিক আছে।
Interrogative Sentence -প্রশ্নবোধক বাক্য
যে Sentence এর মাধ্যমে কোন না কোনভাবে প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence বলে। চার ধরণের Interrogative Sentence আছে। এর মধ্যে ২টি Sentence খুব গুরম্নত্বপূর্ণর্।
- i) Auxiliary Interrogative.
- ii) WH- Interrogative.
Auxiliary Interrogative :
Auxiliary Verb কে সামনে এনে যে প্রশ্ন করা হয় তাকে Auxiliary Interrogative বলে।
Examples (উদাহরণ):
Are you happy? – তুমি কি সুখী?
Has he done the work? – সে কি কাজটি করিয়াছে?
Does Moni take the book? – মনি কি বইটি নিয়েছে?
Did not you go to Dhaka? – তুমি কি ঢাকা যাওনি?
Structure (গঠন): Auxiliary Verb +Subject + মূল verb + বাকী অংশ+?
WH- Interrogative:
যে কোন একটি Wh-word কে সামনে এনে যে প্রশ্ন করা হয় তাকে WH- Interrogative বলে। Wh-word গুলো হল, (What, Which, Who, whom, Where, When, How, How long, Why etc)
Examples (উদাহরণ):
Who are you? – তুমি কে?
What is the matter? – ব্যাপারটা কি?
Which book do you like? – কোন বইটি তুমি পছন্দ কর?
When is he/she coming? – সে কখন আসতেছে?
Why does Mamun do it? – কেন মামুন এটি করে?
Structure (গঠন) : WH-word +Auxiliary verb+Subject+Main verb+বাকী অংশ+?
Imperative Sentence– অনুজ্ঞাবাচক বাক্য
যে Sentence verb বা please বা would you please দিয়ে শুরম্ন হয় সেটাই Imperative Sentence. এবং এ Sentence এ Subject উহ্য থাকে।
Examples:
Do the sum. অংকটি কর।
Please give me a glass of water. – অনুগ্রহ করে আমাকে এক গস্নাস পানি দাও।
Don’t quarrel. – ঝগড়া করিও না।
Would you please not smoke beside me? – দয়া করে আমার পাশে ধুমপান করবেন না?
Structure (গঠন): verb + বাকী অংশ বা please +verb + বাকী অংশ বা Would you please + verb + বাকী অংশ
Optative Sentence-ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য
যে Sentence এ May, Long, wish ও Pray থাকে সেটাই Optative Sentence.
Examples: (উদাহরণ)
May God bless you. – ঈশ্বর তোমার মঙ্গল করম্নক ।
May you pass the examination. – তুমি পরীক্ষায় পাশ করতে পার।
Long live our parents. – আমাদের পিতা মাতা দীর্ঘজীবী হউক ।
I wish her all the best. – তার সব কিছু শুভ হউক।
Structure: May + Subject + verb + বাকী অংশ। বা I wish +object + বাকী অংশ।
Exclamatory Sentence -বিস্ময়সূচক বাক্য
এই Sentence এর মাধ্যমে আমরা আমাদের মনের আবেগ প্রকাশ করি। এই আবেগ হতে পারে আনন্দের ও দুঃখের।
Example: (উদাহরণ)
What a terrible storm it is!- কি ভয়ানক ঝড় এটি!
How comfortable the weather is!- কেমন আরামদায়ক আবহাওয়া!
What a beautiful the girl is!- কি সুন্দর বালিকাটি!
How silly you are!- কেমন বোকা তুমি!
Structure:
What + a + Adjective +ব্যক্তি বা বস্ত্ত + ব্যক্তি বা বস্ত্ত + verb!
How + Adjective + ব্যক্তি বা বস্ত্ত + verb!
Note: What এর সাথে Article ব্যবহার হয়। কিন্তু How এর সাথে Article ব্যবহার হয় না।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS