তথ্য প্রযুক্তি বিভিন্ন প্রশ্নের উত্তর
Category: Computer and IT
Posted on: Sunday, September 17, 2017
১৷ বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন?
উঃ ১৯৬৯ সালে।
২৷ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন?
উঃ ১৯৯৬ সালে।
৩৷ ইন্টারনেটের জনক কে?
উঃ ভিনটন জি কার্ফ।
৪৷ WWW এর অর্থ কি?
উঃ World Wide Web.
৫৷WWW এর জনক কে?
উঃ টিম বার্নাস লি ।
৬৷ ই-মেইল এর জনক কে?
উঃ রে টমলি সন।
৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উঃ এলান এমটাজ।
৮৷ Internet Corporation For Assigned Names And Number– ICANN এর প্রতিষ্ঠা কবে?
উঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে(সদর দপ্তরক্যালিফোর্নিয়)
৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
উঃ ডট কম।
১০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকসইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কমরেজিস্ট্রেশন করে কবে?
উঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে।
১১৷ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উঃ প্রথম-চীন,দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার(Web Browser) কি কি?
উঃ Opera, Mozilla,Internet Explorer, Rock Melt,Google Chrome.
১৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এরপ্রতিষ্টাতা কে?
উঃ সার্জে এম বেরিন ও লেরি পেজ।
১৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইটকি কি?
উঃ Twitter, Facebook, Diaspora,MySpace,Orkut.
১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইটটুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উঃ ২০০৬ সালে।
১৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে?
উঃ জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে?
উঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,ডাসটিনমোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইটফেসবুকের কবে প্রতিষ্টিত হয়?
উঃ ২০০৪ সালে।
১৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্তচিকিৎসা পদ্ধিতিকে কি বলে?
উঃ টেলি মেডিসিন।
২০৷ উইকিপিডিয়া কি?
উঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
২১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে?
উঃ জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
২২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ২০০১ সালে ।
২৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি?
উঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিকপ্রতিষ্টান
২৪৷ উইকিলিকস (wiki-leaks) কি?
উঃ সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
২৫৷ উইকিলিকস (Wiki-leaks) এর কাজ কি?
উঃ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমনএকটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশকরা ।
২৬৷ উইকিলিকস (Wiki-leaks) কে প্রতিষ্টা করেন?
উঃ জুলিয়ান আসেঞ্জ (অস্ট্রেলিয়া)
২৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি?
উঃ ARPANET (Advanced Research Projects Agency Network)
২৮৷ ফ্লিকার কি?
উঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯৷ ইউটউব কি?
উঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০৷ YouTube এর প্রতিষ্ঠাতা কে?
উঃ স্টিভ চ্যান, জাভেদ করিম ।
৩১৷ স্প্যাম কি?
উঃ অনাকাঙ্কিত ই-মেইল।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS