Adjective [ বিশেষণ ]
Category: English
Posted on: Sunday, September 17, 2017
An Adjective is a word used for qualifying ( or adding something to ) the meaning of a Noun or Pronoun. (J.C Nesfield)
An Adjective is a word used to add something to the meaning of a Noun (Wren & Martin)
Adjective শুধু Noun-এর নয়, Pronoun-এরও হতে পারে। প্রকৃতপক্ষে Noun বা, Pronoun কে Qualify করতে অথবা বিশেষিত করতে যে শব্দ যোগ করা হয়, তাকে Adjective বলে। “The word Adjective means ‘adding’ (J.C. Nesfield)
Adjective-এর ব্যবহার:
Shiraj is a good boy.
Jaffrey is very claver.
He is an Indian.
Lazy student fail in the examination.
Lila plucked a redrose.
The mouse is a little animal.
The elephant is a large animal.
Our Cow gives much milk.
Give me two pens andthree pencils.
উপরের উদাহরণগুলিতে, good শব্দটি ‘boy’ noun কে, clever শব্দটি ‘Jaffrey’ noun কে, Indian শব্দটি ‘he’ Pronoun কে, Lazy শব্দটি ‘Student’ noun কে, red শব্দটি ‘rose’ noun কে, Little শব্দটি ‘animal’ noun কে, বিশেষিত করেছে। তাই এগুলি Adjective. আগের উদাহরণগুলিতে, এই Adjective গুলি Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, আকৃতি, সংখ্যা, পরিমাণ, ইত্যাদি বোঝায়। সেজন্য বলা যায়-
An Adjective qualifies a Noun or a Pronoun.
When an adjective is placed before a noun it is used attributively. But when it qualifies a noun or a pronoun and is placed after a verb it is used predicatively. (Noun- এর আগে বসলে Attributive এবং Verb এর পরে বসলে Predicative Adjective (P.C. Dus)
Adjective চিনার উপায়ঃ
1) যে Word এর শেষে থাকে Ful, ble, ous, tive এটিই Adjective.
Ful | ble |
Hopeful (আশাপূর্ণ) | Acceptable (গ্রহণযোগ্য) |
Useful (প্রয়োজনীয়) | Memorable (স্মরণীয়) |
Hateful (ঘৃণাজনক) | Desirable (কাম্য) |
Ous | tive |
Dangerous (বিপদজনক) | Creative (সৃষ্টিশীল) |
Envious (হিংসাপূর্ণ) | Instructive (গঠনমূলক) |
Luxurious (বিলাসপূর্ণ) | Negative (নাবোধক) |
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS