Adverb [ ক্রিয়া বিশেষণ ]
Category: English
Posted on: Sunday, September 17, 2017
An Adverb qualifies anything except a Noun or a Pronoun. (J.C.Nesfield)
Noun বা Pronoun ছাড়া অন্য যে কোন কিছুকে Adverb বিশেষিত করে।
An Adverb is a word used to add something to the meaning of a verb, an adjective or another adverb. ( Wren&Marting)
যে Word verb, adjective বা অন্যকোন adverb সম্বন্ধে পরিষ্কার অর্থ পরিস্ফুটনের জন্য ব্যবহৃত হয়, তাকে Adverb বলে।
স্পষ্ঠতঃই Wren & Martin এর সজ্ঞার তুলনায় Nesfield এর সজ্ঞা অধিক যুক্তিযৃক্ত। কারণ Adverb শুধু verb, adjective বা অন্য কোন adverb নয়, preposition এবং conjunction কেও বিশেষিত করতে পারে।
Adverb এর বিভিন্ন উদাহরণগুলি দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।
Lila goes slowly. (Adverb modifies a verb)
She is a very beautiful girl. (Adverb modifies an adjective)
She walks very slowly. (Adverb modifies another adverb)
The bird flew exactly over our head. (Adverb modifies a preposition)
I dislike her simple because she is very rude. (Adverb modifies a conjunction)
Adverb to denote time, place, manner etc :
An adverb may denote time, place, manner, number, degree, reason, purpose, condition, and contrast.
(Adverb সময় স্থান, ধরণ, সংখ্যা, পরিমাপ, কারণ, উদ্দেশ্য, শর্ত, এবং বৈপরীত্য প্রকাশ করতে পারে।)
Time: now, then, soon, early etc.
Place: here, there, far, near, etc.
Manner: slowly, quickly, surely, probably, etc.
Number: once, twice, thrice, again, always, etc.
Degree: very, much, partly, wholly, etc.
Reason: as, so, because, etc.
Purpose: that, so that etc.
Condition: if, unless etc.
Contrast: though, although etc
Adverb চিনার উপায়ঃ
সাধারণত Word এর শেষে ly থাকে তবে আমরা Adverb হিসেবে ধরি।
যেমন- Kindly (সদয়ভাবে), Nicely (সুন্দরভাবে), Cordially (আমত্মরিকভাবে), Clearly (পরিষ্কারভাবে)।
Where (কোথায়): Here (এখানে), There (সেখানে), Inside (ভিতরে), Outside (বাহিরে), Around (চারিদিকে)।
When (কখন): Now (এখন), Then (পরে), Today (আজ), Last (শেষে),
How (কিভাবে): Slowly (ধীরে ধীরে), Carefully (সাবধানে), Hard (খুব জোরে), Suddenly হঠাৎ)।
**Note:- অনেক সময় আমরা কোনটি Adjective ও কোনটি Adverb চিনতে পারি না?
মনে রাখতে হবে Adjective এর আগে Article ব্যবহার হয়। আর Adverb এর আগে Article ব্যবহার হয় না।
যেমন- This is a hard pencil. -এটি একটি শক্ত পেন্সিল ।
(Adjective)
He works hard . – সে কঠিন কাজ করে।
(Adverb)
Position of Adverb in a sentence. – বাক্যের মধ্যে Adverb এর অবস্থান কোথায়
Subject এর আগে: Once, once upon a time, long long ago, many days ago ইত্যাদি Adverb গুলো সাধারণত Subject এর আগে বসে।
Once there was an old man একদা এক বৃদ্ধ লোক ছিল। Once upon a time there was a farmer. (একদা এক কৃষক ছিল) । Long long ago he came here. – অনেক অনেক আগে সে এখানে এসেছিল।
Subject এর পরে Always, often, never, rarely, recently ইত্যাদি Adverb গুলো সাধারণত Subject এর পরে বসে।
He always disturbs me. সে সর্বদা আমাকে বিরক্ত করে। I never go to cinema. আমি কখনো সিনেমায় যাইনা।
Auxiliary verb ও Principal verb এর মাঝখানে বসতে পারে।
She will never love me. – সে কখনো আমাকে ভালবাসবে না।
V Adv V
I have recently gone to Dhaka. – আমি সম্প্রতি ঢাকা গিয়াছি ।
যে কোন Adverb ই Verb এর পরে বসে
The girl talks politely. – মেয়েটি ভদ্রভাবে কথা বলে । The car is moving quickly.- গাড়ীটি দ্রুত চলিতেছে।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS