Adverb of time & the tense
Category: English
Posted on: Sunday, September 17, 2017
(a) বর্তমান সময় উল্লেখ থাকলে এবং often(প্রায়ই), sometimes(মাঝে মাঝে), frequently (ঘনঘন বা বার বার) ইত্যাদি Adverb of time থাকলে present simple হয় ।
সে আমার বন্ধু ।সে প্রায়ই এখানে আসে। – He is my friend.He often come here.
সে মনোযোগী নয় ।সে মাঝে মাঝে ভুল করে। – He is not attentive.He sometimes makes mistakes.
প্রত্যেকে জানে যে অনষ্ঠানটি বার বার অনুষ্ঠিত হয় । – Everybody knows that the function is frequently held.
(b) অতীত সময় উল্লেখ থাকলে এবং often(প্রায়ই), sometimes(মাঝে মাঝে), frequently (ঘনঘন বা বার বার) ইত্যাদি Adverb of time থাকলে past simple হয় ।
He was my friend.He often came here.-সে আমার বন্ধু ছিল । সে এখানে প্রায়ই আসত ।
He was not attentive.He sometimes made mistakes.-সে মনোযোগী ছিল লা ।সে মাঝে মাঝে ভুল করত ।
Everybody knew that the function was frequently held.-প্রত্যেকে জানত যে অনুষ্ঠানটি বার বার অনুষ্ঠিত হত ।
(c) recently/presently/currently(সম্প্রতি), yet(এখনও) ইত্যাদি Adverb of time থাকলে present perfect হয়.
He has recently been transferred.-সম্প্রতি তিনি বদলি হয়েছেন ।
He has not come yet.-সে একনও আসে নি ।
(d) কখনও কোনকিছু ঘটেনি বলতে এবং কখনও কোনকিছু ঘটেছে কি-না প্রশ্ন করতে present perfect হয় |
I have never been to Cox’s Bazar.-আমি কখনও কক্সবাজার যাইনি ।
Have you ever seen a tiger?। – তুমি কখনও বাঘ দেখেছ?
(e) for two days(period of time)/ since morning(point of time) এরূপ থাকলে সাধারনত perfect continuous tense হয় । এক্ষেত্রে বর্তমান সময় উলেখ থাকলে present perfect continuous tense হয় , অতীত সময় উলেখ থাকলে past perfect continuous tense হয় এবং ভবিষ্যত সময় উলেখ থাকলে future perfect continuous tense হয় ।
সে ব্যসত্ম । সে বাগানে দু’ঘণ্টা যাবৎ কাজ করছে। – He is busy.He has been working in the garden for two hours.
আমরা বাইরে যেতে পারবো না কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছে। – We can not go out because it has been raining since morning.
সে ব্যাস্ত ছিল ।সে বাগানে দু’ঘণ্টা যাবৎ কাজ করছিল। – He was busy.He had been working in the garden for two hours.-
আমরা বাইরে যেতে পারি নি কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছিল। – We could not go out because it had been raining since morning.-
(f) yesterday(গতকাল), last night(গতরাত), ago(আগে বা পূর্বে) ইত্যাদি Adverb of time থাকলে past simple হয় ।
সে এখানে গতকাল এসেছিল। – He came here yesterday.
লোকটি গতরাতে মারা গেলেন । – The man died last night.
আমি তার সাথে বহু বৎসর পূর্বে সাক্ষাৎ করেছিলাম। – I met him many years ago.
(g) একটি clause এ past tense থাকলে এবং অপর clause এ the previous day(পূর্ব দিন), the previous year(পূর্ববর্তী
বছর),the previous night(পূর্ব রাত),before(পূর্বে) ইত্যাদি Adverb of time থাকলে অপর clause এ past perfect tense হয় ।
সে আমাকে বলেছিল যে সে পূর্বের দিন অসুস্থ ছিল। – He told me that he had been ill the previous day.-
সে আমাকে বলেছিল যে সে তোমার সাথে পূর্বে সাক্ষাৎ করেছিল। – He told me that he had met you before.-
সে আমাকে বলেছিল যে সে পূর্বরাতে এসেছিল। – He told me that he had come the previous night.-
(h) tomorrow থাকলে future হয় ।
আমি আগামীকাল ঢাকায় যাবো। – I shall go to Dhaka tomorrow.
(i) By+future time থাকলে future perfect tense হয় ।
সে আগামী সোমবার নাগাদ কাজটি করে থাকবে। – By Monday next he will have done the work.
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS