জাতিসংঘ গঠনের পটভূমি (Background of United Nations)
Category: International
Posted on: Sunday, September 17, 2017
জাতিসংঘ গঠনের পটভূমি
১. লন্ডন ঘোষণাঃ জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হলো লন্ডন ঘোষণা । ১২ জুন, ১৯৪১ সালে জার্মানীর আক্রমণে ইউরোপের ৯টি দেশ ভূ-খন্ড হারিয়ে সরকার গঠন করে।
২.আটলান্টিক সনদঃ মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট এবং ব্রিটিশপ্রধানমন্ত্রী উইস্টনচার্চিল ১৪ আগস্ট ১৯৪১ সালে আটলন্টিক মহাসাগরে বৃটিশ নৌ-তরী প্রিন্স অব ওয়েলেস এ বৈঠকে মিলিত হয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য যে পরিকল্পনা নেন তাই আটলন্টিক সনদ নামে পরিচিত।
৩.মস্কো সম্মেলনঃ ১৯-৩০অক্টোবর, ১৯৪১ সালে USA, UK, সোভিয়েত ইউনিয়ন, চীন ৭ দফা চুক্তি করে। এই চুক্তি নামা মস্কো সম্মেলন নামে পরিচিত।
৪.তেহরান সম্মেলনঃ যুদ্ধকালীন সময়ে মিত্র বাহিনীর প্রথম শীর্ষ সম্মেলন। ১৯৪৩ সালে আমেরিকা, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, তেহরান শীর্ষ সম্মেলনে মিলিত হন।
৫.ডাম্বার টন ওকস সম্মেলনঃ ২১ আগস্ট- ২৯ সেপ্টেম্বর ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডাম্বারটন ওকস ভবনে জাতিসংঘের রূপরেখা প্রণীত হয়। স্থায়ী ৫ টি দেশ নির্ধারিত হয় এই সম্মেলন।
৬.ইয়াল্টা সম্মেলনঃ এই সম্মেলনে ৫ টি দেশ কে ভেটো ক্ষমতা প্রদান করা হয়। ১১ ফেব্রুয়ারী ১৯৪৫ সালে ইউক্রেনের ইয়াল্টায় এই সম্মেলন হয়।
৭.সানফ্রান্সিসকো সম্মেলনঃ ২৫ এপ্রিল থেকে ২৬ জুন, ১৯৪৫ সালে ৫০ টি দেশ যুক্তরাষ্ট্রের সাথে সানফ্রান্সিসকো সম্মেলন মিলিত হয়ে জাতিসংঘের মূল সনদ স্বাক্ষর করে। ১৫অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘের সনদে স্বাক্ষর করে এবং প্রতিষ্ঠাতা সদস্যের অন্তর্ভূক্ত হয়। ১৪অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ সনদকার্যকরী হয়।
টুকিটাকি:
জাতিসংঘের ভাষাঃ জাতিসংঘ সনদে স্বাক্ষর সময় ৫টি ভাষাকে জাতিসংঘের সরকারী ভাষা হিসেবে গ্রহণ করা হয়।
পরবর্তীতে আরবী ভাষাকে জাতিসংঘের সরকারী ভাষা হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। ১. ইংরেজী, ২. ফ্রেঞ্চ, ৩. স্পেনীশ,৪. চীনা, ৫. রুশ ৬. আরবী।
জাতিসংঘের পতাকাঃ হালকা নীল রং এর মাঝে একটি সাদা বৃত্ত এবং মাঝে জাতিসংঘের প্রতীক। জলপাই শাখায় জড়ানো পৃথিবীর মানচিত্র যা বিশ্বে শান্তির প্রতীক।
লাইব্রেরী ও শান্তিঘণ্টাঃ জাতিসংঘের লাইব্রেরীর নাম দ্যাগ হামারশোল্ড লাইব্রেরী। শান্তির ঘণ্টা লেখা আছে নিরস্কুশ বিশ্ব শান্তি দীর্ঘজীবি হউক। এটি জাপানী ভাষায় লেখা।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ঃ এটি টোকিওতে অবস্থিত। ১৯৭৩ সালের সনদে এটি গ্রহণ করা হয় এবং ১৯৭৫ সালে কার্যক্রম শুরু করে। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকার রাজধানী সানজোসে অবস্থিত। ১৯৮০ সালে এটি কার্যক্রম শুরু করে।
জাতিপুঞ্জ থেকে জাতিসংঘ
১. জাতিপুঞ্জ গঠিত হয়- ১৯২০ সালে।
২. জাতিপুঞ্জ গঠনের প্রস্থাব কছিলেন উড্রো উইলসন (U.S.Aএর ২৮তম প্রেসিডেন্ট)
৩. প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে জাতিপুঞ্জ গঠিত হয়।
৪. জাতিপুঞ্জের দপ্তর ছিল- জেনেভা।
৫. জাতিপুঞ্জ বিলুপ্ত হয়- ১৯৩৯সালে
৬. জাতিসংঘ গঠিত হয়- ১৯৪৫সালে।
৭. জাতিসংঘ গঠনের প্রস্থাবক- ফ্রাস্কলিন ডি. রুজভেল্ট
৮. জাতিসংঘ নামকরণ করেন- ফ্রাঙ্কলিন ডি.রুজভেল্ট।
৯. জাতিসংঘ সনদ কার্যকর হয়- ২৪অক্টোবর ১৯৪৫
১০. জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য- ৫১টি।
১১. ২৬ জুন জাতিসংঘ চার্টারে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাতা সদস্য হয়- পোল্যান্ড
১২. জাতিসংঘ প্রস্থাব উত্থাপন করা হয়- আমেরিকার সানফ্রান্সিসকো শহরে।
১৩. জাতিসংঘ গঠন সংক্রান্ত ঘোষণা- ১জানুয়ারি ১৯৪২
১৪. জাতিসংঘ সনদের লেখক- Archibald Macleish
১৫. জাতিসংঘের অফিসিয়াল ভাষা- ২টি ( ইংরেজী ও ফারসী )
১৬. জাতিসংঘের সরকারি ভাষা- ৬টি ( ইংরেজী, ফারসী, চায়না, রুশ, স্প্যানিশ, আরবী )
১৭. জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ মন্টিনিগ্রো।
১৮. পূর্বে জাতিসংঘের সদস্য ছিল এখন নাই- তাইওয়ান।
১৯. সুইজারল্যান্ড জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক ছিল- ৪৫বছর।
২০. বর্তমানে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকভ্যাটিকান ও ফিলিস্তিন।
২১. জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কের ম্যান হার্টান আইল্যান্ড অবস্থিত।
২২. জাতিসংঘ সদর দপ্তর গঠনে ভূমি দান করেন- জন ডিরকফেলার জুনিয়র।
২৩. জাতিসংঘ মানবধিকার চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৪৮ সালে।
২৪. সম্প্রতি মুসলিম জাতিসংঘ গঠনের প্রস্থাব দিয়েছে- মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মাহাথির মোহাম্মাদ।
২৫. জাতিসংঘদিবস- ২৪অক্টোবর।
২৬. জাতিসংঘ পতাকা- হালকা নীলের মাঝখানে সাদা বৃত্ত ( ২০অক্টোবর ১৯৪৭ থেকে)।
২৭. জাতিসংঘের অধীনস্থ সংস্থা- ৩৬টি।
২৮. জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- টোকিও, জাপান (১৯৭৩ সালে প্রতিষ্ঠিত)
২৯. যুক্তরাষ্ট UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে ১৯৮৫ সালে
৩০. জাতিসংঘের বহুমুখী বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা সংস্থা- UNDP
৩১. আয়তন ও জনসংখ্যায় জাতিসংঘের সবচেয়ে ছোট দেশ- নাউরু
৩২. জাতিসংঘের কোন অধিবেশনে ফারাক্কা নিয়ে আলোচনা হয়?- ১৯৭৬ সালে ৩১ তম অধিবেশনে।
৩৩. বাংলাদেশ জাতিসংঘের ২৯তম অধিবেশনে সদস্য পদ লাভ করে (পাকিস্থান বিরোধিতা করে)।
৩৪. ২০০৮ আন্তজার্তিক আলুবর্ষ, আন্তজার্তিক গ্রহবর্ষ।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS