ইলেকট্রনিক্স টেকনোলজি (Electronics Technology)
Category: Science
Posted on: Sunday, September 17, 2017
মাধ্যম: যে পদার্থের মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হয় তাকে মাধ্যম বলে। এটি মূলত তিন প্রকার।
- পরিবাহীঃ মানবদেহ, এসিড, মাটি, ক্ষার, এসিড মিশ্রিত পানি।
- অর্ধ পরিবাহীঃ সিলিকন , জার্মেনিয়ম, আর্সেনিক, বোরন, ক্যাডমিয়াম ইত্যদি।
- অপরিবাহীঃ কাঁচ, রেশম, পশম, রবার, অভ্র ইত্যাদি।
এক্স-রে : দ্রম্নতগতি সম্পন্ন ইলেকট্রন সহসা কঠিন ঘাতব পদার্থে আঘাত করলে উহা হতে এক্ম্র রে উৎপন্ন হয ।
- বিজ্ঞানী রন্টজেন ১৮৯৫ সালে এটি আবিস্কার করনে।
- ব্যবহারঃ (খ) রোগ চিকিৎসা (গ) গোয়েন্দা বিভাগ (ঘ) শিল্প (ঘ) কৃষিক্ষেত্রে
- তেজস্ক্রিয়তা: তেজস্ক্রিয় পদার্থ হতে স্বতঃস্ফুর্তভাবে অবিরাম এক রহস্যময় কণা বা রশ্মি নির্গত হয় একে তেজস্ক্রিয়তা বলে।
- ১৮৯৬ সালে ফরাসী বিজ্ঞানী হেনরি বেকরেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিস্কার করেন।
- উদহরণ: ইউরেনিয়ম, নেপচুনিয়াম, বেরিয়াম, রেডিয়াম, পলোনিয়াম ইত্যাদি।
অপটিক্যাল ফাইবার:
- কাঁচ নির্মিত তন্তু বিশেষ।
- তথ্যপরিববহনের আধুনিকতম পরিবাহী।
- পূর্ণ অভ্যত্মরীণ প্রতিফলনকে কাজে লাগানো হয়।
ব্ল্যাক বক্সঃ
- এক প্রকার রেকর্ডার যন্ত্র যা বিমানের ককপিটে রক্ষিত থাকে।
- এর রেকর্ডারে পাইলটদের শেষ আধ ঘন্টা কথা রেকর্ড হয়ে থাকে।
- এটি ১০০০ সেঃ পর্যন্ত এর কোন ও ক্ষতি হয় না।
ফিশন: ফিশনের মূলনীতি বিভাজন।
- ১৯৩৯ সালে দুই জার্মান বিজ্ঞানী অটোহ্যান ও স্টোসম্যান এ প্রক্রিয়া আবিষ্কার করেন।
- যেসব পরমাণুর পারমানবিক সংখ্যা ৯২ বা তার অধিক তারা সাধারণত এই বিক্রিয়ায় অংশ নিতে পারে।
- ফিশন পদ্ধতিকে ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরী করা হয়।
ফিউশন: ফিউশনের মূলনীতি যোজন। এই পদ্ধতিতে সূর্যে শক্তি উৎপন্ন হয়।
পারমানবিক চুল্লি: যে যান্ত্রিক ব্যাবস্থার সাহায্যে নিয়ন্ত্রিতভাবে নিউক্লিয়াসের ক্রমিক বিভাজন দ্বারা বিপুল পরিমান পারমানবিক শক্তি অর্জন করা যায় উহাকে পারমানবিক রিঅ্যাক্টর বলে।
- এ চুল্লিতে U235 এর পরমানুকে জ্বালানী হিসেবে ব্যবহার করা যায়।
- এ জ্বালানী ফিশন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর শক্তি উৎপন্ন করে।
- বোরন বা ক্যাডমিয়াম দন্ড ব্যবহার করে চুল্লিতে বিক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়।
- ফিউশণ নীতির উপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা তৈরী করা হয়েছে।
ইলেকট্রনিক্স তথ্যকণিকা:
- ট্রানজিষ্টর আবিস্কার সময় থেকে ইলেকট্রনিক্সের যাত্রা শুরম্ন।
- এটমের নাম দেন ডেমোক্রিটাস।
- 1803 সালে ডাল্টন এটম এর নতুন ধারণা দেন।
- নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন সমন্বয়ে গঠিত।
- প্রোটন ধনাত্নক চার্জ যুক্ত বা ইলেকট্রনের চার্জের সমান।
- 1919 সালে প্রোটন আবিস্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড।
- নিউটন চার্জবিহীন কণিকা।
- নিউট্রন আবিস্কার করেন চ্যাডউইক (1932 সালে)।
- ইলেকট্রনর সর্বদা নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট পথে পরিভ্রমণ করে।
- বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিস্কার করেন1897 সালে।
- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ পরমানু।
- যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ অনু।
- ট্রানজিস্টর আবিস্কৃত হয় ১৯৪৮ সালে।
- ইলেকট্রনিক মেইল হলো ই মেইল।
- UHF ও VHF তরঙ্গ টেলিভিশনে ব্যবহৃত হয়।
- টেলিভিশনে ব্যবহৃত তরঙ্গ রেডিওর তরঙ্গের তুলনায় ছোট।
- অন্ধকার জ্বলজ্বল করার জন্য ঘড়ির কাটায় থোরিয়ম ও জিঙ্ক সালাফাইড মিশ্রণের প্রলেপ দেয়া।
- ভূ পৃষ্ট হতে স্যাটেলাইট যোগাযোগের জন্য VAST ব্যবহৃত হয়।
- বিগ ব্যাঙ তত্ত্ব ব্যাখ্যা করেন বিজ্ঞানী স্টিফেন হকিন্স।
- ১৯৮৬ সালে চেরানোবিল পারমাবিক দুর্ঘটনা ঘটেছিল।
- টেলিভিশনে প্রতি সেকেন্ডে ৩০ টি চিত্র প্রেরণ করা হয়।
- রেডিওতে শব্দ তড়িৎ চৌম্বক তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়।
- সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্নি।
- ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলটরে কালো অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা সিলিকন চিপের ভিত্তিতে।
- রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর গামা রশ্মি বের হয়।
- আলট্রা্সনোগ্রাফী হলো ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।
- টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি।
- ট্রানজিস্টরে সেমিকন্ডাষ্টর হিসেবে ব্যাবহৃত হয় জার্মেনিয়াম।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS