Gender-লিঙ্গ
Category: English
Posted on: Sunday, September 17, 2017
Person যে কোন ব্যক্তি, বস্ত্ত বা প্রাণী হতে পারে। এ বক্তা, শ্রোতা ও অনুপস্থিত ব্যক্তি, বস্ত্ত বা প্রাণী সম্পকে বর্ণনা করতে যে এর আশ্রয় গ্রহণ করা হয় তাই Person.
অতএব, যে কথা বলে, যার সাথে বলে এবং যার সম্পর্কে বলে তা বুঝাতে যে ভিন্ন ভিন্ন বা ব্যবহৃত হয়, তাকে Person বা পুরুষ বলে।
Classification of Person বা পুরম্নষের শ্রেণীবিভাগঃ
Person তিন প্রকার। যেমনঃ
- First Person বা উত্তম পুরুষ।
- Second Person বা মধ্যম পুরুষ।
- Third Person বা নাম পুরুষ।
First Person বা উত্তম পুরুষ : যে কথা বলে ও নিজেকে বুঝতে গিয়ে যেসব এর ব্যবহার করে, তাকে First Person বা উত্তম পুরুষ বলে। যেমনঃ I am a boy. We are playing cricket.
Second Person বা মধ্যম পুরুষ : বক্তা যার সাথে কথা বলে তাকে এবং তার নামের পরিবর্তে যে ব্যবহার করে, তাকে Second Person বা মধ্যম পুরুষ বলে। যেমনঃ You will do well in the exam.
Third Person বা নাম পুরুষ : অনুপস্থিত কোন ব্যক্তি, বস্ত্ত বা প্রাণী সম্বন্ধে যখন কথা বলা হয় বা ঐ ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর পরিবর্তে যেসব ব্যবহৃর করা হয়, তাকে Third Person বা নাম পুরুষ বলে। যেমনঃ She is my elder Sister.
Note : (a) শুধু Noun ও Pronoun-এর Person হয়ে থাকে ,অন্য কোন Part of Speech- এর Person হয় না। যেমনঃ Man, boy, girl, bird, chair, team, crowd, kindness এগুলো সবই Third Person.
(b) তিনটি Person পরপর কর্তা (Nominative) হিসেবে ব্যবহার করতে হলে প্রথমে Second person, তারপর Third person এবং সবশেষে First person বসে। যেমনঃ You, he and I are brother.
Case ভেদে Person -এর রূপের পরিবর্তন ঘটে। নিচে ছকের সাহায্য দেখানো হলো :
First person ( Masculine/ Feminine)
Case | Singular | Plural |
Nominative | I – আমি | We – আমরা |
Objective | Me – আমাকে | Us – আমাদেরকে |
Possessive | My,Mine – আমার | Our, Ours – আমাদের |
Second person ( Masculine/ Feminine)
Case | Singular | Plural |
Nominative | You – তুমি , Thou – তুই | You – তোমারা |
Objective | You – তোমাকে, Thee -তোকে | You -তোমাদেরকে |
Possessive | Your -তোমার , Thy,Thine – তোর | Your – তোমাদের |
Third person ( Masculine )
Case | Singular | Plural |
Nominative | He – সে (পুং) | They- তারা |
Objective | Him – তাকে (পুং) | Them – তাদেরকে |
Possessive | His – তার (পুং) | Their,Theirs – তাদের |
Third person ( Feminine)
Case | Singular | Plural |
Nominative | She -সে (স্ত্রী) | They – তারা |
Objective | Her – তাকে (স্ত্রী) | Them – তাদেরকে |
Possessive | Her – তার (স্ত্রী) | Their, Theirs – তাদের |
Third person ( Neuter Gender)
Case | Singular | Plural |
Nominative | It – ইহা | They -সেগুলো |
Objective | It – ইহাকে | Them -সেগুলোকে |
Possessive | Its – ইহার | Theirs -সেগুলোর |
Revision And Test
- What is Person ? How many kinds of Person are there and what are they ?
- Name the Person of the following words: I, we, you, your, he, she, they, it, our, us, yiurs,their,him,her. Dhaka, brother, pencil, book, it, milk, each, sea, father, children.
- Fill in the blanks with suitable person:
- – am a boy.
- He gave – a rose.
- – sings a song.
- – are students.
- – love our country.
- What is – name.
- – father name is Mozibur.
- She is – sister.
- – are my friend.
- How are – ?
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS