Share:

যোগাযোগ মাধ্যম

১. কোথায় প্রথম রিকশার আবির্ভাব ঘটে ? – জাপানে

২. সিল্ক রোড মহাসড়ক কোথায় অবস্থিত ? – চীন ও পাকিস্তানের মধ্যে

৩. চীন-নেপাল সড়ককে কি বলা হয়? –  কোদারী।

৪. ঐতিহাসিক ‘নাথুলা পাস’ কোন দুটি দেশের সীমান্ত বাণিজ্য পথ ?- ভারত ও চীন

৫. বিশ্বের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ কোনটি ? – সেন্ট গোথার্ড (সুইজারল্যান্ডে, ১৬.৩কিমি)

৬. বিশ্বেও দীর্ঘতম রেল সুড়ঙ্গ কোনটি ? – সেইকান (জাপান)

৭. পৃথিবীর দীর্ঘতম সেতুর নাম কি ? – সেসাপেক বে(৩৭কিমি), যুক্তরাষ্ট্র

৮. পৃথিবীর দীর্ঘতম রেল সেতুর নাম কি ? -সানফ্রান্সিসকো(৭.২৫কিমি), যুক্তরাষ্ট্র

৯. দীর্ঘতম ঝুলন্তসেতু আকাশি কাইকিও, জাপান।

১০. সড়ক সুড়ঙ্গ ইউরোটানেল ব্রিটে-ফ্রান্সে অবস্থিত (৪৯.৮৮কিমি)।

১১. বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয় বার্লিনে ১৮৮১ সালে।

১২. আকসাই চীন মহাসড়ক তিব্বতে অবস্থিত।

 

রেলপথ

১. আধুনিক রেল ইঞ্জিনের প্রর্বতক কে ? – রবার্ট স্টিফেনসন

২. বৃহত্তম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।

 

বিমানপথ

১. হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দও কোথায় অবস্থিত ? – লন্ডন

২. শব্দ অপেক্ষা দ্রুতগতিসম্পন্ন যাত্রীবাহী বিমানের নাম কি ? – কনকর্ড (ব্রিটিশ ও ফ্রান্স যৌথ, ১৪৪জন যাত্রী, গতিবেগ ২২৫৩কিমি)

৩. বাংলাদেশ বিমান সংস্থার নাম কি –  বিমান বাংলাদেশ এয়ার লাইন্স

৪. ভারত বিমান সংস্থার নাম কি –  এয়ার ইন্ডিয়া

৫. পাকিস্তান বিমান সংস্থার নাম কি –  পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স

৬. মালয়েশিয়া বিমান সংস্থার নাম কি –  মালয়েশিয়ান এয়ার লাইন্স সিস্টেম

৭. ইন্দোনেশিয়া বিমান সংস্থার নাম কি –  গারুদা

৮. চীন বিমান সংস্থার নাম কি –  চায়না এয়ার লাইন্স

৯. সিঙ্গাপুর বিমান সংস্থার নাম কি –  সিঙ্গাপুর এয়ার লাইন্স

১০. জাপান বিমান সংস্থার নাম কি –  জাপান এয়ার লাইন্স

১১. থাইল্যান্ড বিমান সংস্থার নাম কি –  থাই ইন্টারন্যাশনাল

১২. জার্মানি বিমান সংস্থার নাম কি –  লুফথানসা

১৩. ফ্রান্স বিমান সংস্থার নাম কি –  এয়ার ফ্রান্স

১৪. যুক্তরাজ্য বিমান সংস্থার নাম কি –  ব্রিটিশ এয়ার ওয়েজ

১৫. যুক্তরাষ্ট্র বিমান সংস্থার নাম কি –  ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইন্স

১৬. রাশিয়া বিমান সংস্থার নাম কি –  এরোফ্লোট

১৭. বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান কখগ চলাচল শুরু করে ১৯২০ সালে।

১৮. প্রথম সাফল্যের সঙ্গে আটলান্টিক পাড়ি দেন চালর্স লিন্ডবার্গ

১৯. যুক্তরাষ্ট্রের হাইড্রোজেন চালিত প্রথম বিমানের নাম গ্লোবাল অবজারভার , ২জুলাই২০০৫ ইড্ডয়ন করা হয়। মানুষ্যবিহীন।

 

জলপথ

১. টাইটানিক কবে ডুবে যায় ? – ১৯১২ সালে

২. অতিরিক্ত মালবোঝাই এড়ানোর জন্য জাহাজেরগায়ের চিহ্নিত রেখাকে বলে প্লিমসল লাইন।

 

ডাক ব্যবস্থা

১. উপমহাদেশে প্রথম কবে ডাক সার্ভিস চালু হয় ? – ১৭৭৪ সালে (শেরশাহের আমলে)

২. উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে ? – শেরশাহ

৩. উপমহাদেশে প্রথম ডাকটিকিট চালু হয় কোথায় ? – সিন্ধু প্রদেশে

৪. সর্বপ্রথম ডাক ব্যবস্থার প্রচলন হয় কোথায় ? – মিশর (২০০০ খ্রিস্টপূর্বাব্দে)

৫. ডাকটিকেটের জনক কে এবং তিনি কোন দেশের নাগরিক ? – স্যার রোল্যান্ড হিল, ব্রিটেন

৬. কোন দেশের ডাকটিকেটে সে দেশের নাম লেখা থাকে না ? – ইংল্যান্ড

৭. বিশ্বে কবে রেল  ডাক চালু হয় ? – ১৮৫৩সালে

৮. বিশ্বে কবে বিমান ডাক চালু হয় ? – ১৯১১ সালে

৯. ‘বিশ্ব ডাক দিবস’ কবে পালিত হয় ? – প্রতি বছর ৯ অক্টেবর

১০. ফিলাটেলি শব্দটি কার সাথে সম্পর্কিত ? – ডাক বিভাগের সহিত

১১. যে চুক্তির মাধ্যমে টচট প্রতিষ্ঠা হয়েছে –  বার্ণ চুক্তির মাধ্যমে