Letter and Alphabet
Category: English
Posted on: Sunday, September 17, 2017
Letter
আমরা যখন কথা বলি তখন মুখে আওয়াজ করি কিন্তু যখন মনের ভাব লিখে প্রকাশ করি তখন প্রতিটি Sound বা ধ্বনির জন্যে একটি করে Symbol (সংকেত) বা চিহ্ন ব্যবহার করি। তাই ধ্বনিই হচ্ছে ভাষার একক। যেমনঃ মুখে যদি A বলি তবে A হলো ধ্বনি। আর যদি A লিখি তখন A হবে ধ্বনির লিখিত রূপ বা অক্ষর। ইংরেজি ভাষায় মোট ২৬ টি Letter বা বর্ণ আছে।
Letter-যে সব প্রতীক বা সাংকেতিক চিহ্নের দ্বারা ভাষা লিখে প্রকাশ করা হয় তাকে Letter বা বর্ণ বলে।
Alphabet
Alphabet-ইংরেজি ভাষায় A হতে Z পর্যমত্ম মোট ২৬টি Letter বা বর্ণ রয়েছে। এই ২৬টি Letter বা বর্ণকে একত্রে Alphabet বা বর্ণমালা বলে।
গ্রীক বর্ণমালার প্রথম বর্ণ Alpha (আলফা) এবং দ্বিতীয় বর্ণ beta (বিটা) থেকে ইংরেজি বর্ণমালার নাম দেওয়া হয়েছে Alphabet বা বর্ণমালা।
আমরা জানি বাংলা ভাষায় বর্ণগুলোকে সব জায়গায় একই ভাবে লেখা যায়। কিন্তু ইংরেজি Letter বা বণগুলোকে Capital Letter (বড় হাতের অক্ষর) ও Small Letter ( ছোট হাতের অক্ষর) এ দুই ভাগে ভাগ করে লেখা হয়। কিন্তু এই Letter বা বর্ণগুলোর উচ্চারণে কোন পার্থক্য নেই। তবে আকার বা চেহারায় পার্থক্য আছে। এদেরকে পৃথক পৃথকভাবে নিন্মে দেখানো হলো।
Capital Letter (বড় হাতের অক্ষর) :
A | B | C | D | E | F | G | H | I |
J | K | L | M | N | O | P | Q | R |
S | T | U | V | W | X | Y | Z |
Small Letter ( ছোট হাতের অক্ষর) :
a | b | c | d | e | f | g | h | i |
j | k | l | m | n | o | p | q | r |
s | t | u | v | w | x | y | z |
Use of Capital Letter and Small Letter (বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরের ব্যবহার ) :
- প্রতিটি Sentence বা বাক্যের শুরম্নতে Word এর প্রথম Letter বা অক্ষরটি সব সময় Capital Letter হয়। যেমন : Man is mortal. He is a good boy.
- নদনদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, মাস, দিন, ধর্মগ্রন্থ, খবরের কাগজ প্রভৃতির নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন : January is the first month of the year. Mother reads the Quran every day. The Padma, the J
- ব্যক্তি, বস্ত্ত, স্থান, জাতি প্রভৃতির নামের অর্থাৎ Proper Noun এর প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন : Romi is a good girl.
- আলস্নাহ্র নাম বা তার পরিবর্তে ব্যবহৃত Pronoun বা সর্বনামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন : Allah is Almight. Oh my G
- I অর্থ আমি অর্থাৎ Pronoun হিসেবে ব্যবহৃত হলে তা Capital Letter হয়। যেমন : May I come in sir ?
- ইংরেজি কবিতায় প্রতিটি লাইনের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন :
God, We thank you for the night,
And for the pleasant morning light,
Or
Twinkle twinkle little star,
How I wonder what you are ?
- সংক্ষেপে লিখিত নাম বা উপাধির প্রত্যেকটি অক্ষর Capital Letter হয়। যেমন : He is an A. He is an M.B.B.S.
- জাতির নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন : The Bangladeshi, the Japanese are industrious.
- উদ্ধৃত বাক্যের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন : He said, “It is good news.”
Classification Of Alphabet-এর শ্রেণীবিভাগ
ইংরেজি Alphabet বা বর্ণমালা উচ্চরণের ভিন্নতার জন্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমনঃ
- Vowel বা স্বরবর্ণঃ যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে বলে। ইংরেজিতে Vowel বা স্বরবর্ণ পাঁচটি। এগুলো হলো : a, e, i, o, u.
- Consonant বা ব্যঞ্জনবর্ণঃ যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না , তাকে বলে। ইংরেজিতে একুশটি। এগুলো হলো : b, c,d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z.
Semi- Vowel বা অর্ধস্বর/অর্ধব্যঞ্জন: Consonant বা ব্যঞ্জনবণগুলোর মাঝে W এবং Y এ দুইটি বর্ণের উচ্চারণ কখনো Vowel বা স্বরবর্ণ আবার Consonant বা ব্যঞ্জনবণ হয়। তাই এদেরকে Semi- Vowel বা অর্ধস্বর/অর্ধব্যঞ্জন বলে। W ও Y যখন কোন Word বা শব্দের প্রথমে বসলে Consonant বা ব্যঞ্জনবণ হয়। যেমনঃ wolf(উলফ) , year(ইয়ার) , water(ওয়াটার) , আবার। W ও Y যখন কোন Word বা শব্দের মাঝে বা শেষে বসে তখন এরা Vowel বা স্বরবণ হয়। যেমনঃ now (নাউ), two (টু), boy (বয়),eye (আই) ।
উচ্চারণ বিধি অনুসারে Vowel বা স্বরবণগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যেমনঃ
- Short sound of the vowels.
- Long sound of the vowels.
- Middle sound of the vowels.
- Broad sound of the vowels.
- Diphthong.
1. Short sound of the vowels.
A(a) – এর উচ্চরণ- এ্যা (্যা) : Bag (ব্যাগ) – থলে, Mat (ম্যাট) – মাদুর।
E(e) – এর উচ্চরণ- এ ()) : Net (নেট) – জাল, Red (রেড) – লাল।
I(i) – এর উচ্চরণ- ই ( )) : Did (ডিড) -করা, Sit (সিট)- বসা।
O(o) – এর উচ্চরণ- অ : Son (সন)- পুত্র, On (অন)- উপরে।
U(u) – এর উচ্চরণ- আ (া) : Sun (সান)- সূর্য, Up (আপ)-উপরে।
2. Long sound of the vowels.
A(a) – এর উচ্চরণ- এ ()) : Pay (পে)- বেতন, Say (সে)- বলা।
E(e) – এর উচ্চরণ- ঈ (ী ): Bee (বী)- মৌমাছি, Me (মী)- আমাকে।
I(i) – এর উচ্চরণ- আ,ই, আই: Rice (রাইস)- চাউল, Nine (নাইন)-নয়।
O(o) – এর উচ্চরণ- ও: Home (হোম)- বাড়ি, Low (লো)- নিচু।
U(u) – এর উচ্চরণ- ইউ ইয়ো : Duty (ডিউটি)- কর্তব্য।
3. Middle sound of the vowels.
A(a) – এর উচ্চরণ- আ (া) : War (ওয়ার)- যুদ্ধ, Car (কার)- গাড়ি।
E(e) – এর উচ্চরণ- আ (া) : Servant (সারভেন্ট)- চাকর, Her (হার)- তার(স্ত্রী)
O(o) – এর উচ্চরণ-উ (ু ) : Book (বুক)- বই, Food (ফুড)- খাদ্য।
U(u) – এর উচ্চরণ- উ (ু ) : Full (ফুল)-পূর্ণ, Pull (পুল)- টানা।
4. Broad sound of the vowels.
A(a) – এর উচ্চরণ- অ : Ball (বল)- বল, Call (কল)- ডাকা।
I(i) – এর উচ্চরণ- আ (া) : Bird (বার্ড)- পাখি, Girl (গার্ল)- বালিকা।
O(o) – এর উচ্চরণ- আ (া) : Love (লাভ)- ভালোবাসা, How (হাউ)- কেমন।
5. Diphthong
O(o) – এর উচ্চরণ- ও : Boat (বোট)- নৌকা, Go (গো)- যাওয়া।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS