Punctuation- বিরাম চিহ্ন
Category: English
Posted on: Sunday, September 17, 2017
Sentence বা বাক্যের অংশটুকুর উচ্চারণ ও সঠিক অর্থ সহজভাবে বুঝার জন্যে যেসব চিহ্ন বা ছেদ চিহ্নের ব্যবহার করা হয়, তাদেরকে Punctuation বা বিরাম চিহ্ন বলে।
Punctuation বা বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার না জানলে বাক্যের অর্থ সঠিক ভাবে বুঝানো যায় না এবং বাক্যে শ্রম্নতিমধুর হয় না। এই জন্যে Punctuation বা বিরাম চিহ্ন সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা একামত্ম প্রয়োজন।
ইংরেজিতে যে সকল Punctuation marks ব্যবহৃত হয়ে থাকে নিন্মে সেগুলো দেওয়া হলোঃ
1 | Full Stop | দাঁড়ি/ পূর্ণচ্ছেদ | . |
2 | Comma | কমা/ পাদচ্ছেদ | , |
3 | Semi-Colon | সেমিকোলন/অর্ধচ্ছেদ | ; |
4 | Colon | দৃষ্টামত্মচ্ছেদ | : |
5 | Note of Interrogation | প্রশ্নবোধক/ জিজ্ঞাসাসূচক চিহ্ন | ? |
6 | Note of Exclamation | আশ্চর্যবোধক/ বিস্ময়সূচক চিহ্ন | ! |
7 | Apostrophe | লোপ চিহ্ন | ’ |
8 | Inverted Comma | উদ্ধৃতি/ কোটেশন চিহ্ন | “”/‘’ |
9 | Dash | ড্যাশ/ ব্যাখ্যা/ র্দীঘযোগ চিহ্ন | – |
10 | Hyphen | বন্ধনী | ( ) |
11 | Bracket |
Full Stop(.) এর ব্যবহার
- Full Stop একটি পূর্ণ বিরাম চিহ্ন। সম্পূর্ণ বিরতি বুঝার জন্যে Assertive, Imperative এবং Optative Sentence এর শেষে Full Stop বসে। যেমনঃ We live in Bangladesh. He is a good boy.
- Questions এবং Exclamatory ছাড়া প্রত্যেক এর শেষে ব্যবহৃত হয়।
- নামের আদ্যক্ষর ও কোন Word- কে সংক্ষেপ্ত করতে যে Letter বসে, তার পরে Full Stop বসে। যেমনঃ A. Khan. B.A, M.A
Comma(,)-এর ব্যবহার
- একই Part of Speech-এর একাধিক Word পরপর বসলে সেখানে প্রতিটি Word-এর পরে Comma(,)বসাতে হয়। শেষ দুটি Word and দ্বারা যুক্ত করতে হয় and এর পূর্বে Comma(,) না দেওয়াই ভালো। যেমনঃ Romi, Somi, Remi and Semi are sister.
- Direct Speech-এ Reported Speech-এর পূর্বে Comma(,) বসে। যেমনঃ He said, “ I am going to school.”
- Yes ও No এর পরে Comma(,) বসে। যেমনঃ Yes, I am ill. No, I was not ill.
- Adjective বা Adverv Phrase কোন Sentence-এর প্রথমে থাকলে তারপরে এবং মধ্যে থাকলে উভয় পাশে Comma(,) বসে। যেমনঃ He is,so far, a brilliant student.
- Case in Apposition এর পূর্বে Comma(,) বসে। যেমনঃ Nazmul Islam, the headmaster of Idgha High School, is a learned man.
Semi-Colon (;)-এর ব্যবহার
- Comma-এর চেয়ে বেশি এবং Full Stop-এর চেয়ে কম সময় থামার জন্যে ব্যবহার করতে হয়।
- Compound Sentence-এর Clause-গুলো Co-ordinating Conjunction দ্বারা যুক্ত না হলে Semi-Colon (;) বসে। যেমনঃ We went to the feld; We played football; We enjoyed ourselves.
Colon(:)-এর ব্যবহার
- Semi-Colon (;)-এর চেয়ে অধিক সময় বিরতি দেওয়ার প্রয়োজন হলে Colon(:) বসে।
- গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময় Colon(:) ব্যবহার করতে হয়। যেমনঃ Common Noun are : book, pen, cow, boy,girl.
- Dialogue বা Drama-তে বক্তা ও তার উদ্ধৃতিকে পৃথক করতে Colon(:) বসে। যেমনঃ Kamal : How are you, Jamal ?
Note of Interrogation ( ? ) –এর ব্যবহার
- কোন প্রশ্ন জিঙ্গাস করা হচ্ছে বুঝালে Sentence-এর শেষে Note of Interrogation ( ? ) চিহ্ন বসে। যেমনঃ What is your name ?
- কিন্তু Indirect Question বা Dependent Question এ প্রশ্নবোধক চিহ্ন না বসে Full stop বসে। যেমনঃ He asked me what my name was.
Note of Exciamation (!)–এর ব্যবহার
- বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ করে এমন Sentence-এর পরে এবং Interjection-এর পরে Note of Exciamation (!) বসে। যেমনঃ What a fine picture ! Alas! He is dead.
- Possessive Case গঠন করতে এবং বর্ণ বা সংখ্যার বহুবচনে Apostrophe (’) ব্যবহার করতে হয়। যেমনঃ Mamun’s book, T’s, 5’s,M.A’s.
- কোন শব্দের অক্ষর বাদ দিলে সে স্থানে Apostrophe (’) বসে। যেমনঃ I’ve ( I have). It is 8 o’clock (of now).
Inverted Comma (‘ ’/“ ”)–এর ব্যবহার
- কারও কথাকে অবিকল প্রকাশ করতে হলে Inverted Comma (‘ ’/“ ”)-এর ব্যবহার করতে হয়। যেমনঃ He also said to me, ‘I am well today.’
- কোন বই, কবিতা, গল্প ইত্যাদির নাম বুঝাতে কখনো কখনো কোন বিশেষ শব্দের উপর মনোযোগ আকর্ষণ করতে সেই নাম বা শব্দের আগে ও পরে Inverted Comma (‘ ’/“ ”) ব্যবহার করা হয়। যেমনঃ ‘Sopnar Rome’ was written by M S Habibur Rahman.
Note : Full stop, comma, Note of Interrogation, Note of Exclamation ইত্যদি Inverted Comma (‘ ’/“ ”) –এর মধ্যে ব্যবহৃত হয়।
Dash (–)-এর ব্যবহার
- চিমত্মায় বা ভাবে আকস্মিক পরিবর্তন বুঝাতে Sentence-এর মধ্যে Dash (–) ব্যবহৃত হয়। যেমনঃ If I had not lost all my wealth – but why think of the past.
- অনেক গুলো Subject একসঙ্গে গুছিয়ে নিতে Dash (–) বসে। যেমনঃ Land,furniture, electronic goods – all were sold.
- কোন তাৎপর্যপূর্ণ বিরতি বুঝাতে Dash (–) বসে। যেমনঃ You are rich, cleven, handsome but – dishonest.
Hyphen (-)-এর ব্যবহার
Compound word – এর বিভিন্ন অংশ যুক্ত করতে Hyphen (-) ব্যবহৃত হয়। যেমনঃ Father-in-law; Mother-in-law
যদি কোন word বা শব্দ একটি লাইনের শেষে সম্পূর্ণ না হয়, তবে পরবর্তী লাইনের অংশের সঙ্গে যোগ বুঝাতে ব্যবহৃত হয়। যেমনঃ.
We know that heal-
th is wealth.
Bracket [()]-এর ব্যবহার
Sentence -এর কোন কিছু ব্যাখ্যার জন্যে সাধারণত Bracket [()]ব্যবহৃত হয়। যেমনঃ I have lost all I had in the pocket ( ten taka).
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS