বিশ্ব সর্ম্পকে কিছু সাধারণ জ্ঞান।
Category: International
Posted on: Sunday, September 17, 2017
০১. সম্প্রতি সেবা শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে কোনটিকে?
উত্তরঃ সংবাদপত্রকে।
০২. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?
উত্তরঃ রেডিমেড গার্মেন্টস।
০৩. SDG (Sustainable Development Goals) এর মেয়াদ শেষ হবে কবে?
উত্তরঃ ২০৩০ সালে।
০৪. বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কতটি?
উত্তরঃ ১১টি।
০৫. আকয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ আলজেরিয়া।
০৬. ‘WIPO’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেনেভা।
০৭. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয় কবে?
উত্তরঃ ১৯৯০ সালে।
০৮. নরেন্দ্র মোদি মূখ্যমন্ত্রী ছিলেন –
উত্তরঃ গুজরাটের।
০৯. HIV এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Human Immune Deficiency Virus.
১০. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তরঃ এপ্রিল।
১১. বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বাগেরহাট।
১২. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কতটি?
উত্তরঃ ৫০টি
১৩. গ্রিনহাউজ এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি কি হতে পারে?
উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে।
১৪. বাংলাদেশের কোন শহরকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘হেলদি সিটি’ ঘোষণা করেছে?
উত্তরঃ চট্টগ্রাম।
১৫. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণ পরিষদে উত্থাপিত করেছে?
উত্তরঃ ১২ অক্টোবর, ১৯৭২।
১৬. ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ?
উত্তরঃ আলজেরিয়া।
১৭. বাংলাদেশ ব্যাংকের নতুন বিভাগের নাম কী?
উত্তরঃ গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর।
১৮. বর্তমান কুমিল্লা এক সময়ে ভারতের কোন জেলার অংশ ছিল?
উত্তরঃ ত্রিপুরা।
১৯. বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
উত্তরঃ যমুনা সার কারখানা।
২০. ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বাবর।
২১. সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৩০ জুন, ২০১১ সালে।
২২. বাংলাদেশ কোন সংস্থার সদস্য পদ চাইছে?
উত্তরঃ আসিয়ান।
২৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
উত্তরঃ ৪টি।
২৪. জনসংখ্যায় বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র [প্রথম – চীন, দ্বিতীয় – ভারত]।
২৫. ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে।
২৬. ‘অ্যাবোটাবাদ’ শহর কোন দেশে অবস্থিত?
উত্তরঃ পাকিস্তানে।
২৭. বিশ্বের সর্বাধিক রপ্তানিকারক দেশ কোনটি?
উত্তরঃ চীন।
২৮. ‘বাংলাপিড়িয়া’ প্রকাশ করে কোন সংস্থা?
উত্তরঃ এশিয়াটিক সোসাইটি।
২৯. বিশ্বের ১৯৫তম স্বাধীন দেশ কোনটি?
উত্তরঃ দক্ষিন সুদান।
৩০. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
উত্তরঃ ম্যানিলা।
৩১. বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা কোথায় অবস্থিত?
উত্তরঃ পাকিস্তানে।
৩২. জাতিসংঘ দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২৪ অক্টোবর।
৩৩. জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুন কোন দেশের নাগরিক?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।
৩৪. ‘দি লাস্ট সাপার’ কী?
উত্তরঃ একটি চিত্রকর্ম।
৩৫. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৯৭ সালে।
৩৬. বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক কোনটি?
উত্তরঃ মধুমতি ব্যাংক লিমিটেড।
৩৭. তৈরী পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কততম?
উত্তরঃ তৃতীয়।
৩৮. বার্নিকেট বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রদূত?
উত্তরঃ ১৭তম রাষ্ট্রদূত।
৩৯. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৯৭২ সালে।
৪০. ১ ও ২ টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
উত্তরঃ অর্থসচিবের।
৪১. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তরঃ রেসকোর্স ময়দানে।
৪২. বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সবচেয়ে বেশি রাজস্ব সংগ্রহ করে?
উত্তরঃ ভ্যাট [মূল্য সংযোজন কর থেকে]।
৪৩. বঙ্গবন্ধুর ৬দফা দাবি কোথায় উত্থাপন করা হয়?
উত্তরঃ লাহোরে।
৪৪. কোন জেলা রাবার চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
উত্তরঃ কক্সবাজার।
৪৫. ২০১৫ সালে ৭ম মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৪৬. প্যারিস কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সিন’ নদীর তীরে।
৪৭. যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বিভক্তকারী সীমান্তরেখা কোনটি?
উত্তরঃ সনোরা লাইন।
৪৮. বার্নিকেট বাংলাদেশে নিযুক্ত কততম মার্কিন নারী রাষ্ট্রদূত?
উত্তরঃ ৪র্থ।
৪৯. CD পুরো লিখলে কী হয়?
উত্তরঃ Compact Disc।
৫০. ইন্টারফ্যাক্স কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ রাশিয়া।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS