Tense- সময় বা কাল
Category: English
Posted on: Sunday, September 17, 2017
-
ল্যাটিন শব্দ Tempus থেকে শব্দের উৎপত্তি। Tempus শব্দের অর্থ সময়। অতএব, Tense শব্দের অর্থ সময় বা কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense. তাই Tense-কে ইংরেজি ভাষার প্রাণ বলতে পারি। Verb বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। যেমনঃ
We play football today.- আমরা আজ ফুটবল খেলি।
We played football yesterday.- আমরা গতকাল ফুটবল খেলেছিলাম।
We shall play football tomorrow আমরা আগামিকাল ফুটবল খেলব।
Classification of Tense – Tense শ্রেণীবিভাগ
Tense প্রধানত তিন প্রকার। যেমনঃ
(a) Present Tense বা বর্তমান কাল।
(b) Past Tense বা অতীত কাল।
(c) Future Tense বা ভবিষ্যৎ কাল।
প্রত্যেক Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যেমনঃ
(I) Simple/ Indefinite- সাধারণ।
(II) Continuous/ Progressive- চলমান/ ঘটমান।
(III) Perfect- পুরাঘটিত।
(IV) Perfect Continuous- পুরাঘটিত চলমান।
- Present simple :বর্তমানে কোনকিছু হয়, ঘটে ,আছে, চিরমত্মন সত্য, সাধারণ সত্য,কারো বর্তমানের অভ্যাসগত বা যথারীতি কাজ, বর্তমানে বার বার ঘটে এরূপ কাজ প্রকাশ করতে Present simple হয় ।
-
#বাংলা ক্রিয়াপদটি হই,হও,হয়,হন হলে structure:Sub+am/is/are(present simple) হয় ।
আমি হই। – I am.
তুমি/তোমরা হও। – You are.
সে হয় H। – e/She is.
তিনি হন । – He/She is .
তারা হয়T। – hey are.
মানুষ মরনশীল । – Man is mortal.
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। – Honesty is the best policy.
#বাংলা ক্রিয়াপদটি নই,নও,নয়,নন হলে structure:Sub+am/is/are+not হয় ।
আমি নই । – Iam not.
তুমি/তোমরা নও। – You are not.
সে নয় । – He/She is not.
তিনি নন H। – e/She is not.
তারা নয়-They are not.
#বাংলা ক্রিয়াপদটি আছে হলে structure:Sub+have/has হয় ।
আমার আছে। – I have.
তোমার/তোমাদের আছে । – You have.
তার আছে। – He/She has.
তাদের আছে -They have.
#বাংলা ক্রিয়াপদটি নাই (থাকা verb) হলে structure: Sub+have no/has no বা Sub+do not/ does not+ have হয় ।
আমার নাই । – I have no বা I do not have.
তোমার/তোমাদের নাই। – You have no বা You do not have.
তার নাই । – He/She has no বা He/She does not have.
তাদের নাই। – They have no বা They do not have.
#বাংলা ক্রিয়াপদের শেষে ই(করি),অ(কর),ও,এ(করে),আয়(যায়),এন(করেন) থাকলে structure: Sub+present form(present simple active voice) হয় ।
আমি ফুটবল খেলি। – I play footbal.
সে ফুটবল খেলে। – He/She plays football.
তুমি/তোমরা ফুটবল খেল। – You play football.
তিনি চিঠি লিখেন। – He/She writes a letter.
তারা সাতার কাটে। – They swim.
সূর্য পূর্বদিকে উদিত হয় এবং পশ্চিমে অসত্ম যায়। – The sun rises in the east and sets in the west.
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে । – The earth moves round the sun.
লোকেরা বিশ্ব ব্যপিয়া ইংরেজিতে কথা বলে। – People speak English all over the world.
সে একজন ধুমপায়ী । সে প্রতিদিন ধুমপান করে । – He is a smoker.He smokes everyday.
সে একজন ছাত্র । সে প্রতিদিন বিদ্যালয়ে যায় । – He is a student.He goes to school everyday.
সে প্রায়ই এখানে আসে। – He often come here.
#বাংলা ক্রিয়াপদের শেষে ই না(করি না),অ না(কর না) ,ও না,এ না(করে না),আয় না(যায় না),এন না (করেন না) থাকলে structure: Sub+do/does+not+present form(present simple active voice) হয় ।
আমি ধুমপান করি না। – I do not smoke.
সে যায় না । – He/She does not go.
তুমি/তোমরা পড় না। – You do not read.
তিনি লিখেন না। – He/She does not write.
তারা খেলে না-They do not play.
সে একজন ভাল ছাত্র ।সে তার সময় অপচয় করে না । – He is a good boy.He does not waste his time.
বালকগুলো দুষ্ট ।তারা বিদ্যালয়ে যায় না । – The boys are naughty.They do not go to school.
#বাংলা ক্রিয়াপদের শেষে করা হয়,করা যায়,লিখিত/লিখা হয় এরূপ থাকলে structure: Sub+am/is/are+ p.p.(present simple passive voice) হয় ।
ভাত খাওয়া হয়। – Rice is eaten.
বইগুলি পঠিত হয় । – The books are read.
বিশ্বজুড়ে ইংরেজি বলা হয়। – English is spoken all over the world.
বিশ্ব জুড়ে চা পান করা হয় । – Tea is drunk all over the world.
- Present continuous : এই মুহূতেৃ বা বর্তমানে কথা বলার সময় কোন কাজ হচ্ছে বা ঘটছে বা পরিবর্তনশীল পরিস্থিতি বুঝালে Present continuous হয় ।
-
#বাংলা ক্রিয়াপটি করছি,করছ,করছে,করছেনএরূপ হলে structure: Sub+am/is/are+-ing (present continuous active voice) হয় ।
আমি খেলছি। – I am playing.
সে লিখছে। – He/She is writing.
তিনি পড়ছেন । – He/She is reading.
তারা খেলছে । – They are playing.
এখন আমি একটি বই পড়ছি । – Now I am reading a book.
এমুহূর্তে সে বাগানে কাজ করছে । – At this moment he is working in the garden.
এবছর তারা ভাল খেলছে । – This year they are playing better.
আবহাওয়া পরিবর্তিত হচ্ছে । – The weather is changing.
#বাংলা ক্রিয়াপদের শেষে করা হচ্ছে,করা যাচে্ছ,লিখা/লিখিত হচ্ছে এরূপ থাকলে structure: Sub+a/is/are+being+p.p.(present continuous passive voice) হয় ।
আমগুলি খাওয়া হচ্ছে । – The mangoes are being eaten.
চিঠিটি লিখিত/লিখা হচ্ছে । – The letter is being written.
এমুহূর্তে আমগুলো কুড়ানো হচ্ছে । – At this moment the mangoes are being picked.
- Present perfect: নিকট অতীতের পরিসমাপ্ত কাজ, কোন কাজ ঘটে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে এরূপ বুঝালে Present perfect হয় ।
-
#বাংলা ক্রিয়াপদের শেষে এছি(করেছি),এছ(করেছ),এছে(করেছে),এছেন(করেছেন) থাকলে structure: Sub+have/has+p.p.(present perfect active voice) হয় ।
আমি বইটি পড়েছি । – I have read the book.
সে এটি করেছে। – He/She has done it.
তারা বাগানটি তৈরী করেছে। – They have made the garden.
কাজটি সমাপ্ত ।সে এটি সমাপ্ত করেছে । – The work is completed.He has completed it.
আমার শার্টটি পরিস্কার ।আমি এটি ধৌত করেছি । – My shirt is clean.I have washed it.
#বাংলা ক্রিয়াপদের শেষে করা হয়েছে,করা গিয়েছে,লিখা/লিখিত হয়েছে এরূপ থাকলে structure: Sub+ have/has+been+p.p.(present perfect passive voice) হয় ।
চিঠিটি লিখিত/লিখা হয়েছে । – The letter has been written.
আমগুলো কুড়ানো হয়েছে । – The mangoes have been picked up.
আমার শার্টটি পরিস্কার ।এটিকে ধৌত করা হয়েছে। – My shirt is clean.It has been washed.
- Present perfect continuous: কোন কাজ অতীতে আরম্ভ হয়ে এখনও চলছে বা ঘটছে বুঝালে Present perfect continuous হয় ।
-
#Present perfect continuous active voice:Sub+have/has+been+-ing.
আমি দ’ঘণ্টা যাবৎ বইটি পড়ছি । – I have been reading the book for two hours.
সকাল থেকে বৃষ্টি পড়ছে । – It has been raining since morning.
5.Past simple : অতীতের পরিসমাপ্ত কাজ যার ফলাফল নিয়ে আমরা ভাবি না, অতীতের কারো অভ্যাসগত বা যথারীতি কাজ, অতীতে বার বার ঘটে এরূপ কাজ প্রকাশ করতে Past simple হয় ।
#বাংলা ক্রিয়াপদটি ছিলাম,ছিলে,ছিল, ছিলেন(হওয়া verb) হলে structure: Sub+was/were (past simple) হয় ।
আমি ছিলাম। – I was.
তুমি/তোমরা ছিলে। – You were.
সে ছিল। – He/She was.
তিনি ছিলেন। – He/She was.
তারা ছিল । – They were.
#বাংলা ক্রিয়াপদটি ছিলাম না,ছিলে না,ছিল না, ছিলেন না(হওয়া verb) হলে structure: Sub+was/were+not হয় ।
আমি ছিলাম না। – I was not.
তুমি/তোমরা ছিলে না। – You were not.
সে ছিল না। – He/She was not.
তিনি ছিলেন না। – He/She was not.
তারা ছিল না । – They were not.
আমি প্রস্ত্তত ছিলাম না । – I was not ready.
#বাংলা ক্রিয়াপদটি ছিল(থাকা verb) হলে structure: Sub+had হয় ।
আমার ছিল। – I had.
তোমার/তোমাদের ছিল। – You had .
তার ছিল । – He/She had.
তাদের ছির। – They had.
#বাংলা ক্রিয়াপদটি ছিল না(থাকা verb) হলে structure: Sub+had no বা Sub+did not have হয়
আমার ছিল না । – I had no বা I did not have
তোমার/তোমাদের ছিল না। – You had no বা You did not have
তার ছিল না । – He/She had no বা He/She did not have
তাদের ছিল না । – They had no বা They did not have
#বাংলা ক্রিয়াপদের শেষে এছিলাম(করেছিলাম),এছিলে(করেছিলে),এছিল(করেছিল), এছিলেন (করেছিলেন) থাকলে structure: Sub+past form(past simple active voice) হয়
আমি গিয়েছিলাম । – I went.
সে এসেছিল। – He/She came.
তিনি লিখেছিলেন= He/She wrote.
সে একজন ছাত্র ছিল ।সে বিদ্যালয়ে নিয়মিত যেত । – He was a student.He went to school regularly.
সে একজন ধুমপায়ী ছিল ।সে ধুমপান করত। – He was a smoker.He smoked.
সে গতকাল এসেছিল। – He came yesterday.
আমি তাকে দু’বছর পূর্বে দেখেছিলাম। – I saw him two years ago.
তারেক আমার সাথে গত রাতে দেখা করেছিল । – Tarek met me last night.
#বাংলা ক্রিয়াপদের শেষে ইনি,অনি(করিনি),এনি(করেনি),এননি(করেননি) এরূপ থাকলে structure: Sub+did not+present form(past simple active voice) হয় ।
আমি যাই নি। – I did not go.
সে আসেনি। – He/She did not come.
তিনি লিখেননি । – He/She did not write.
সে গতকাল বিদ্যালয়ে যায়নি। – He did not go to school yesterday.
#বাংলা ক্রিয়াপদের শেষে করা হয়েছিল,করা গিয়েছিল,লিখা/লিখিত হয়েছিল এরূপ থাকলে structure: Sub+ was/were+p.p.(past simple passive voice) হয় ।
আমগুলি খাওয়া হয়েছিল । – The mangoes were eaten.
চিঠিটি লিখিত/লিখা হয়েছিল। – The letter was written.
কলমটি গতকাল কেনা হয়েছিল। – The pen was bought yesterday.
চিঠিটি গতরাতে লিখা/লিখিত হয়েছিল । – The letters were written last night.-
#বাংলা ক্রিয়াপদের শেষে করা হয়নি,করা যায়নি,লিখা/লিখিত হয়নি এরূপ থাকলে structure: Sub+ was/were+not+p.p.(past simple passive voice) হয় ।
আমগুলি খাওয়া হয়নি । – The mangoes were not eaten.
চিঠিটি লিখিত/লিখা হয়নি। – The letter was not written.
- Past continuous : ঐই মুহূতেৃ বা অতীতে কথা বলার সময় কোন কাজ হচ্ছিল বা ঘটছিল বুঝালে past continuous হয় ।
-
#বাংলা ক্রিয়াপদটি করছিলাম,করছিলে,করছিল, করছিলেন এরূপ হলে structure: Sub+was/were+-ing(past continuous active voice) হয় ।
আমি খেলছিলাম। – I was playing.
সে লিখছিল। – He/She was writing.
তিনি পড়ছিলেন । – He/She was reading.
তারা খেলছিল। – They were playing.
#বাংলা ক্রিয়াপদটি করা হচ্ছিল,করা যাচ্ছিল,লিখা/লিখিত হচ্ছিল এরূপ হলে structure: Sub+was/were+being+p.p. (past continuous passive voice) হয় ।
আমগুলি খাওয়া হচ্ছিল । – The mangoes were being eaten.
চিঠিটি লিখিত/লিখা হচ্ছিল । – The letter was being written.
- Past perfect : অতীতে কোন নির্দিষ্ট সময় বা মুহূর্তে পূর্বে কোন কাজ সম্পাদিত হয়ে থাকলে তা past perfect tense হয় ।
-
#Past perfect active voice:Sub+had+p.p.
ঘন্টাটি বাজার পূর্বে আমরা বিদ্যালয়ে পৌছেছিলাম। – We had reached school before the bell rang.
আমরা স্টেডিয়ামে পৌছার পরে খেলাটি আরম্ভ হয়েছিল । – The game started after we had reached the stadium.
#Past perfect passive voice:Sub+had+been+p.p.
We had been invited to the function before we joined there.=আমরা সেখানে পৌছার পূর্বে আমরা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলাম ।
- Past perfect continuous: কোন কাজ অতীতে আরম্ভ হয়ে তখনও চলছিল বা ঘটছিল বুঝালে past perfect continuous হয় ।
-
#Past perfect contiuous active voice:Sub+had been+-ing
সে সাতদিন যাবৎ/ধরে জ্বরে ভুগছিল। – He had been suffering from fever for seven days.
সকাল থেকে/হতে বৃষ্টি পড়ছিল। – It had been raining since morning.
9.Future simple : কোন কাজ ভবিষ্যতে হবে বা ঘটবে বুঝালে future simple হয় ।
#বাংলা ক্রিয়াপদটি হবো, হবে, হবেন (হওয়া verb) হলে structure: Sub+shall be/will be (future) হয় ।
আমি হবো। – I shall be .
সে হবে । – He/She will be.
তুমি/তোমরা হবে। – You will be.
তিনি হবেন। – He/She will be.
তারা হবে । – They wll be.
#বাংলা ক্রিয়াপদের শেষে বো,বে,বেন(করা verb) থাকলে structure: Sub+shall/will+present form(future simple active voice) হয় ।
আমি কাজটি করবো। – I shall do he work.
সে যাবে । – He/She will go.
তিনি অসবেন । – He/She will come.
সে বইটি কিনবে । – He will buy the book.
#বাংলা ক্রিয়াপদটি করা হবে,করা যাবে,লিখা/লিখিত হবে এরূপ হলে structure: Sub+shall/will+be+p.p.(future simple passive voice) হয় ।
চিঠিটি লিখিত/লিখা হবে। – The letter will be written.
একটি কলম কেনা হবে । – A pen will be bought.
10.Future continuous : কোন কাজ ভবিষ্যতে হতে থাকবে বা ঘটতে থাকবে বুঝালে future continuous হয় ।
#Future continuous active voice:Sub+shall be/will be+-ing
সে বইটি পড়তে থাকবে । – He will be reading the book
#Future continuous passive voice:Sub+shall be/will be+being+p.p.
কাজটি করা হতে থাকবে। – The work will be being done.-
11.Future perfect : কোন কাজ ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময় নাগাদ হয়ে থাকবে বা ঘটে থাকবে বুঝালে future perfect হয় ।
#Future perfect active voice:Sub+shall have/will have+p.p.
আগামী সোমবার নাগাদ সে কাজটি করে থাকবে। – By Monday next he will have done the work.
#Future perfect passive voice:Sub+shall have/will have+been+p.p.
আগামীকাল নাগাদ কাজটি করা হয়ে থাকবে। – By tomorrow the work will have been done.
- .Future perfect continous: কোন কাজ ভবিষ্যতে কোন সময় ব্যপিয়া বা কোন একটি নির্দিষ্ট সময় থেকে হতে থাকবে বা ঘটতে থাকবে বুঝালে future perfect continuous হয় ।
-
#Future perfect continuous active voice:Sub+shall have/ will have +been+ -ing
সে একঘন্টা যাবৎ/ধরে বইটি পড়তে থাকবে । – He will have been reading the book for an hour.
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS