Use of [After] and [Before]
Category: English
Posted on: Sunday, September 17, 2017
After-এর ব্যবহার
Rule-1: কোনো কার্য সম্পাদনের পর বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) We shall leave after lunch.
(b) Let us meet them day after tomorrow.
Rule-2: কোনো কিছু অনেকবার বা বিরামহীনভাবে ঘটে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) The warmth is increasing day after day.
(b) I have told you time after time not to do that.
Rule-3: প্রস্থান করেছে এমন কারও পশ্চাতে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) Shut the door after you.
(b) I am always having to clean up after the children.
Rule-4: গুরুত্বের দিক থেকে কিংবা ক্রয়ের দিক থেকে কোনো ব্যক্তি বা বস্তু অনুগামী হওয়া অর্থে after ব্যবহূত হয়। যেমন:
(a) Your name comes after my name in the list.
(b) He is the talent after Einstein.
Rule-5: ফলস্বরূপ কিংবা যা ঘটেছে তার কারণ স্বরূপ বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) I shall never forget him after what he said.
(b) As he is very old, I look after him.
Rule-6: কোনো ব্যক্তি বা বস্তুর নাগাল পেতে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) One should not hanker after earthly joys.
(b) The police are hankering after the thief.
Rule-7: কোনো ব্যক্তি বা বস্তুর নামানুসারে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) This is the painting after Cox’s Bazar.
(b) We named the baby ‘Talha’ after his grandfather.
Before-এর ব্যবহার
Rule-1: একটি কাজের আগে আরেকটি কাজ হয়েছে বোঝাতে before ব্যবহূত হয়। যেমন:
(a) The doctor had died before the patient came.
(b) The patient had died before the doctor came.
Rule-2: আগে বা পূর্বে বোঝাতে before ব্যবহূত হয়।
যেমন: Leave your keys at the reception before departure.
The year before last he won a gold medal.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর সম্মুখে বোঝাতে before ব্যবহূত হয়। যেমন:
(a) They knelt before the throne.
(b) She appeared before the judge.
Rule-4: কোনোক্রমে কিংবা বিন্যস্তভাবে কোনো ব্যক্তি বা বস্তু অগ্রসর হওয়া বোঝাতে before ব্যবহূত হয়।
যেমন: Your name is before my name in the list.
He puts his work before everything.
Step-25: Towards-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর অভিমুখে বোঝাতে towards ব্যবহূত হয়। যেমন:
(a) They were heading towards the German border.
(b) She had her back towards me.
Rule-2: নিকটবর্তী হওয়া কিংবা কোনো কিছু অর্জন করা অর্থে towards ব্যবহূত হয়। যেমন:
(a) This is a first step towards political union.
(b) They are coming towards you.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে বোঝাতে towards ব্যবহূত হয়। যেমন:
(a) He was warm and tender towards her.
(b) Their attitude towards death is objectionable.
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS