Use of [ At ] preposition
Category: English
Posted on: Sunday, September 17, 2017
Rule-1: কোনো ছোট স্থান বোঝাতে ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:
a. He lives at Mohammadpur in Dhaka.
b. The accident happened at the corner of the street.
Rule-2: কোনো ব্যক্তি যে স্থানে কর্ম সম্পাদন করে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:
a. Rana is at the bank now.
b. She was at Oxford University.
Rule-3: কোনো কিছু যে সময়ে ঘটে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:
a. He left the college at 2 p.m. with others.
b. They woke at dawn.
Rule-4: বয়স বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
a. She got married at 25 and died in 2002.
b. He left school at the age of 16.
Rule-5: বয়স, দিক ও কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
a. What are you looking … ?
b. She pointed a gun… the bird.
Rule-6: দূরত্ব বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
a. It held at arms length.
b. Can you read the cine board at 50 metres?
Rule-7: কোনো ব্যক্তি বা বস্তু যে অবস্থানে আছে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:
(a) The country is now at war.
(b) I think Mr. Hassan is at lunch.
Rule-8: হার, গতি ইত্যাদি বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
(a) He was driving at 60 miles per hour.
(b) The noise came at two minute interval.
Rule-9: কোনো ব্যক্তি কোনো কাজ কীভাবে সম্পাদন করে, তা বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
(a) He was good at French and weak in English.
(b) She was helpless at managing people.
Rule-10: কোনো কিছুর কারণ বোঝাতে Adjective-এর সঙ্গে at ব্যবহূত হয়। যেমন:
(a) She was delighted at the situation.
(b) He was annoyed at this.
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS