Use of [ In ] preposition
Category: English
Posted on: Sunday, September 17, 2017
Rule-1: স্থানে কিংবা এলাকার মধ্যে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:
(a) This is the country in Africa.
(b) The kids were playing in the street.
Rule-2: কোনো বস্তুর ভেতরে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:
(a) He is in the drawing room.
(b) She got in her car and drove off.
Rule-3: কালে বা সময়ে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:
(a) Nazrul was born in 1899 and died in 1976.
(b) She will meet you in spring.
Rule-4: কোনো বস্তুর অবয়বের মধ্যে কিংবা কোনো বস্তুকে পরিবেষ্টন করা অর্থে in ব্যবহূত হয়। যেমন:
(a) She was lying in bed.
(b) Leave the key in the lock.
Rule-5: কোনো কিছু পরিধান করা অর্থে in ব্যবহূত হয়। যেমন:
(a) She came here in disguise.
(b) He was all in black.
Rule-6: পারিপার্শ্বিক অবস্থা বর্ণনা করতে in ব্যবহূত হয়। যেমন:
(a) We went out in the rain.
(b) He was sitting alone in the darkness.
Rule-7: কোনো কিছু অংশগ্রহণ কিংবা নিয়োজিত হওয়া অর্থে in ব্যবহূত হয়। যেমন:
(a) He took part in the function.
(b) She is in the army.
Rule-8: কোনো কিছুর গঠন, অবয়ব, বিন্যাস কিংবা পরিমাপ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:
(a) Roll it up in a ball.
(b) They sat in rows.
Rule-9: ভাষা, ব্যবহূত উপকরণ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:
(a) Say it in English
(b) She wrote in pencil.
Rule-10: কোনো কিছুর সম্পর্ক বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:
(a) She was not lacking in courage.
(b) This is the country rich in minerals.
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS