Use of [ With ] preposition
Category: English
Posted on: Sunday, September 17, 2017
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর উপস্থিতি বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) She lives with her parents.
(b) I have a client with me right now.
Rule-2: কোনো কিছু থাকা কিংবা বহন করা অর্থে with ব্যবহূত হয়। যেমন:
(a) He looked at her with a hurt expression.
(b) They are both in bed with flue.
Rule-3: যার মাধ্যমে কোনো কিছু সম্পাদিত হয় এমন বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) Cut it with a knife. (b) It is treated with acid before being analyzed.
Rule-4: কোনো ব্যক্তি বা বস্তুর বিপক্ষে বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) We had to quarrel with her.
(b) I had an argument with my boss.
Rule-5: ব্যাপারে কিংবা বিষয়ে বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) Be careful with the glasses.
(b) Are you pleased with the result?
Rule-6: অন্তর্ভুক্ত হওয়া অর্থে with ব্যবহূত হয়। যেমন:
(a) The meal with wine came to Tk. 800/;
(b) With all the lesson preparation I have to work 12 hours a day.
Rule-7: কোনো ব্যক্তি কোনো কাজ যেভাবে সম্পাদন করে তা বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) He behaved with great dignity.
(b) She sleeps with the window open.
Rule-8: কারণে কিংবা ফলস্বরূপ বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) She blushed with embarrassment.
(b) His fingers were numb with cold.
Rule-9: কোনো কিছুর মাধ্যমে নিয়োজিত হওয়া অর্থে with ব্যবহূত হয়। যেমন:
(a) She acted with a touring company for three years.
(b) I am appointed in a bank with HSBC.
Rule-10: কোনো ব্যক্তি বা বস্তু থেকে আলাদা বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) I could never part with this ring.
(b) Can we dispense with the formalities?
Rule-11: সত্ত্বেও বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) with all her faults I still love her.
(b) with all their falsehood we forgave them.
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS