কখন আইটি ব্যবসার জন্য চেষ্টা করবেন না
Category: Career Guide
Posted on: Sunday, September 17, 2017
যারা ব্যবসা করার কথা ভাবছেন তারা অনেক সময় ভুলে যান ব্যবসার কতগুলি সাধারণ গতি প্রকৃতি রয়েছে ।এমন নয় যে নিয়ম-কানুন মেনেই আপনাকে চলতে হবে কিংবা আমার কথাগুলিই শেষ কথা কিন্তু আমার পরামর্শগুলি নি:সন্দেহে আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। তাই নতুন উদ্দোক্তাদের নিরাশ নয় বরং সাবধান করতেই আমার এই প্রয়াস ।
১। আইটি সেক্টর অত্যন্ত দ্রুতগতির হলেও IT Business গুলি উঠতে সময় লাগে। সুতরাং আপনি যদি চান মুদির দোকান দেয়ার মত কাল থেকেই আপনার ব্যবসায় টাকা আসা শুরু করবে তাহলে IT Business সম্ভবত আপনার জন্য নয়।
২। শুরুতেই আশা করবেনা Investor পাওয়া যাবে। তাই IT Business গুলিকে একটা পর্যায় নিয়ে যাবার জন্য Plan রাখুন। শুধুমাত্র সেই পর্যায় পর্যন্ত পৌছেই Investor খুঁজুন। যদি আপনি ভেবে থাকেন শুরু থেকেই Investor ছাড়া ব্যাবসা করা যাবেনা তাহলে কোনভাবেই IT ব্যাবসা আপনার জন্য নয়।
৩। অল্প অল্প ইনভেষ্ট করুন। যদি হুট হাট Marketing Policy দিয়ে আপনার ব্যবসা দাঁড় করাতে চান তাহলে ভুলে যান। IT Business এর প্রধান প্রতিবন্ধকতা হলো ব্যবহারকারী /Customer দের আস্থা অর্জনে অনেক সময় লাগে। তাই শুরুতেই বড় ধরনের খরচগুলি থেকে বিরত থাকুন। অপেক্ষা করুন, সময় নিন, আস্থা অর্জন করুন তারপর Big Promotion এর জন্য Drive দিন।
৪। আমি একজন আইটি এক্সপার্ট। এই বোধ থেকে যদি IT ব্যবসা করতে চান তাহলে বোকামী করবেন। ব্যবসা ব্যবসাই, এখানে IT Expert হবার চেয়ে ব্যবসায়ীক গুনটিই বড়। আইটি এক্সপার্টদের আপনি Hire করতে পারবেন যখন-তখন তাই IT বোঝার থেকে Marketing ও Sales বোঝার দিকে মনোযোগ দিন।
৫। কমন মানুষ হলেই যেমন Common Sense থাকেনা তেমনি Marketing পড়লেই Marketing Expert হওয়া যায়না। তাই নিজের Observation ক্ষমতা বাড়ান, Customer Opinion সম্পর্কে সচেতন হোন, সাধারন মানুষের মত চিন্তা করুন। মনে রাখবেন যিনি এটা বোঝেননা যে ফুট ওভারব্রিজ থাকার পরেও মানুষ কেন নিচ দিয়ে রাস্তা পার হয় তিনি আর যাই হোক বাংলাদেশের মানুষকে বোঝেনা।
৬। Event, Seminar, Expo গুলোতে যোগ দিন। আপনার IT Business কে Dynamic ও Speed Up করতে Updated Information থাকা খুবই জরুরী। যদি মনে করেন এগুলোর জন্য আপনার হাতে সময় নেই তাহলে ভুলেও IT Business এ নামবেন না।
৭। সময় বাচান, তা যেভাবেই হোক। যারা IT Business নিয়ে ভাবছেন তাদের অব্যশই IT ও Business দুটোরই সমান জ্ঞান থাকা প্রয়োজন। কিন্তু যে জিনিস কোথাও ট্রেনিং নিয়ে সল্প সময়ে শেখা যায় তা সময় ব্যায় করে নিজে নিজে শেখার চেষ্টা করবেন না।
৮। চমৎকার একটা আইডিয়া আছে তাই IT Business করব ভাবছি। ভুলে যান; ব্যবসায় Idea কোন ব্যাপার নয়, ব্যাপার হলো Idea Execution ক্ষমতা ও দক্ষতা। আগে চিন্তা করুন Idea টি Potential কিনা, Market যাচাই করুন, Execution Cost ও Timeline হিসেব করুন, Profit Source Identify করুন, হাতের কাছে কি কি রিসোর্স আছে তা খতিয়ে দেখুন সবকিছু নিয়ে সন্তুষ্ট হলে তবেই শুরু করুন।
৯। বড় স্কেলে কোন Business কখোনেই শুরু করবেন না। এতে ঝুঁকি অনেক বেশি থাকে Scalability of Business কমে যায়। যদি ছোট পরিসরে শুরু করার কথা না ভাবতে পারেন তবে সম্ভবত IT Business আপনার জন্য নয়।
১০। যদি মনে করেন আপনার যথেষ্ট টাকা আছে, লোকসান সামলানোর ক্ষমতা আছে, মনের মধ্যে একটা Idea আছে আর Experiment করে দেখতে চান। তাহলে এখন যা বলছি সব ভুলে যান। শুরু করেন তবে সম্ভবত IT Business আপনার জন্যও নয়।
আতাই রাব্বী
ম্যানেজিং ডিরেক্টর
জবস নিউজ২৪ ডট কম
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS