কোথায় চাকুরির আবেদন করবেন না | কেন?
Category: Career Guide
Posted on: Sunday, September 17, 2017
১. সরকারী বিজ্ঞপ্তিতে যদি একজন বা দুইজন (১-৫) লোক নিয়োগ দেয়ার কথা বলা হয়
※ জব না হওয়ার সম্ভাবনাই বেশি, Competition কারন অত্যন্ত বেশি
২. কোন এনজিওতে যদি ৩০০/৫০০ লোকবল নিয়োগের উল্লেখ করা হয় এবং আবেদনের জন্য বা ট্রেইনিং এর পূর্বে টাকা চাওয়া হয়
※ বেসরকারী খুব কমই প্রতিষ্ঠান আছে আছে যাদের পক্ষে আদৌ একসাথে এত লোকের নিয়োগ হ্যান্ডেল করা সম্ভব !!
※ এটাও একধরনের ব্যাবসা, লোক ঠকানো ব্যাবসা
৩. জেনে রাখুন কিছু প্রতিষ্ঠানের সম্পর্কে যেখানে টেমপোরী ওয়ার্কিং লোকজনই নিয়োগ পায় । শুধু আনুষ্ঠানিকতা রক্ষার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় !
※ আই.সি.ডি.ডি.আর.বি, সরকারী (স্বায়ত্বশাসিত) বিশ্ববিদ্যালয়
৪. যদি আপনার কাছে কোন ফোন আসে আর আপনাকে বলে আপনার সিভি ওমুক জব সাইট বা তমুক জব সাইট থেকে পেয়েছি । আপনাকে জয়েন করতে বলে
※ জবপোর্টালগুলো সরাসরি আপনাকে ফোন দিবে, এমপ্লয়ার না
※ এধরণের কল করে ধান্দাবাজ কোম্পানীগুলো
※ অনেকসময় বিভিন্ন সোসাল মিডিয়া (Facebook/G+) থেকে আপনার নম্বর কালেক্ট করে ছিনতাই করার উদ্দেশ্যে ফোন দেয়া হয়
৫. বিজ্ঞাপনে যদি কোম্পানীর এড্রেস না দেয়া থাকে
※ শতকরা ৯৯% ক্ষেত্রে এরা ভুয়া কোম্পানী
৬. যদি সরাসরি লবিং না থাকে তাহলে সরকারী রিসার্চ ল্যাবগুলোতে আবেদন না করাই ভাল
※ BCSRI, NIB, BRRI, IRRI, Atomic Energy Comission, IEDCR, BIISS, BIDS, BJRI, BARI
※ ব্যাংক ড্রাফট করার পরেও মাত্র ৩০-৩৫% ক্যান্ডিডেট পরীক্ষাতে ডাক পায়
৭. প্রধানমন্ত্রীর অধিদপ্তরের কোন পদে আবেদন করার আগে ১০ বার ভাবুন
※ এখানে যে কোন পদই খুবই ডিমান্ডিং, তাই লবিং অত্যন্ত বেশি থাকে
※ সাধারণত দলীয় লোক না হলে সচারচর নিয়োগ দেয়া হয়না
※ তবে ব্যাতিক্রমও থাকে
৮. যেকোন স্কুল বা কলেজের বিজ্ঞপ্তি দেখে আবেদনের পূর্বে সরেজমিনে তাদের অবস্থা দেখে আসুন অথবা কাউকে দিয়ে খোঁজ নিন
※ আজকাল অনেক স্কুল কলেজের বিজ্ঞপ্তি শুধুই আনুষ্ঠানিকতা সারতে দেয়া হয়
※ ৫০০ টাকা ব্যাংক ড্রাফট করার আগে প্রতিষ্ঠান কতটা নতুন/পুরাতন (Financially Stable) তা যাচাই করে নেয়া উচিত
9. সেলস সংশ্লিষ্ট কোন পদে আবেদনের জন্য যদি ফি দেয়া লাগে
※ বাংলাদেশের প্রায় সকল কোম্পানীতেই Sales Officer/ Executive/ Representative পদে সরাসরি নিয়োগ দেয়া হয় , ট্রেইনিং দেয়া হয় নিজ খরচে
※ তাই এসব পদে আবেদনের ক্ষেত্রে কখোনোই লেনদেন করবেননা
আপনাদের যদি আরো কোন কিছু জানা থাকে, আমাদের জানান !!
ধন্যবাদ
* All these discussions and recommendations are exclusively our personal opinion collected from various status and comments. None of these informations are statical or investigation type.
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS