Word and Syllable
Category: English
Posted on: Sunday, September 17, 2017
Word and Syllable
Word- এক বা একাধিক Letter বা বর্ণ নির্দিষ্ট নিয়মে শৃঙ্খলাবদ্ধ ভাবে একত্রে মিলে যখন কোন অর্থ প্রকাশ করে, তখন তাকে Word বা শব্দ বলে।
Word হল একটি Sentence এর basic foundation বা মৌলিক ভিত্তি। তাই আমরা Word থেকে শুরম্নকরব। কেননা কতগুলো Word মিলে একটি Sentence গঠিত হয়। আবার কতগুলো Sentence মিলে একটি summary গঠিত হয়। আবার, কতগুলো summary মিলে একটি paragraph গঠিত হয়। এবং কতগুলো paragraph মিলে একটি composition (রচনা) গঠিত হয়।
একটা Word এর different meaning বা বিভিন্ন অর্থ আছে ও বিভিন্ন বৈশিষ্ট্য বা character আছে্।
Different meaning- বিভিন্ন অর্থ
কোন কোন Word এর একটা মাত্র অর্থ আছে আবার কোন কোন Word এর একাদিক অর্থ আছে। যেমন- Run (দৌড়ানো) Don’t run in the sun. রৌদ্রে দৌড়াইওনা।
Run (চালানো) He can’t run his family. সে ভালভাবে তার সংসার চালাতে পারে না।
Run ( গড়ানো) Water is running on the floor. ঘরের মাঝে পানি গড়াইতেছে।
Run (পরিচালনা করা) He is running the matter. সে ব্যপারটি পরিচালনা করতেছে।
এমনিভাবে Run এর আরো অর্থ রয়েছে।
Different character: একটি Word এর যেমন একাধিক অর্থ থাকতে পারে তেমনি একাদিক Character বা বৈশিষ্ট্য থাকতে পারে।
কখনো Noun কখনো Adjective কখনো Verb এবং কখনো Adverb হয়।
Noun | Verb | Adjective | Adverb |
Beauty-সৌন্দর্য | Beatify-সুন্দর করা | Beautiful-সুন্দর | Beautifully- সুন্দরভাবে |
Mind-মন | Mind-মনোযোগ দেওয়া | Mindful-মনোযোগী | Mindfully-
মনোযোগ সহকারে |
Pain-ব্যথা | Pain-যন্ত্রণা দেওয়া | Painful-যন্ত্রণাদায়ক | Painfully- যন্ত্রণাদায়কভাবে। |
খুব সহজে Word শিখার কৌশলঃ
আমরা বিভিন্নভাবে Word এর অর্থ শিখতে পারি। যেমন-
1) Prefix এর মাধ্যমে।
2) Suffix এর মাধ্যমে।
3) Synonym (প্রতি শব্দ) এর মাধ্যমে।
4) Antonym (বিপরীত শব্দ) এর মাধ্যমে।
5) Verb এর সাথে ing যোগের এর মাধ্যমে।
6) Word এর Spelling বা বানান Change করে।
1) Prefix (উপসর্গ): মূল Word এর আগে কিছু যোগ করে নতুন word গঠন করাকে Prefix বলে। Prefix ব্যবহার করে আমরা Noun, Adjective, ও Verb গঠন করতে পারি।
মূল Word | পরিবর্তিত Word |
Able- যোগ্য | Unable-অযোগ্য |
Belief- বিশ্বাস | Unbelief- অবিশ্বাস |
Credit- সুনাম | Discredit- বদনাম |
Fool (noun) বোকা | Befool (Verb) বোকা বানানো |
Sure (adj) নিশ্চিত | Ensure (Verb) নিশ্চিত কর |
Joy (noun) আনন্দ | Enjoy (Verb) আনন্দ করা |
Regular- নিয়মিত | Irregular- অনিয়মিত |
Valid- বৈধ | Invalid- অবৈধ |
2) Suffix (প্রত্যয়): word এর পরে কিছু যোগ করে নতুন word গঠন করাকে Suffix বলে। Suffix ব্যবহার করে আমরা Noun, Adjective, Verb ও Adverb গঠন করতে পারি।
মূল Word | পরিবর্তিত Word |
Beauty (Noun)-সৌন্দর্য | Beautiful (Adj)-সুন্দর |
Listen (Verb)-শোনা | Listener (Noun)-শ্রোতা |
Tire (Verb)-ক্লামত্ম | Tired (Adj)-ক্লামত্ম |
Satisfy (Verb)-সন্তুষ্টকরা | Satisfied-সন্তুষ্ট |
Pure (Adj)-বিশুদ্ধ | Purity (Noun)-বিশুদ্ধতা |
Kind (Adj)-উদার | Kindness (Noun)-উদারতা |
Slow (Adj)-ধীরগতি | Slowly (Adv)-ধীরেধীরে |
Write (Verb)-লেখা | Writer (Noun)-লেখক |
3+4) Synonyms and antonyms এর মাধ্যমে শত শত word শিখা যায়।
Synonym-প্রতিশব্দ | Antonyms-বিপরিত শব্দ |
Absent- অনুপস্থিত
Bright-উজ্জ্বল Cold -ঠান্ডা Good-ভাল Joy-আনন্দ Kind-দয়ালু |
Present-উপস্থিত
Dark-অন্ধকার Hot-গরম Bad-খারাপ Sorrow-দুঃখ Cruel-নিষ্ঠুর |
5) Verb এর সাথে ing যোগ করে আমরা অতিরিক্ত দুটি Word পাই একটি noun অন্যটি Adjective. যেমনঃ Write+ing – Writing (noun) লেখা ; Writing (Adjective) লেখার I have a writing (adj) pad.
Verb | V+ing = noun বা Adj |
Eat (খাওয়া) | Eating (খাওয়া) (noun) |
Sleep (ঘুমানো) | Sleeping (ঘুমমত্ম) noun বা adj. |
Fly (উড়া) | flying (উড়মত্ম) noun বা adj. |
Hope (আশা করা) | Hoping (প্রত্যাশী) noun বা adj. |
Walk (হাঁটা) | Walking (হাঁটা) (noun) |
6) Word এর Spelling বা বানান পরিবর্তন করে আমরা আরো নতুন নতুন Word তৈরি করতে পারি। কখনো Noun বা Adjective কখনো Verb বা Adverb.
মূল Word | Spelling (বানান) change |
Class (noun) শ্রেণী | Classify (verb) শ্রেণীবিভাগ করা |
Danger (noun) বিপদ | Dangerous (adj) বিপদজনক |
Pure (Adj) বিশুদ্ধ | Purify (Verb) বিশুদ্ধ করা |
Create (verb) সৃষ্টি করা | Creation (noun) সৃষ্টি |
Nice (Adj) সুন্দর | Nicely (Adverb) সুন্দরভাবে |
**Note: শুধু Word এর অর্থ বা বৈশিষ্ট্য জানলেই হবে না। সেটা Sentence-এ ব্যবহার করতে হবে। যে Word গুলো সহজে এবং আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন Word বা শব্দ শিখা উচিত।
Syllabl- শব্দাংশ
কোন কোন Word বা শব্দ একসাথে উচ্চারণ করা সম্ভব। আবার কোন কোন Word বা শব্দ উচ্চারণ করতে দুই বা ততোধিকবার থামতে হয়। তবে কোন Word বা শব্দের যে অংশটুকু একসাথে উচ্চারিত হয়, (এবং তার মধ্যে কমপক্ষে একটি Vowel (a,e,I,o, u) বা স্বরবর্ণ থাকতে হবে।) সেই অংশটুকু একটি syllable বা শব্দাংশ।
Classification Of Syllable- শব্দাংশের শ্রেণীবিভাগ
Word বা শব্দের আকারের উপর ভিত্তি করে ইংরেজি ভাষায় syllable বা শব্দাংশকে চার ভাগে ভাগ করা হয়েছে।
- Mono syllable (মনো সিল্যাবল) বা এক অংশযুক্ত শব্দ।
- Di syllable(ডি সিল্যাবল) বা দু’ অংশযুক্ত শব্দ।
- Tri syllable(ট্রি সিল্যাবল) বা তিন অংশযুক্ত শব্দ।
- Poly syllable (পলি সিল্যাবল) বা বহু অংশযুক্ত শব্দ।
Mono syllable (মনো সিল্যাবল) বা এক অংশযুক্ত শব্দঃ Mono-এর অর্থ Single বা এক। অতএব, যে Word বা শব্দে একটি মাত্র syllable বা শব্দাংশ থাকে, তাকে Mono syllable (মনো সিল্যাবল) বা এক অংশযুক্ত শব্দ বলে। যেমনঃ Boy, cat, cap, pen, like, day, look, right,love ইত্যদি।
Di syllable(ডি সিল্যাবল) বা দু’ অংশযুক্ত শব্দঃ Di-এর অর্থ Double বা দুই। অতএব, যে Word বা শব্দে দু’টি syllable বা শব্দাংশ থাকে, তাকে Di syllable(ডি সিল্যাবল) বা দু’ অংশযুক্ত শব্দ বলে। যেমনঃ Brother (Bro-ther), Father (Fa-ther), Mother (Mo-ther), Garment ( Gar-ment) ইত্যদি।
Tri syllable(ট্রি সিল্যাবল) বা তিন অংশযুক্ত শব্দঃ Tri-এর অর্থ Three বা তিন। অতএব, যে Word বা শব্দে দু’টি syllable বা শব্দাংশ থাকে, তাকে Tri syllable(ট্রি সিল্যাবল) বা তিন অংশযুক্ত শব্দ বলে। যেমনঃ Condition (Con-di-tion), Beautiful (Beau-ti-ful), Bangladesh ( Bang-la-desh), Accident (Ac-ci-dent). ইত্যদি।
Poly syllable (পলি সিল্যাবল) বা বহু অংশযুক্ত শব্দঃ Poly-এর অর্থ Many বা বহু/ অনেক। অতএব, যে Word বা শব্দে দু’টি syllable বা শব্দাংশ থাকে, তাকে Poly syllable (পলি সিল্যাবল) বা বহু অংশযুক্ত শব্দ বলে। যেমনঃ Examination (Exa-mi-na-tipn), University (U-ni-ver-sity), Occupation (Oc-cu-pa-tion) ইত্যদি।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS