NSI Prime Minister Office Job Exam- Question Solution 2015
Category: Gov. Job Questions
Posted on: Monday, September 18, 2017
১৬ অক্টোবরের এনএসআইয়ের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
NSI Exam held on 16 October, 2015
NSI পরীক্ষার বাংলা ইংরেজি সমাধান বাংলা ১। বাংলা গদ্যের জনক কে? --ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২।বাংলা আধুনিক সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে -- মাইকেল মধুসূদন দত্ত ৩। ওরা আমার মুখেরভাষা কাইরা নিতে চায় ... গানটি রচয়িতা কে? -- আ: লতিফ। ৪। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? -- বধির্ষ্ণু ৫। হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে। -- সোনার তরী ৬। কাজী নজরুল ইসলামকে কত সালে স্বপরিবারে বাংলাদেশে আনা হয় - ২৪ মে, ১৯৭২। । ৭। রাজার দুয়ারে হাতি বাঁধা । দুয়ারে কোন কারক - অধিকরণ কারক ৮। বাক্যের মৌলিক উপাদান কোনটি - শব্দ ৯। স্বরবর্ণে অর্ধমাত্রা -১টি। ১০। Sub-concious অর্থ কি? -- অবচেতন । English 1.Who is called poet of Beauty -- John Keats 2. Which century was the Victorian period -- 19th 3. A little learning is a dangerous thing -- is Quatation from -- Alexander Pope 4. Which is the superlative degree of Bad -- worst 5. Let him be told to go. change the voice -- Tell him to to 6. children like to watch science --- movies. -- fiction 7.the Synonym of Probity is -- honesty 8. The Antonym of Eminent - unknown 9. The world diabetic is -- both noun and adjective 10. The Profession of teaching is known as -- Pedagogy আন্তর্জাতিক ১। GATT কখন থেকে WTO হয় ? --সঠিক উত্তর নাই । হবে ১৯৯৫। তবে ১৯৯৩ ও হবে কেননা উরুগুয়ে রাউন্ড দ্বারা ই এটি করা হয় । ফলে ১৯৯৩ ও উত্তর হতে পারে। ২। ইন্টারপোলের সদর দপ্তর -- লিও ৩। দীর্ঘতম নদী -নীলনদ ৪। সিরডাপের সদর দপ্তর - ঢাকা ৫। কোন সম্মেলনে গ্রান ক্লাইমেড ফা্ন্ড গঠনের সিদ্ধান্ত হয় - কানকুন ৬। ২০১৪সালের বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি? -- ফুলেকো ৭। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নিয়োগ দেওয়া হয় -- নিরাপত্তা পরিষদের ৮। আইএমএফ কাযক্রম শুরু করে -- সঠিক উত্তর নাই । হবে ১৯৪৭। কিন্তু ১৯৪৪ও এখানে উত্তর নিতেপারে। কারণ ঐবছর প্রতিষ্ঠা হয় । ৯। এফবিআই এর প্রধান কে -- জেমস বি কমি ১০। ২০১৫সালে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ হয় -- শেখ হাসিনা ১১।কেপলার-৪৫২ বি কি? -- পৃথিবীর মত একটি গ্রহ ১২। ব্যবসার বিশ্লেষক ফার্ম আই এইচ এস র বিশ্লেষণে অস্ত্র আমদানীতে শীষ দেশ -- ভারত ১৩। ২০১৫সালে চিকিতসা বিজ্ঞানে নোবেল পাননি -- জন ও কেফি। ১৪। Economist Intelligent Unit -2015 ব্যয় বহুল শহর কোন টি? -- ১৩১টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশ ১। আইনের দৃষ্টিতে সবাই সমান -- সংবিধানে অনুচ্ছেদ -- ২৭ ২। ১ম সংবিধান সংশোধন হয় -১৯৭৩ ৩। বর্তমানে মাথাপিছু আয় - ১৩১৪মার্কিন ডলার ৪। সীমান্ত চুক্তি বিল ভারতের লোকসভায় পাশ হয় - ৭মে ২০১৫। ৫। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ব মধ্যম দেশে হিসেবে স্বীকৃতি দেয় - ১জুলাই ২০১৫। ৬। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য - ১৩৬ ৭। ৬দফার ১ম দফা - প্রাদেশিক স্বায়ত্বশাসন ৮। সংবিধান কার্যকর হয়ে -১৯৭২। ৯। বাংলাদেশের ১ম মন্ত্রিসভা গঠন হয় -- ১০ এপ্রিল , ১৯৭১। ১০। অর্থনেতিক সমীক্ষা-২০১৫ এ বাংলাদেশের দারিদ্র্যের হার - ৩১.৫ %। ১১। বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর - নারায়ন গঞ্জ ১২।জাতীয় সংসদের ১নং আসন - পঞ্চগড় । ১৩। ১ম জাতীয় নির্বাচন - ৭মার্চ ১৯৭৩। ১৪। মুক্তিযুদ্ধের সেক্টর - ১১টি ১৫। বাংলাদেশ কোন উৎস থেকে বেশি রাজস্ব আয় করে - মূল্য সংযোজন করা ১৬। কোন নদী বাংলাদেশে উতপত্তি হয়ে বঙ্গপসাগরে পতিত হয়েছে - হালদা
বিজ্ঞান ভূগোল অংশের সমাধান
১। পার্বত্য অঞ্চলে নদীর কোন ধরণের ক্ষয় হয় --নিম্নক্ষয় ২। বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ -- ক্লোরোফ্লোরো কার্বন ৩। বাংলাদেশের অন্যতম দূর্যোগ -বন্যা ৪। একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে ? - সুনামি ৫। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে কোন স্তরটি ব্যয়বহুল -- পূর্ব প্রস্তুতি ৬। ভূ-পৃষ্ঠের উপরিভাগের জীবমণ্ডলের ব্যাপ্তি কত? 15km(কনফিউশন) ৭।পাহাড়ি এলাকায় কোন ধরণের বন্যা হয় ? - আকস্মিক বন্যা ৮। বায়ুমণ্ডলের কোন গ্যাস বেশি পাওয়া যায় ? - নাইট্রোজেন ৯। সমুদ্র স্রোতের অন্যতম কারণ - বায়ু প্রবাহের প্রভার ১০। নবায়নযোগ্য জ্বালানি কোনটি -- পরমানু শক্তি
কম্পিউটার প্রশ্নের সমাধান
১। স্ক্যানার কি ধরণের ডিভাইস -- ইনপুট ২। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে -- ভিজিএ কার্ড ৩। নিচের কোনটি কম্পিউটারের মেমরি ডিভাইস নয় ? ৪। কম্পিউটারের ইন্টারনেট সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ প্রয়োজন -মডেম ৫। ১ম ল্যাপটপ -- ১৯৮১ এপসন কোম্পানি ৬। কম্পিউৃটার --- একটি হিসাবকারী যন্ত্র ৭। উন্মুক্ত অপারেটিং সিস্টেম -- লিনাক্স ও উবুনটু দুটোই হবে। ৮। বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে MICR ব্যবহৃত হচ্ছে? -ব্যাংকের চেক ৯। GSM -- Global system of mobile communication 10.http - hyper text transfer protocol
মানসিক দক্ষতা, ও সুশাসন অংশের সমাধান
১। আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভা িআপনার সম্পর্কে কি হয় ? - ভাই । ২। ডিজেল ইঞ্জিন মোটর গাড়ীর সাথে সম্পর্ত হলে সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কিত -- কম্পিউটার ৩। একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে ? -২। ৪। পি হচ্ছে কিউ েএর পিতা । কিন্তু কিউ , পি এর ছেলে নয় । তাদের সম্পর্ক কোন ধরণের ? -- মেয়ে-পিতা । ৫। একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবংপ্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিলেন? -- ১৪। ৬। p is heavier than B. R is lighter than A. P is lighter than R. Who is Heaviest. ? -- A
সুশাসন
১। সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে ? - মিডিয়া ২। বড়দের সম্মান করা , দানশীলতা, শ্রেমের মর্যাদা , ইত্যাদি কোন ধরণের মূল্যবোধ? -সামাজিক মূল্যবোধ ৩। সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা হল - দুর্নীতি
২০১৫ সালের শান্তিতে নোবেল পেয়েছেন কোন ব্যক্তি বা সংগঠন ? --তিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ ২০১৫ সাহিত্যেনোবেল প্রাপ্ত অ্যালেক্সিস কোন দেশের নাগরিক ? - বেলারুশ।
গণিত অংশের সমাধান
১। নিচের কোনটি ভিন্ন? --১৬ ২। ৯,৩৬, ৮১, ১৪৪ এর পরবর্তী সংখ্যা কত ? -- ২২৫। ৩। ১-১০০ পর্যন্ত লিখতে ৯ সংখ্যাটি কতবার আসে ? -২০ বার ৪। ১৯৯০সালের ১ ফেব্রুয়ারী যদি বৃহশ্পতিবার হয় তাহরে ১৯৯১সালে একই দিন কি বার হবে ? -- বুধবার । ৯। ৯০ কোন সংখ্যা ৭৫%? -- ১২০। ১০। রতনের আয় অপেক্ষা বকুরে আয় ২৫% বেশি। বকুলের আয় রতনের অপেক্ষা কত % কম ? -২০%। ১১। ২০৭৪০সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪জন অতিরিক্ত হয় । প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত,? -১৪৪। ১২। চালের দাম ২৫%বেড়ে যাওয়ায় িএক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাত্সরিক ব্যয় অপরিবর্তিত থাকে । তিনি চালের ব্যবহার শতকার কতভাগ কমালেন ? --২০%। ১৩। একটি সঙখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয় । সংখ্যাটি কত>? -১৮। ১৪। ১,২,৩,৫,৮,১৩,২১,,৩৪ ... পরবর্তী সংখাটি কত? --৫৫। ১৫। যদি ৫:১০০, ৪:৬৪ হয় তবে ৪:৮ , ৩: ? -- ৪৮। ১৬। রুট ০.০০০০০৯=? --০.০০৩ ১৭।৩ ইনভার্স -৩ এর মান কত? -- ১/২৭। ১৮। a-1/a=রুট৩ হলে a^2-1/a^2 এর মান কত? -
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS