মূল্যবোধ ও নৈতিকতা বিবিধ
Category: Ethics
Posted on: Monday, September 18, 2017
- ভিক্ষুককে ভিক্ষা দেয় : নৈতিক মূল্যবোধ।
- সভ্য সমাজের মানদণ্ড: আইনের শাসন।
- কর্মকাণ্ডের ভাল-মন্দের বিচারের ভিত্তি : মূল্যবোধ।
- মূল্যবোধ বিভিন্ন সমাজের : বিভিন্ন রকম।
- মূল্যবোধ হল : পরিবর্তনশীল ও নৈর্ব্যক্তিক।
- মূল্যবোধের ভিত্তি : ১০টি।
- মূল্যবোধ সাধারণত : ৯ প্রকার।
- আর্থিক লেনদেন, ব্যবসা-বাণিজ্য হল : অর্থনৈতিক মূল্যবোধ।
- সামাজিক মূল্যবোধ হল : সুকুমার বৃত্তির সমষ্টি।
- শিশু প্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায় : পরিবারে।
- অপরের ধর্মমতকে সহ্য করা : ধর্মীয় মূল্যবোধ।
- সুশাসন প্রতিষ্ঠিত হয় না : আইনের শাসনের অভাবে।
- জাতীয় উন্নতির চাবিকাঠি : গণতান্ত্রিক মূল্যবোধ।
- গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ : সহনশীলতা।
- আইনের শাসন প্রতিষ্ঠা করে : গণতান্ত্রিক মূল্যবোধ।
- সৎ গুণই জ্ঞান/Knowledge is virtue : বলেছেন এরিস্টটল।
- Morality শব্দটি এসেছে : ল্যাটিন Moralitas থেকে।
- Truth is beauty and beauty is truth : বলেছেন জন কিটস।
- Moralitas এর অর্থ : সঠিক আচরণ/চরিত্র।
- শুভ’র প্রতি অনুরাগ, অশুভ’র প্রতি বিরাগ : নৈতিকতা (ম্যূর)।
- নৈতিকতার রক্ষাকবচ : বিবেকের দংশন।
- নৈতিকতা প্রয়োগ করে না : রাষ্ট্র।
- ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার : নৈতিকতা।
- আইনের প্রয়োগ হয় না : নৈতিকতা লঙ্ঘনে।
- আইন ও নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন : ম্যাকিয়াভেলি।
- নৈতিকতাহীনতা : দণ্ডনীয় অপরাধ নয়।
- পৌরনীতির প্রাক্তন অংশ : নীতি বিজ্ঞান।
- নৈতিকতার পরিধি : আইনের চেয়ে বড়।
- নৈতিকতা হল : অনির্দিষ্ট ও অস্পষ্ট।
- রাষ্ট্র সাধারণত অনুসরণ করে : নৈতিকতাকে।
- সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি : সামাজিক স্বার্থ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে।
- Morals of morality এর মূল উৎস : ল্যাটিন mas শব্দটি।
- নৈতিকতা ও নীতিবোধের বিকাশ ঘটায় : ভাল-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত বোধ।
- নৈতিকতা একটি মানসিক বিষয়।
- ধনতান্ত্রিক সমাজে প্রতিষ্ঠা লাভের ভিত্তি : স্বার্থপরতা ও লোভ।
- নৈতিকতা ভিন্ন হতে পারে : দেশ-কাল-পাত্র ভেদে।
- সুনাগরিকের বড় গুণ : আত্মসংযম।
- গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাকেই বলে : আত্মসংযম।
- মানবীয় গুণ হল : সহমর্মিতা।
- সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অগ্রগতির প্রধান ধাপ : শৃঙ্খলা-বোধ।
- অধিকার ও কর্তব্য সচেতন নাগরিকই : সুনাগরিক।
- ‘নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হল অন্যতম পাপী’ বলেছেন : করমচাঁদ গান্ধী।
- মূল্যবোধের ইংরেজি শব্দ হচ্ছে : ঠধষঁবং।
- মূল্যবোধের শাব্দিক অর্থ : তুলনামূলক আর্যমূল্য, বা দান বা অন্তর্নিহিত গুণাবলি।
- “মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ” : ফ্রাঙ্কেল।
- মূল্যবোধকে দুটি বিষয়ের নিরিখে বিভক্ত করেছেন : Deniel H. Parker.
- Deniel H. Parker এর বিষয় দুটি হল : বাস্তব জীবনভিত্তিক মূল্যবোধ ও কল্পনাপ্রসূত মূল্যবোধ।
- রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত মূল্যবোধ : ইতিবাচক মূল্যবোধ।
- রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক অস্বীকৃত মূল্যবোধ : নেতিবাচক মূল্যবোধ।
- পেশাগত দিক থেকে মূল্যবোধ : ৮ প্রকার।
- মানব মনের সুকোমল বৃত্তি প্রকাশের মূল্যবোধ : নান্দনিক মূল্যবোধ।
- মানুষের আচার-আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে : মূল্যবোধ।
- অন্যের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সুখে সুখী ও দুঃখে দুঃখী হওয়া হল : সহমর্মিতা।
- মানুষের কাজের মানদণ্ড : মূল্যবোধ।
- সমাজের ভিত্তি হল : সামাজিক মূল্যবোধ।
- ভাল-মন্দ বিচার করার ক্ষমতাকে বলে : নৈতিকতা।
- আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করা হত না : প্রাচীনকালে।
- আইন ও নৈতিকতার পার্থক্য পরিলক্ষিত হয় : পৃথক সত্ত্বা হিসেবে রাষ্ট্রের প্রকাশের পর।
- মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করে : নৈতিকতা।
- বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে : নৈতিকতার উৎস।
- নৈতিকতা পরিচালিত হয় : সামাজিক বিবেকের দ্বারা।
- গণতন্ত্র থেকে উৎসারিত মূল্যবোধ : গণতান্ত্রিক মূল্যবোধ।
- আইন ও নৈতিকতার লক্ষ্য ও আলোচ্য বিষয় : একই।
- মূল্যবোধ হল : সামাজিক আচার-আচরণের সমষ্টি।
- সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য : আপেক্ষিকতা।
- মূল্যবোধ দৃঢ় হয় : শিক্ষার মাধ্যমে।
- সত্যের উপর প্রতিষ্ঠিত, পরিবেশ দ্বারা প্রভাবিত ও ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীলতা হল : মূল্যবোধের বৈশিষ্ট্য।
- সামাজিক মূল্যবোধ জাগ্রত হয় : পৌরনীতি ও ইতিহাসের শিক্ষা দ্বারা।
- মূল্যবোধ : সমাজের বৃহৎ অংশের দ্বারা অনুমোদিত।
- মূল্যবোধের একটি প্রকার হল : আদিম মানুষের কাজে-কর্মে।
- সততার সাথে দায়িত্ব পালনে ব্রত : মূল্যবোধ সম্পন্ন মানুষ।
- আইনের ভিত্তি বলা হয় : মূল্যবোধকে।
- মানুষ ও পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা : ঔচিত্যবোধ।
- বুদ্ধিমান ও ভ্দ্র মানুষ তৈরিতে সহায়তা করে : নীতি ও ঔচিত্যবোধ।
- বিচার প্রহসনে রূপান্তরিত হয় : ন্যায় বিচারের অভাবে।
- অন্যকে সহযোগিতা করার মনোভাবকে বলে : সহমর্মিতা।
- সাম্য, ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ প্রভৃতি গুণের বিকাশ ভূমিকা রাখে : সামাজিক মূল্যবোধ।
- জাতীয় সত্তার দর্পণ : সামাজিক মূল্যবোধ।
- জাতীয় উন্নয়নের মূলধন : সামাজিক মূল্যবোধ।
- ব্যক্তিকে উদাসীনতা স্পর্শ করতে পারে না : সামাজিক মূল্যবোধ জাগ্রত হলে।
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজন : সহনশীলতা।
- কথাবার্তা, আচার-আচরণে নীতি অনুসরণ করাকে বলে : নৈতিকতা।
- নৈতিকতার আরেক নাম : মূল্যবোধ।
- নৈতিকতা বিকাশের লালনক্ষেত্র : সমাজ।
- নৈতিকতার উৎস নয় : অপরাধ।
- নৈতিকতার বিধান : ঐচ্ছিক।
- কাঠামোবদ্ধ রূপ অনুপস্থিত : নৈতিকতায়।
- নৈতিকতা : অভ্যাস ও চর্চার ব্যাপার।
- ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত ও পছন্দ থেকে উদ্ভূত : নৈতিকতা।
- মূল্যবোধকে মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড বলেছেন : গ.জ. ডরষষধস.
- মূল্যবোধকে ভাগ করা যায় : ৬টি ভাগে।
- আধুনিক সভ্যতা খুব বেশি গুরুত্ব দিচ্ছে : ব্যক্তিগত মূল্যবোধকে।
- প্রতিটি শিশুই জন্মায় : ব্যক্তিক মূল্যবোধ নিয়ে।
- ব্যক্তিগত মূল্যবোধ লালন করে : স্বাধীনতাকে।
- যে দেশের মূল্যবোধ অনেক পুরাতন : চীন ও ভারত।
- প্রাচীনকালে ছিল না : রাষ্ট্র ব্যবস্থা।
- গণতান্ত্রিক ব্যবস্থায় প্রকৃত নায়ক : জনগণ।
- সুশাসন প্রতিষ্ঠায় অপরিহার্য : গণতান্ত্রিক মূল্যবোধ।
- মূল্যবোধ মানুষের জীবনে ভূমিকা পালন করে : গাইডলাইন হিসেবে।
- স্বাধীনতার দরুন প্রতিটি দেশই সৃষ্টি করে : মূল্যবোধ।
- প্রতিটি মানুষই কর্মজীবী এবং তাকে শিক্ষা লাভ করতে হয় এটি : প্রাতিষ্ঠানিক মূল্যবোধ।
- বয়সের সাথে পরিবর্তন ঘটে : মূল্যবোধে।
- মানবীয় গুণাবলীর সমষ্টি বিশ্লেষণ করলে পাওয়া যায় : ন্যায়পরায়ণতা।
- ভারত ও চীনের মূল্যবোধে পরিলক্ষিত হয় : অনেক পুরাতন মূল্যবোধ।
- সঞ্চয় করার প্রবণতা যে ধরনের মূল্যবোধ : ব্যক্তিগত মূল্যবোধ।
- সমাজে সামাজিক সেতুবন্ধন হিসেবে কাজ করে : মূল্যবোধ।
- সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি : সহনশীলতা।
- মানুষের আচরণের সামাজিক মাপকাঠি : মূল্যবোধ।
- সমাজে যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে : মূল্যবোধ।
- মূল্যবোধের অবক্ষয় হয় : সহনশীলতা, আইনের শাসন ও সুশৃঙ্খল পরিবেশের অভাবে।
- বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ হল : কোন বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্য।
- সামাজিক মূল্যবোধের ব্যবহার করা যায় : সামাজিক পরিবর্তনশীলতা।
- মানুষ আজন্ম পরিচিত যে মূল্যবোধের সাথে : সামাজিক মূল্যবোধ।
- মূল্যবোধ নির্ধারিত হয় : নৈতিকতার দ্বারা।
- বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে যে মূল্যবোধ : বাহ্যিক মূল্যবোধ।
- মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে : মূল্যবোধ।
- শারীরিক মূল্যবোধকে সৌন্দর্যবোধ হিসেবে আখ্যায়িত করেন : এডওয়ার্ড স্প্রেঙ্গগরাস।
- অনেক সময় যে মূল্যবোধকে মূল্যবোধ বলে আখ্যায়িত করা হয় : নৈতিক মূল্যবোধকে।
- নীতি ও ঔচিত্যবোধ থেকে বিবেচনা করা হয় যে মূল্যবোধ : নৈতিক মূল্যবোধ।
- অন্যায় থেকে বিরত থাকা : নৈতিক মূল্যবোধ।
- মানুষের আচরণ বিচারের মানদণ্ড : সামাজিক মূল্যবোধ।
- আতিথেয়তা যে ধরনের মূল্যবোধ : সামাজিক মূল্যবোধ।
- আনুগত্য হল : রাজনৈতিক মূল্যবোধ।
- ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস, গ্রন্থচর্চা প্রভৃতি থেকে যে মূল্যবোধ সৃষ্টি হয় : ধর্মীয় মূল্যবোধ।
- মানুষ তার লালনকৃত ও ধারণকৃত সংস্কৃতি থেকে যে মূল্যবোধ গ্রহণ করে : সাংস্কৃতিক মূল্যবোধ।
- সাংস্কৃতিক মূল্যবোধ বেশি পরিমাণে উদ্ভূত হয় : সামাজিক প্রথা থেকে।
- সামাজিক মূল্যবোধের ভিত্তি : শিষ্টাচার, সততা ও ন্যায়পরায়ণতা।
- সত্যের উপর প্রতিষ্ঠিত, পরিবেশ দ্বারা প্রভাবিত এবং ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীলতা : হলও মূল্যবোধের বৈশিষ্ট্য।
- সামাজিক মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য হল : বিভিন্নতা আপেক্ষিকতা ও আদর্শভিত্তিক ধারণা।
- শৃঙ্খলা আনয়ন, ঐক্য প্রতিষ্ঠা এবং ব্যক্তি ও সমাজের সম্বন্ধ নির্ণয় করে : সামাজিক মূল্যবোধ।
- সামাজিক মূল্যবোধের বিভিন্নতা পরিলক্ষিত হয় : স্থান, সমাজ ও জাতিভেদে।
- সামাজিক মূল্যবোধ : নৈর্ব্যক্তিক, বৈচিত্র্যময় ও আপেক্ষিক।
- সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে অবদান রাখে : সামাজিক মূল্যবোধ।
- সামাজিক মূল্যবোধ জাগ্রত করে মানুষের : দায়িত্ব ও কর্তব্যবোধ।
- মানুষের আচরণ বিচারের মানদণ্ড ও সুকুমার বৃত্তির সমষ্টি হল : সামাজিক মূল্যবোধ।
- বাহ্যিক মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েছেন : গ্রিক দার্শনিক প্লেটো ও এরিস্টটল।
- বাহ্যিক মূল্যবোধের অন্তর্গত : পরিষ্কার পরিচ্ছন্নতা সরলতা ও পোশাক পরিচ্ছদ।
- নৈতিক মূল্যবোধের অন্তগর্ত : সত্যকে সত্য, অন্যায়কে অন্যায় বলা ও সত্য মিথ্যার ভেদাভেদ।
- সামাজিক মূল্যবোধ : শ্রমের মর্যাদা, দানশীলতা ও ন্যায়বিচার।
- রাজনৈতিক মূল্যবোধ : আনুগত্য, রাজনৈতিক অংশগ্রহণ, ও রাজনৈতিক শৃঙ্খলা-বোধ।
- জাতীয় মূল্যবোধ, জাতীয় শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে ওঠে ব্যক্তির রাজনৈতিক মূল্যবোধের ভিত্তিতে।
- সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হল : মূল্যবোধ।
- সুশাসন ও মূল্যবোধের অন্যতম উপাদান : আইনের শাসন।
- রাষ্ট্র উন্নত হলে প্রতিষ্ঠিত হয় : সুশাসন।
- সমাজ ও রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয় : জবাবদিহিতার অভাবে।
- সমাজের মানুষ ভাল ও গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করে : মূল্যবোধকে।
- সরকার ও রাষ্ট্র জনকল্যাণমুখী না হলে তাকে চিহ্নিত করা হয় : মূল্যবোধের অবক্ষয় হিসেবে।
- মূল্যবোধ উন্নত হলে উন্নত হবে : পরিবার সমাজ ও রাষ্ট্র।
- কতকগুলো নিয়মনীতির সমষ্টি হচ্ছে : মূল্যবোধ ও সুশাসন।
- সুশাসনের উপাদান হল : জনগণের অংশগ্রহণ ও দায়িত্বশীলতা।
- মূল্যবোধের উপাদানসমূহ হল : নীতি ও ঔচিত্যবোধ সামাজিক ন্যায়বিচার ও সহনশীলতা।
- মূল্যবোধ প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা সম্ভব নয় : সচেতনতা ও কর্তব্যবোধ ছাড়া।
- রাষ্ট্র দার্শনিক জন স্টুয়ার্ট মিল গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্যের জন্য উল্লেখ করেছেন : তিনটি শর্ত।
- নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে ব্যক্তি সমস্যার সমাধানের পথ বাড়ালে দেয় : গণতান্ত্রিক মূল্যবোধ।
- নাগরিকের মর্যাদা বৃদ্ধি করে : গণতান্ত্রিক মূল্যবোধ।
- দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় : গণতান্ত্রিক মূল্যবোধের দ্বারা।
- গণতন্ত্রকে সফলতা দান করে, নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় ও নাগরিকদের সহানুভূতিশীল হতে শেখায় : গণতান্ত্রিক মূল্যবোধ।
- রাষ্ট্রে শান্তি ও সুখ্যাতি প্রতিষ্ঠিত হয় : সহনশীলতার দ্বারা।
- মূল্যবোধগুলো সংরক্ষিত হয় : নাগরিকের অংশগ্রহণের দ্বারা।
- গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ছাড়া আশা করা যায় না : সুশাসন।
- নাগরিক অধিকারকে সংরক্ষণ করে : আইনের শাসন।
- গণতান্ত্রিক মূল্যবোধে প্রাধান্য দেয়া হয় : নাগরিককে।
- জনগণের সরকার হল : গণতান্ত্রিক সরকার।
- নাগরিকের জন্য কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করে : গণতান্ত্রিক সরকার।
- সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত : গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা।
- সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান : নৈতিকতা।
- সমাজের প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ হতে জন্ম : নৈতিকতার।
- নৈতিকতার ধারণা : সর্বজনীন।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS