Agriculture of Bangladesh (বাংলাদেশের কৃষি )
Category: Bangladesh
Posted on: Tuesday, September 19, 2017
কৃষি
১. বাংলাদেশের মোট চাষাবাদ যোগ্য জমির পরিমান ২ কোটি ১ লক্ষ ৯৪ হাজার একর/ ২কোটি ৪০ লক্ষ একর।
২. বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত- গাজীপুর জেলার কাশেমপুর
৩. BADC কত সালে প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে
৪. দেশের বৃহত্তম খাদ্য গুদাম কোথায়- মংলাতে (২য় ঈশ্বরদী, পাবনা)
৫. স্বার্ণা সার আবিষ্কার করেন কে – ডঃ আবদুল খালেক
৬. NASR কি- নয়াকৃষিনীতি বাস-বায়ন গঠিত সংস্থা National Agriculture Research Institute
৭. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প- তিস্তা বাধঁ প্রকল্প, রংপুর দিনাজপুর অঞ্চলে
৮. কৃষিভিত্তিক ও পরিবেশ বান্ধব ইকোপার্ক- অরুনিমা ইকোপার্ক
৯. বাংলাদেমে কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার চালু হয়- ১৯৭৩ সালে
১০. ৪র্থ কৃষি শুমারী কবে অনুষ্ঠিত হয়- ১১-২৫মে’০৮ (প্রথম হয় ১৯৮৩-৮৪)
১১. দেশের প্রথম সেচ প্রকল্প- গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প
১২. ইঅজউ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আখতার হামিদ খান।
১৩. বাংলাদেশের এউচ তে কৃষিখাতের অবদান ৩৬%।
১৪. বাংলাদেমের অর্থনীতিতে কৃষিখাতের অবদান ২০.১৬%।
১৫. কৃষিখাতে পানি সম্পদেও চাহিদা সবচেয়ে বেশি।
১৬. যাদের বসতবাড়ি আছে কিন’ কৃষিজমি নেই তাদেরকে বলে প্রান্তিক চাষী।
ধান
১৭. মূল্য পরিমানে বাংলাদেশের কোন কৃষি পণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয়- ধান
১৮. বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রথম উন্ন জাতের ধান- ব্রি-৮
১৯. উত্তরবঙ্গেও মঙ্গা এলাককার জন্য উপযোগী ব্রি-৩৩ ধান কোন সালে । উদ্ভাবিত হয়- ১৯৯৭
২০. মঙ্গা মোকাবেলায় বিনা উধ্ভাবিত ধানের জাতের নাম কি- বিনা-৭ (স্থানীয় নাম আগাম ধান)
২১. উপকূলীয় অঞ্চলের পতিত জমিতে পানি ও লবনাক্ত সহিষ্ণ ধান জাত- ব্রি(ইজজও)-৪৭
২২. ডায়াবেটিক রোগীদের খাবার উপযোগী ধানের নাম কি?- বিআর-১৬
২৩. ম্যানেজার নামক নতুন জাতের ধানের আবিষ্কারক কে- মকবুল হোসেন
২৪. ইরাটম কি- উন্নত জাতের ধান
২৫. কাটারীভোগ চাল উৎপাদনে বিখ্যাত দিনাজপুর।
২৬. সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তার নাম ইরি-৮।
পাট
২৭. জুটনে তুলা ও পাটের অনুপাত কত- ৩০:৭০
২৮. পাট থেকে জুটন আবিষ্কার করেন ডঃ মোঃ সিদ্দিকুল্লাহ।
২৯. বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয় ময়মনসিংহ।
৩০. একটি কাঁচা পাটের গাইটের ওজন ৪.৫মণ।
মসলা
৩১. বাংলাদেশের একমাত্র মসলা গবেষনা কেন্দ্র কোথায় – বগুড়াতে
গম
৩২. দেশের সর্বাধিক গম উৎপাদিত হয় কোথায় – রংপুরে/দিনাজপুর
৩৩. বাংলাদেশে উৎপন্ন কিছু উন্নত জাতের গম দোয়েল, বলাকা, আনন্দ, কাঞ্চন।
চা
৩৪. বাংলাদেশের চা বোর্ড কোথায় – চট্টগ্রামে
৩৫. দেশের প্রথম চা চাষ শুরু হয় কোথায় – মালিনীছড়া, মৌলবীবাজার (১৮৫৭ সালে)
৩৬. ২০০৯ সালে বাংলাদেশ কোন দেশে অর্গানিক চা রপ্তানী শুরু করে – জাপান
৩৭. বর্তমানে বাংলাদেশের ৮টি জেলায় চা উৎপন্ন হয় (মৌলবীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, পঞ্চগড়)
তুলা
৩৮. বাংলাদেমের যশোর জেলা তুলা চাষের জন্য উপযোগী।
কলা
৩৯. বাংলাদেশের কিছু উন্নত জাতের কলাবীটজবা, অগ্নিশ্বও, কানাইবাশী, মোহনবাঁশী।
আনারস
৪০. দেশের সিলেট জেলায় বেশি আনরস চাষ হয়।
৪১. আনারস চাষের ফলে মাটি অনুর্বর হয়।
আলু
৪২. হল্যান্ড থেকে বাংলাদেশে আলু আনা হয়।
অন্যান্য
৪৩. শুকতারা ও তারাপুরী হল উন্নত জাতের বেগুন। বিজয় হল উচ্চফলনশীল হাইব্রিড বেগুন।
৪৪. উত্তরণ-১ হল হাইব্রিড ভুট্টা।
৪৫. পতেঙ্গা, গোয়ালন্দ তরমুজের জাত।
৪৬. বাহার, মানিক, রতন উন্নতজাতের টমেটো।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS