বাংলাদেশের ব্যাংক ও বীমা ব্যাবস্থা
Category: Bangladesh
Posted on: Tuesday, September 19, 2017
বাংলাদেশ ব্যাংক
১. বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ কত সদস্য বিশিষ্ট – ১৩ (গভর্নর ১ জন, ৪জন ডেপুটি গভর্নর, ৮ জন পরিচালক)
২. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক সুদের হারের কি পরিবর্তন ঘটায় – বাড়িয়ে দেয়
৩. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে – ১৯৯৮ সালে
৪. বাংলাদেশের প্রথম বেসরকারী ব্যাংক কোনটি – আরব বাংলাদেশ ব্যাংক
৫. ব্যাংকের তারল্য যোগ্যতা বলতে কি বুঝায় – চাহিবা মাত্র আর্থিক চাহিদা পূরণ
৬. বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এমএন হামিদুল্লাহ।
৭. বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম স্টেট ব্যাংক অব পাকিস্তান।
৮. বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ২৬ মার্চ ১৯৭২ সালে।
৯. বাংলাদেশ ব্যাংকের পরিশোধিত মূলধণ ৩ কোটি টাকা (৩লক্ষ শেয়ারে ভিবক্ত)
১০. উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে।
১১. গ্রামীন ব্যাংক (প্রতিষ্ঠিত ১ অক্টোবর ১৯৮৩ সাল) দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছিল।
১২. বিনিময় হার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক।
১৩. বাংলাদেশ ব্যাংক Currency Policy এর আওতায় মুদ্রা ছাপিয়ে থাকে।
বাণিজ্যিক ব্যাংক
১. বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক।
২. সরকার বেসরকারী মালিকানাধীন বাংলাদেশের একমাত্র ব্যাংক রূপালী ব্যাংক।
৩. বাণিজ্যিক ব্যাংকের মূলধন কত টাকা করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশে ব্যাংক? – ৪০০ কোটি টাকা।
৪. বানিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কোনটি? -পরিশোধিত মূলধন, সম্মলিত প্রয়াস, ঋণ গ্রহণ
৫. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত ? – ১৯৮৭সালে
৬. সোনালী ব্যাংকের বিদেশী শাখার সংখ্যা কত – ১০ টি
৭. বানিজ্যিক ব্যাংকের অধিকাংশ ঋণ – স্বল্পমেয়াদী
৮. দেশের প্রথম বেসরকারী ব্যাংক – আরব-বাংলাদেশ ব্যাংক
৯. ১৬ মার্চ’০৯ কোন রাষ্ট্রয়ত্ত ব্যাংক বিনিয়োগ বা মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে – জনতা ব্যাংক
১০. জনতা ব্যাংক প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে।
১১. বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগ্রুলোকে তার আমানতের ২৫% অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়।
১২. প্রথম বাঙ্গালী মালিকানা ব্যাংক দি ইস্টার্ণ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
১৩. রাষ্ট্রয়াত্ব কোন ব্যাংকটি প্রথম বেসরকারী খাতে হস্তান্তর করে – পূবালী ব্যাংক (১৯৮৩সালে)।
বীমা
১. সাধারণ বীমার (জেনারেল ইন্সুরেন্স) নাম পরিবর্তন করে কি নামকরণ করা হয়েছে? নন-লাইফ ইন্সুরেন্স কোম্পানি
২. দেশের প্রথম বেসরকারী জীবন বীমা প্রতিষ্ঠান কোনটি- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী।
৩. রাষ্ট্রীয় মালিকানাধীন জীবনবীমা কর্পোরেশন অনলাইন ইন্সুরেন্স ব্যবস্থা চালু হয় কবে- ৭ আগস্ট’০৯
৪. বাংলাদেশ বীমা ব্যবস্থা বর্তমানে কোন মন্ত্রণালয়ের অধীন- অর্থ মন্ত্রণালয় (পূর্বে ছিল বাণিজ্য )
৫. বাংলাদেশে একমাত্র বিদেশী বীমা কোম্পানী- অ্যালিকো
৬. বাংলাদেশের বীমা প্রতিষ্ঠার ক্ষেত্রে পথিকৃৎ খুদাবক্স।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS