বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি – আন্তর্জাতিক বিষয়াবলী : অব্যয় অনিন্দ্য
Category: BCS
Posted on: Tuesday, September 19, 2017
অনেকেই international affairs এর জন্য সাজেসান্স চাচ্ছে grin emoticon বলছে 35th এ math আর international নাকি একদিনে পরীক্ষা। আমি রুটিন দেখিনি। একদিনে math আর international হলে আসলেই বেশ প্রেসারের সময় যাবে। যাই হোক বিসিএসের তো কোন সাজেসান্স হয় না। তাই 35th international affairs, written এর জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক বলছিঃ
(1) সীমান্ত সমস্যার সমাধান (ছিটমহল), (2) মানব পাচার, (3). সার্কের সাফল্য ও ব্যর্থতা, (4).ইরানের নিউক্লিয়ার চুক্তি, (5). গ্রীস ও ইউরো/ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ, (6). মোদীর বাংলাদেশ সফর, (7). জাতিসংঘের পুনর্গঠন (reform)।
(1).ওবামার ভারত সফর, (2).Islamic State, (3). তিনটা দেশের পররাষ্ট্র নীতি (আমেরিকা, ভারত ও চীন), (4). শান্তি রক্ষায় বাংলাদেশ, (5). বাংলাদেশ-ভারত সম্পর্ক, (6). বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক, (7). দক্ষিণ চীন সাগর সমস্যা,
(1). Globalization(WTO, Wolrd Bank, IMF) ও বাংলাদেশ, (2). বাংলাদেশের প্রেক্ষিতে BIMSTEC, Commonwealth, NAM, OIC, (3). বাংলাদেশের পররাষ্ট্র নীতি (সংবিধানের অনুচ্ছেদ-২৫), (4). কূটনীতিকের কাজ, (5). জলবায়ু ও পরিবেশ সমস্যা, (৮) মধ্যপ্রাচ্য সংকট
বাজারের যে কোন একটা গাইড আর ইন্টারনেট দিয়েই আন্তর্জাতিকের প্রিপারেশান নেয়া যায়। আগের ৫/৬ বছরের প্রশ্ন দেখুন। সিলেবাসে যাই থাকুক না কেন, আন্তর্জাতিকে সব সময়ই সাম্প্রতিক বিষয় থেকে কয়েকটা প্রশ্ন দেয়। তাই আগের প্রশ্ন আর সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় মিলিয়ে নিজেই ঠিক করতে পারবেন কোনগুলো পড়তে হবে। সেগুলো গাইড থেকে মূল বিষয়টা (background) বুঝে নিন এবং Data ও information দাগ দিয়ে রাখুন । এরপর ইন্টার থেকে বাংলা ও ইংরেজী পত্রিকার ওয়েবসাইটে গিয়ে সার্চ দিন। প্রতিটা বিষয়ে ৭/৮ টা ডেটা (world Bank report, UN report, যে কোন সংস্থার রিপোর্ট), ৪/৫ টা কোটেশান (লেখকের নামসহ)লিখে ফেলুন। এগুলো মিলিয়েই সুন্দর উত্তর হয়ে যাবে।
এতেই ‘বড় প্রশ্ন’ মানে সিলেবাসের Analytical Questions: 3 out of 4 questions 3 x 15 =45 এবং ‘সৃজনশীল টাইপ প্রশ্ন’ মানে সিলেবাসের Problem-solving question: 1 x 15 =15 এর প্রিপারেশান হয়ে যাবে।
আর আছে Short Conceptual Note: মানে টীকা। ১২ থেকে ১০ টা দিতে হবেঃ ১০x৪=৪০ নাম্বার। টীকা আসলে একটু ঝামেলার জিনিস। এর জন্য তিনটা বিষয়ঃ (১)আগের ৫/৬ বছরের প্রশ্ন, (২)সাম্প্রতিক ইস্যু, (৩)সিলেবাস। আগের বছরের টীকা দাগিয়ে পড়ে ফেলুন। সাম্প্রতিক ইস্যু কারেন্ট এফেয়ার্স ও গাইডেই পাবেন। শুধু টীকার জন্য আমি বলব – ৩/৪ টা গাইড এর কপি একসাথে করে একটা লিস্ট করে গাইড আর ইন্টারনেট থেকে পড়ে ফেলুন। ১ টা টীকা ২ পৃষ্ঠার বেশি লিখার দরকার নেই। এবার দেখি সিলেবাসে কী লিখা আছেঃ কপি করি –
[It focuses on both conceptual and empirical issues in international affairs. Under this paper basic concepts and theories such as power, balance of power, realism, liberalism/neo-liberalism, foreign policy, security, trade, and environment will be addressed. The empirical focus of the paper is on understanding bilateral and multilateral relations, processes, functions, and politics of regional and global institutions.]
মানে থিউরি ও প্রাকটিক্যাল দুইটাই থাকবে। প্রাকটিক্যাল মানে হচ্ছে পত্রিকায় আমরা যেসব আন্তর্জাতিক বিষয় পড়ি ওগুলোই। এ নিয়ে কোন টেনশান নেই, আগের প্রশ্নে এগুলোই আসত। কিন্তু আগে থিউরি কিছু আসত না। এখনো মনে হয় দিবে না। তবু যারা একটু সেইফ সাইডে থাকতে চান, তাঁরা সিলেবাসের power, balance of power, realism, liberalism/neo-liberalism, foreign policy শুধু এগুলোর ডেফিনিশান গাইড বা ইন্টারনেট থেকে দেখে নিন। এগুলো কঠিন না, দুই বার রিডিং পড়লেই হয়ে যাবে।
অব্যয় অনিন্দ্য’র ক্যারিয়ার আড্ডা থেকে নিরন্তর শুভকামনায়
—- অব্যয় অনিন্দ্য (সুজন দেবনাথ)
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS