BCS Model Questions (বিখ্যাত ব্যাক্তিদের উক্তি ও উপাধি)
Category: BCS Questions
Posted on: Tuesday, September 19, 2017
- ‘সীমান্ত গান্ধী’ নামে কে পরিচিত?
ক. ইন্দিরা গান্ধী
খ. মহাত্মা গান্ধী
গ. খান আব্দুল গাফ্ফার খান
ঘ. রাজীব গান্ধী
- Who is known as the ‘Lady of the lamp’?/‘লেডী উইথ দি ল্যাপ’ কে?
ক. Sorojini Naidu
খ. Hellen Killer
গ. Florence Nightingale
ঘ. Madame Teresa
- ‘আরবের নাইটিঙ্গেল’ বলা হয়-
ক. উম্মে হাফিজা
খ. উম্মে কুলসুম
গ. উম্মে সাদিয়া
ঘ. উম্মে মারিয়ম
- কে ‘লৌহ মানবী’ বলে পরিচিত?
ক. ইন্দিরা গান্ধী
খ. বেগম খালেদা জিয়া
গ. আংসান সুকী
ঘ. মার্গারেট থ্যাচার
- ‘সার্পেন্ট অব দি নাইল’ নামে পরিচিত কে?
ক. মার্গারেট থ্যাচার
খ. রানী ক্লিওপেট্টা
গ. রানী প্রথম এলিজাবেথ
ঘ. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
- ‘লিটল কর্পোরেল’ কার উপাধি?
ক. লাল বাহাদুর শাস্ত্রী
খ. সাদা বাহাদুর শাস্ত্রী
গ. আল খাওয়াজমি
ঘ. নেপোলিয়ান বেনপোর্ট
- ভারতের প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুল আবেদীন আবদুল কালাম কি নামে বহুল পরিচিত?
ক. গোল্ডেন ম্যান
খ. মিসাইল ম্যান
গ. হিরু অফ ইন্ডিয়া
ঘ. ভারতরত্ন
- ‘মিডিয়া মোগল’ হিসবে পরিচিত-
ক. রূপার্ট মারডক
খ. বিল গেটস
গ. টাটা
ঘ. রকফেলার
- ইন্টারন্যাশনাল সুপার স্টার কাজে অভিতিহ করা হয়েছে?
ক. উইলিয়াম শেক্সপিয়ার
খ. আইজ্যাক নিউটন
গ. উইনস্টোন চার্চিল
ঘ. চার্লস ডারউইন
- Daughter of the East কাকে বলা হয়?
ক. বেনজির ভুট্টো
খ. অং সান সূচী
গ. ইন্দিরা গান্ধি
ঘ. সরোজিনী নাইডু
- কোন রাজনীতিবিদের উপাধি ‘দেশবন্ধু’?
ক. সুভাষ চন্দ্র বসু
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. চিত্তরঞ্জন দাস
ঘ. শরৎচন্দ্র বসু
- কে ‘ডেজার্ট ফক্স’ নামে পরিচিত?
ক. আনোয়ার সাদাত
খ. কামাল আতাতুর্ক
গ. মার্শাল টিটো
ঘ. ফিল্ড মার্শাল রোমেল
- জনগণের ভোটে নির্বাচিত প্রথম মহিলা সরকার প্রধানের নাম-
ক. শ্রীমাভো বন্দরনায়েক
খ. ইন্দিরা গান্ধী
গ. মার্গারেট থ্যাচার
ঘ. গোল্ডা মেয়ার
- বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে?
ক. ইন্দিরা গান্ধী
খ. চন্দ্রিকা কুমারাতুঙ্গা
গ. শ্রীমাভো বন্দরনায়েকে
ঘ. বেনজির ভুট্টো
- মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
ক. হাসান আশরাবী
খ. বেনজির ভুট্টো
গ. বেগম খালেদা জিয়া
ঘ. বেগম ফাতেমা জিন্নাহ
- মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকার-
ক. মালিদা লৌদী
খ. ফাহমিদা মির্জা
গ. ফাহমিদা নবী
ঘ. ফাহমিদা ইসলাম
- মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা কোন সালে ভোটাধিকার পান?
ক. ১৯২০
খ. ১৯২১
গ. ১৯২২
ঘ. ১৯২৩
- যে রাষ্ট্রের মহিলাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক-
ক. তুরস্ক
খ. সুইডেন
গ. সুইজারল্যান্ড
ঘ. ইসরায়েল
- First women Prime Minister in the world- অথবা, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
ক. বেনজির ভুট্টো(Benazir Bhutto)
খ. খালেদা জিয়া(Khalada Zia)
গ. শেখ হাসিনা(Sheikh Hasina)
ঘ. শ্রীমাভো বন্দরনায়েক(Sirimavo Bandaranaike)
- কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
ক. ভারত
খ. যুক্তরাজ্য
গ. ইসরাইল
ঘ. শ্রীলংকা
- Women of which country first attained the right to vote?/ অথবা, কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
ক. বার্মা(Bahama)
খ. নরওয়ে(Norway)
গ. সুইডেন(Sweden)
ঘ. নিউজিল্যান্ড(New Zealand)
- ‘যে সমাজে বাস করে না সে হয় পশু ন হয় দেবতা।’ উক্তিটি কার?
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. জনলক
ঘ. রুশো
- ‘মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব’ উক্তিটি কার?
ক. সক্রেটিসের
খ. প্লেটোর
গ. এরিস্টটলের
ঘ. রুশোর
- ‘ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র।’ উক্তিটি কার?
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. হবস
ঘ. প্যারেটো
- Man is born free, but is everywhere in chains-কার উক্তি?
ক. রুশো
খ. ভলতেয়ার
গ. কাল মার্কস
ঘ. জেএসমিল
- ‘জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী’ উক্তিটি কার?
ক. কার্লমার্কস
খ. হিটলার
গ. রুশো
ঘ. প্লেটো
- ‘গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি কার?
ক. মিল
খ. প্লেটো
গ. এরিস্টটল
ঘ. লর্ড ব্রাইস
- Justice Delayed is Justice Denied-কার উক্তি?
ক. Lord Atkin
খ. Disraeli
গ. Churchil
ঘ. Gladstone
- কে বলেছেন ‘কাপুরুষেরা মরার আগে বহুবার মারা যায়, সাহসীরা একবার মৃত্যুবরণ করে’।
ক. উইলিয়াম শেক্সপিয়ার
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. উইনস্টন চার্চিল
ঘ. অলিভার গোল্ডস্মিথ
- ‘যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন’-এটি কার উক্তি?
ক. সালজার
খ. ফ্রান্স
গ. হিটলার
ঘ. মুসোলিনী
- ‘শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি’ বলেছেন-
ক. টিএইচ গ্রিন
খ. টিএইচ ব্রাউন
গ. অ্যারিসস্টল
ঘ. প্লেটো
- ‘নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে’-এ বিধির নাম কী?
ক. ফিশারের বিধি
খ. গেসামের বিধি
গ. বেনহামের বিধি
ঘ. এডাম স্মিথের বিধি
- ‘দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর” উক্তিটি-
ক. হযরত মুহম্মদের (সাঃ)
খ. হযরত আলীর (রাঃ)
গ. লোকমান হাকিমের
ঘ. হযরত শেখ সাদীর (রাঃ)
- Man is the measure of all things, উক্তিটি কার?
ক. প্রোটাগোরাস
খ. জর্জিয়াস
গ. স্বামী বিবেকানন্দ
ঘ. আল্লামা ইকবাল
- ‘Impossible is a word to be found in a fool’s dictionary’- who said this?
ক. Che Guevara
খ. Plato
গ. Einstine
ঘ. Napoleon
- ‘He prayethbest who loveth best, both man and bird and beast’- who told it?
ক. Coleridge
খ. Bernard Shaw
গ. Morely
ঘ. Browning
- ‘Poets are the unacknowledged legislature of the world’- who told it?
ক. Browning
খ. Tennyson
গ. Shelley
ঘ. Byron
- ‘দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়’- বলেছিলেন
ক. আব্রাহাম লিংকন
খ. আইজাক নিউটন
গ. বাট্রান্ড রাসেল
ঘ. পন্ডিত নেহেরু
- ‘এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয়না’- বলেছিলেন
ক. উইনস্টোন চার্চিল
খ. নেপোলিয়ান বোনাপোর্ট
গ. বিসমার্ক
ঘ. কার্ল মার্কস
Answer
1. গ | 10. ক | 21. ঘ | 31. ক |
2. গ | 11. গ | 22. খ | 32. খ |
3. খ | 13. ক | 23. গ | 33. ক |
4. ঘ | 14. গ | 24. খ | 34. ক |
5. খ | 15. খ | 25. ক | 35. ঘ |
6. ঘ | 16. খ | 26. গ | 36. ক |
7. খ | 17. ক | 27. ঘ | 37. গ |
8. ক | 18. ঘ | 28. ঘ | 38. ঘ |
9. ক | 19. ঘ | 29. ক | 39. ঘ |
12. ঘ | 20. ঘ | 30. গ |
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS