Share:

সংবিধান

১. গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশের সর্বোচ্চ আইন কি  –  সংবিধান

২. বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল ৩৪জন।

৩. সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে –  সুরঞ্জিত সেনগুপ্ত

৪. সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে –  বেগম রাজিয়া বানু।

৫. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম ১২ অক্টোবর ১৯৭২ তারিখে গণপরিষদে উত্থাপিত হয়।

৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।

৭. বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের –  ভুটান (বড় ভারতের)

৮. সংবিধান দিবস পালিত হয় কবে-  ৪ নভেম্বর

৯. সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা কারক সুপ্রিম কোর্ট।

১০. বাংলাদেশের সংবিধান কোন দেশের সংবিধানের আলোকে রচিত –  ভারত ও ব্রিটেন

১১. গণপরিষদের কততম অধিবেশনে সংবিধান উত্থাপিত হয় –   ২য় অধিবেশনে

১২. বাংলাদেশে কি ধরণের রাষ্ট্রীয় ব্যাবস্থা প্রচলিত –  সার্বভৌম প্রজাতন্ত্র

১৩. বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়।

১৪. বাংলাদেশ সংবিধানে মোট কয়টি ভাগ আছে –  ১১ টি

১৫. সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার উল্লেখ আছে –  ৩য় ভাগে

১৬. সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে –  ১৫৩টি

১৭. বাংলাদেশের সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে এবং শেষ হয়েছে তফসিল দিয়ে।

১৮. সংবিধানের কোন কোন অংশ সংশোধনের জন্য গণ ভোটের প্রয়োজন হয় –   সংবিধানের প্রস্তাবনা এবং ৮, ৪৮ ও ৫৬ নং অনুচ্ছেদ।

১৯. সাংবিধানিক সংস্থা কি –  যেসব প্রতিষ্ঠান সংবিধানের সুনির্দিষ্ট বিধিমতে গঠিত সেগুলোকেই সাংবিধানিক সংস্থা বলে। যেমন-নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকারী কর্মকমিশন

২০. বাংলাদেশের সংবিধানের রূপ কয়টি –  ২টি (বাংলা ও ইংরেজি)

২১. জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়? – ২৮ জানুয়ারী’১৯৮২

 

মূলনীতি ও মৌলিক অধিকার

২৩. সংবিধানে জাতীয় বিষয়াবলীর উল্লেক আছে –  ৪নং অনুচ্ছেদে

২৪. রাষ্ট্র পরিচালনার মূলনীতি রয়েছে সংবিধানের –  ৮নং অনুচ্ছেদে

২৫. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার’ এর নিশ্চায়তা দেয়া আছে –  অনুচ্ছেদ-১১

২৬. সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক শ্রমিক মুক্তির কথা বলা আছে –  ১৪

২৭. বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে ‘ সকল সময়ে – – – চেষ্টা করা প্রজাতন্ত্রেও কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য’ শূন্যস্থানে –  জনগণের সেবা করবার।

২৮. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত –  ২৭নং

২৯. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদেও অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় –  ২৮(৪)

 

নির্বাহী বিভাগ (৪৮-৬৩)

৩০. সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায় মুক্তির কথা বলা আছে –  ৫১

৩১. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বিচারপতি সাহাবুদ্দিন ভার প্রাপ্ত প্রেসিডেন্ট হন –  ৫১(৩)

৩২. সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতির অভিসংশন (ইমপিচমেন্ট) সম্ভব –  ৫২ অনুচ্ছেদের ৫ দফা অনুসারে (স্পিকারকে উদ্দেশ্য করে অভিযোগ প্রস্তাব লিখতে হয়)

৩৩. সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিযুক্ত করেন।৫৬(২)নং

৩৪. বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবার সর্বনিম্ম বয়স ৩৫ বছর।

৩৫. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের কোন অনুচ্ছেদে আছে –  ৫৮ নং অনুচ্ছেদ

 

আইন সভা (৬৪-৯৩)

৩৬. সংবিধানের কত দফার প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের আহ্বান করেন –  ৭০(১)

৩৭. ন্যায়পালের নিয়োগের বিধান কত অনুচ্ছেদে –  ৭৭নং

৩৮. বাংলাদেশ গণ পরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন –  মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ

৩৯. গণ পরিষদের প্রথম অধিবেশন কবে বসে –  ১ এপ্রিল’৭২

৪০. সংসদ ভবনে সংসদ সদস্যদের আসন সংখ্যা কত –  ৩৫৪টি

৪১. জাতীয় সংসদ ভবনের স্থাপতি লুই আই কান (মার্কিন)।তার মৃত্যুর পরব বাকী কাজ শেষ করেন হ্যারি এস পালম ব্লুম।

৪২. জাতীয় সংসদ ভবন শেরেবাংলা নগরে অবস্থিত।

৪৩. জাতীয় সংসদ ভবনের নির্মাণ ব্যয় ১৯৭ কোটি টাকা।

৪৪. জাতীয় সংসদ ভবন ২১৫ একর জমির ওপর অবস্থিত।

৪৫. জাতীয় সংসদ ভবন ৯তলা বিশিষ্ট। সংসদ ভবনের উচ্চতা ১৫৫ফুট ৮ইঞ্চি। সংসদ কক্ষের উচ্চতা ১১২ ফুট।

৪৬. সংসদ ভবনের উদ্ভোধন করেন কে –  সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার (২৮ ফেব্রুয়ারী’১৯৮২)।

৪৭. জাতীয় সংসদের ইংরেজি নাম কি –  House of the Nation

৪৮. সংসদে কাস্টিং ভোট কি –  স্পিকারের ভোট

৪৯. বহুদলের অংশগ্রহনের ভিত্তিতে দেশে প্রথম নির্বাচন হয় –  ১৯৭৯ সালে

৫০. বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন –  ৬ আগস্ট’ ১৯৯১

৫১. জাতীয় সংসদে এ পর্যন্ত কয়জন বিদেশী রাষ্ট্রপ্রধান বতৃতা করেন –  ২জন (মার্শাল টিটো ও ভারতের সাবেক প্রেসিডেন্ট ভি ভি গিরি)

৫২. ৬ষ্ঠ সংসদের মেয়াদ কত দিন ছিল –  ১২ দিন

৫৩. জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতার মর্যাদা হল –  প্রতিমন্ত্রীর

৫৪. কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন –  তাজ উদ্দিন আহমেদ

৫৫. বেসরকারি বিল কাকে বলে –  সংসদ সদস্যদের উত্থাপিত বিল

৫৬. বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল’ ১৯৭২ সালে। গণপরিষদেরপ্রথম স্পিকার ছিলেন শাহ আবদুল হামিদ।

৫৭. জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মো: উল্যাহ।

৫৮. যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো প্রথম বিদেশী যিনি জাতীয় সংসদে ভাষণ দেন (৩১.০১.১৯৭৪)।

৫৯. জাতীয় সংসদের আসন সবচেয়ে বেশি ঢাকায়।

৬০. জনগণের সরাসরি ভোটে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৮ সালে।

৬১. সংসদের রীতি অনুযায়ী বাজেট অধিবেশন দীর্ঘ হয়।

৬২. ন্যামগ্রীন হল ঢাকায় জাতীয় সংসদ সদস্যদের বাসভবন।

৬৩. বাংলাদেশের শাসনতন্ত্রে জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য ৩৯টি Standing Committee  গঠন করার বিধান রয়েছে।

৬৪. প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় –  ৭ মার্চ ১৯৭৩

৬৫. প্রথম রাষ্ট্রপতি নির্বাচন –  ১৯৭৮ সালে

৬৬. স্বাধীনতার পর দেশের নির্বাচনী এলাকা পুনঃনির্ধারন হয়েছে –  ৫ বার

 

আইন

১. মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় ১৯৫০ সারে।

২. যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় ১৯৮০ সালে।

৩. মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় ১৯৬১ সালে।

৪. পারিবারিক আদালক অর্ডিন্যান্স জারি করা হয় ১৯৮৫ সালে।

৫. গ্রাম আদালত আইন কত সালে পাস হয়?- ১৯৭৬ সালে

৬. জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়? – ১৯৮০

৭. বাংলাদেশে শিশু আইন প্রণীত হয়?-  ১৯৭৪ সালে

৮. জাতীয় শিশুনীতি গৃহীত হয় ১৯৯৪ সারে।

৯. জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক বিল উত্থাপিত হয় ?- ২১মার্চ’১৯৯৬

১০. তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয় –  ২৭ মার্চ ১৯৯৬

১১. এসিড অপরাধ দমন আইন’০২ পাস হয়-  ১৭মার্চ’২০০২

১২. জননিরাপত্তা (বিশেষ বিধান) রহিতকরণ বিল পাস হয়-  ২ এপ্রিল’২০০২

১৩. দ্রুত বিচার আইন প্রবর্তিত হয় কত সালে-  ২০০২ সালে (পাস হয় ৯এপ্রিল ২০০২সালে)

১৪. জন্ম-মৃত্যু নিবন্ধন আইন সংসদে পাস হয় কবে-  ২ ডিসেম্বর’০৪

১৫. জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত (বা কার্যকর) হয়-  ১ সেপ্টেম্বর’০৮

১৬. নাগরিকত্ব (সংশোধন) ২০০৯ পাস হয়-  ৩ মার্চ

১৭. কোন মন্ত্রণালয় প্রথম ই-টেন্ডার চালু কওে –  ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর (৪ অক্টোবর’০৯)

১৮. তথ্য অধিকার বিল ২০০৯ পাস হয় কবে-  ২৯ মার্চ’২০০৯

১৯. তথ্য অধিকার আইন কবে কার্যকর হয়-  ১ জুলাই’০৯

২০. ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ কবে জাতীয় সংসদে পাশ হয়?-   ১ এপ্রিল’২০০৯

২১. মোবাইল কোর্ট আইন ২০০৯ সংসদে পাস হয় কবে –  ৪ অক্টোবর’০৯

২২. উপজেলা পরিষদ (রহিতকরণ আইন পুনঃ প্রচলন ও সংশোধন) বিল ২০০৯ পাস হয়-  ৬ এপ্রিল’০৯

২৩. মাধ্যমিক পর্যায়ে দরিদ্র ছাত্রদেও জন্য উপবৃত্তি চালু হয় কবে-  জুলাই ২০০৯

২৪. মানবাধিকার কমিশন বিল ২০০৯ পাস হয়-  ৯ জুলাই

 

বিচার বিভাগ (৯৪-১১৭)

৬৯. রাষ্ট্রপতি সংবিধানের কত নং অনুচ্ছেদ ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন-   ৯৮

৭০. রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিমকোর্টের পরামর্শ চাইতে পারে-  ১০৬

৭১. সুপ্রিম কোর্টেও ডিভিশন ২টি আপিল বিভাগ  ও হাইকোর্ট বিভাগ

৭২. সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে বাংলাদেশের বিচার বিভাগীয় পদে কমপক্ষে ১০ বছর দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হয়।

৭৩. বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা।

৭৪. ক্ষমতা অনুযায়ী ম্যাজিস্ট্রেটগণ-  তিন শ্রেণীর

৭৫. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে-  এ এস এম সায়েম

৭৬. আমিকাস কিউরিয়াই’ কোন ভাষার শব্দ-  ল্যাটিন (অর্থ Friend of Court)

 

নির্বাচন

১. সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা বিষয়ক বিধান রয়েছে-  ১১৮নং

২. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংবিধানের কত অনুচ্ছেদে রয়েছে-  ১১৯নং (২০০৮ সালে ১৩৩টি আসনের সীমানা পূনঃনির্ধারণ করা হয়) (বর্তমানে ঢাকার আসন ২০টি)

৩. নির্বাচন কমিশনের কার্যাবলী/দায়িত্ব উল্লিখিত আছে-  ১১৯(১) ও (২) নং

৪. স্বাধীনতার পর ৫বার নির্বাচনী এলাকার সীমানা পুননির্ধারিত হয় (৭২,৭৬,৭৮,৮৪ এবং ২০০৮ সাল)।

৫. ভোটার তালিকা তৈরির বিধান রয়েছে-  ১২১নং

৬. ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে-  ১২২ নং

৭. প্রধান নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি।

৮. সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন কতজন কমিশনার নিয়ে গঠিত হবে-  অনির্ধারিত

৯. জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ কোন সংস্থার অধীন? –  বাংলাদেশ নির্বাচন কমিশন

১০. স্বাধীন নির্বাচন কমিশনের যাত্রা শুরু –  ৫ মার্চ’২০০৭

১১. জাতীয় পরিচয়পত্রের মেয়াদকাল কত –   ১৫ বছর

১২. জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষ’ কোন সংস্থার অধীন-  বাংলাদেশ নির্বাচন কমিশন

 

সংশোধনী

১. বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য হল –  ৯৩ হাজার যুদ্ধবন্ধীর বিচার অনুষ্ঠান।

২. সংবিধানের ৫ম সংশোধনী বিল পাস হয় কবে –  ৫ এপ্রিল, ১৯৭৯

৩. দ্বাদশ সংশোধনী –  সংসদীয় পদ্দতির সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়।

৪. ত্রয়োদশ সংশোধনী বিল পাস হয় কবে –  ২৭ মার্চ’৯৬ (তত্ত্বাবধায়ক সরকার)

 

চুক্তি

৩০. পাবর্ত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ২ ডিসেম্বর, ১৯৯৭ সালে। পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মেয়াদ ৫ বছর। শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা কত? –  ২২জন

৩১. বাংলাদেশ-থাইল্যান্ড অপরাধী বহিঃসম্পর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭/১৯৯৮ সালে।

৩২. বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ১৬মে ১৯৭৪ সারে।

 

নারী ও শিশু

১. বাংলাদেশে কিশোর অপরাধী বলা হয় ৯-১৬ বয়সী কিশোর-কিশোরীদের।

২. বাংলাদেশের পারিবারিক আদালদের আওতায় পড়ে বিবাহ বিচ্ছেদ, শিশুর অভিভাবকত্ব, দেনমোহর।

৩. বাংলাদেশের প্রথম ভ্রাম্যমান শিশুপার্কের নাম আনন্দঘুর্নী।

৪. বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্র টঙ্গীতে অবস্থিত।

৫. জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র অবস্থিত –  কোনাবাড়ি, গাজীপুর

৬. বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠিত হয় ১৫ জুলাই ১৯৭৭ সালে।

৭. ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা ১০%।