বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য (Economics and Commerce of Bangladesh)
Category: Bangladesh
Posted on: Tuesday, September 19, 2017
১. বাংলাদেশের মাথাপিছু বার্ষিক গড় আয় কত-
২. বাংলাদেশ ১৯৯১ সালে মুক্ত বাজার অর্থনীতি চালু করে।
৩. বাংলাদেম সবচেয়ে বেশী বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে।
৪. বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য অর্জন করে জাপান থেকে।
৫. বাংলাদেশ মাছ রপ্তানীতে বিশ্বে ৭ম।
৬. সার্কভুক্ত মালদ্বীপের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নেই।
৭. মেঘালয় থেকে কয়লা আমদানী করা হয় সিলেটের তামাবিল সীমান- দিয়ে।
৮. বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকে সভাপতিত্ব করে বিশ্বব্যাংক, বাংলাদেশ উন্নয়ন ফোরাম (এইডক্লাব)। সদস্য দেশ ১৫টি।
৯. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্স আয় হয়- মূল্য সংযোজন কর (বিক্রয় করের বিকল্প কর)।
১০. বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
১১. বাংলাদেশের অর্থনৈতিকনীতি নির্ধারন এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান- সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ (ECNEC)।
১২. অর্থনীতিতে ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা অ্যাডাম স্মিথ।
১৩. বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমান নির্ধারণকারী সংস্থা হচ্ছে – বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম।
১৪. যে কার্যবিধিমালা অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যাবলী বণ্টন করা হয় তাকে বলে রুরস অব বিজনেস।
১৫. এইড ক্লাবের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে – বাংলাদেশ উন্নয়ন ফোরাম
১৬. ব্যবসায়ের দক্ষতা ও কার্যকারিতার মাপকাঠি হলো – মুনাফা
১৭. কম দামে পন্য বিক্রয় করে বিদেশী বাজার দখল করার কৌশলকে বলে – ডাম্পিং
১৮. ৫ম পঞ্চবার্ষিক পরিকল্পনার ব্যাপ্তিকাল কত ছিল – ১৯৯৭-২০০২সাল
১৯. পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক কে – স্ট্যালিন
২০. দেশে নূন্যতম কতদিনের জ্বালানী তেলের চাহিদা সংকুলান থাকে – ৫০ দিনের
২১. কোর ফুড বাস্কেট কি – নিত্য প্রয়োজনীয় ৯ টি পণ্য
২২. Board of investment was established in – 1989
২৩. এয়ার লাইনার কি – বিমানযোগে দ্রব্যাদি পরিবহন
২৪. The largest mom-traditional export item of Bangladesh – Shrimp.
স্টক এক্সচেঞ্জ
১. ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভূক্ত দুর্বল মৌলভিত্তির ‘জেড’ শ্রেণীভুক্ত নিষ্ক্রিয় বা তুলনামূলক মন্দ কোম্পানীগুলোর শেয়ার লেনদেনের জন্য পৃথক বাজার ব্যবস্থা চালু হয় তার নাম – OTC (ওভার দ্য কাউন্টার)
২. SEC was established – 1995
মুদ্রা
১. বাংলাদেশে নোট প্রথা চালু হয় ৪ মার্চ ১৯৭২ সালে।প্রথম ছাড়া হয় ১টাকা ও ১০০টাকার নোট।
২. উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন লর্ড ক্যানিং, ১৮৫৭ সালে।
৩. বাংলাদেশের একমাত্র সিকিউরিটি প্রিন্টিং প্রেস গাজীপুরে অবসি’ত। সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত প্রথম নোট ১০টাকার নোট।
৪. বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১টাকার (নতুন) ধাতব মুদ্রা চালু ৯মে ১৯৯৩ সালে।
৫. ১ টাকা ও ২টাকার নোটে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
৬. ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
৭. মুদ্রা অবমূল্যায়নের প্রথম কারণ রপ্তানী বৃদ্ধি করা।
৮. বাংলাদেশে এক হাজার টাকার নোট বাজারে ছাড়া হয় কবে – ২৭ অক্টোবর’০৮
৯. ১০০ টাকার নোটের জলছাপ কি – শাপলা ফুল
১০. বাংলাদেশের প্রথম টাকা ও ধাতব মুদ্রা এবং ডাকটিকেটের নকশাকার কে – কেজি মুস্তফা
অন্যান্য
১. কোম্পানীর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হবার পরবর্তী সাধারণ সভা অনধিক ১৫ মাসের মধ্যে আহ্বান করতে হয়।
২. একমালিকানা কারবারের শেষে লিখা হয় এন্ড কোং।
৩. চেকের বৈধতার মেয়াদ ৬মাস।
৪. বাংলাদেশের সমবায় সমিতির প্রবর্তক আখতার হামিদ খান।
৫. ঢাকা স্টক এক্সচেঞ্জ কবে গঠিত হয়? -২৮-০৪-১৯৫৪
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS