GRE Big Book, অনেকেই বলেন, যে ভাই কিভাবে পড়ব বইটা?
Category: General
Posted on: Tuesday, September 19, 2017
GRE big book, অনেকেই বলেন, যে ভাই কিভাবে পড়ব বইটা? প্রথমেই বলি এই বইটার একটাই edition. যেটাতে ২৭ সেট প্রশ্ন দেয়া আছে । আর বাজারে দুইটা ভাগে বাংলাসহ যে বই পাওয়া যায়, সেটা হল আমাদের দেশের কোনো ব্যাক্তির লেখা ।
আপনি কস্ট করে যেটাতে ২৭ সেট প্রশ্ন দেয়া আছে, সেটা কিনবেন । আর বাংলাসহটা কিনতে পারেন, সেটা আপনার অভিরুচি ।
এবার বইটা হাতে নিন । দেখবেন ২৭ সেট প্রশ্ন দেয়া আছে । প্রতিটি প্রশ্ন আবার ৬টি সেকশন এ বিভক্ত । যেকোন এক সেট প্রশ্ন বের করে তার একেবারে শেষে গিয়ে দেখুন, একটা solution দেয়া আছে । দেখবেন, solution এর page এ তিনটি ভাগ আছে । verbal, quantitative and analytical. এবার analytical সেকশন এ যান । দেখুন, দুইটা ভাগ আছে । প্রতিটি
ভাগে দেখবেন ২৫ টা প্রশ্ন দেয়া আছে । এবার কস্ট করে যে কোন একটা ভাগের প্রশ্ন বের করুন । এখানে দেখবেন কিছু গুচ্ছ প্রশ্ন দেয়া আছে । যেমন ১-৪, ৬-৯ এই টাইপের । এগুলই হল puzzle. মোট ১৯ টা পাবেন । আর বাকি ৬ টা হল critical reasoning. এইবভাবে analytical এর দুই সেট প্রশ্ন শেষ করুন ।
এবার যান quantitative section এ । এখানেও দুইটা অংশ আছে । প্রতিটি অংশের ১৬-২০ ও ২৬-৩০ এই ম্যাথ গুলো পড়বেন । প্রতিটিই সেকশনে দেখবেন একটা করে graph type ম্যাথ আছে । যারা BIBM নিয়ে আগ্রহী, তারা পড়তে পারেন । ১-১৫ এর ম্যাথ গুলো পরার দরকার নেই ।
এবার verbal part এ আসুন । এর যেকোন একটা সেকশন দেখুন । দেখবেন, ৩৮ টা প্রশ্ন আছে । ১-৭, এই প্রশ্ন গুলো হল এক একটি হীরার টুকরা, পারলে মুখস্ত করে ফেলুন । কমন পাবেন অনেক এক্সামে । এর পরে কয়েকটা analogy দেয়া আছে । এগুলো অতটা important না । চাইলে পড়তে পারেন । ২৮-৩৮ এর প্রশ্ন গুলোর পারলে প্রতিটি word মুখস্ত করে ফেলুন ।
এভাবে পুরো বইটা পড়লে কি হবে?
you will have no problem in verbal section, will find 45% of math preparation finished, full analytical mark পাওয়ার সম্ভবনা ।
এই বই থেকে IBA (BBA, MBA) BIBM(MBM, EMBM) অনেক প্রশ্ন এসেছে
[Collected]
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS