বাংলাদেশের ইতিহাস : ব্রিটিশ আমল
Category: Bangladesh
Posted on: Tuesday, September 19, 2017
১. তেভাগা আন্দোলনের নেত্রী- ইলামিত্র
২. ফকির সন্যাসীদের শক্তঘাঁটি ছিল- উত্তরবঙ্গে। সন্যাসীদের উল্লেখযোগ্য নেতা- ভবানী পাঠক
৩. মুসলমানদেও মধ্যে কে সর্বপ্রথম বঙ্গীয় আইন পরিষদের সদস্য মনোনীত হন- নবাব আবদুল লতিফ
৪. সত্যগ্রহ আন্দোলন: শুরু করেন- মহাত্মা গান্ধী। বাংলাদেশের কোন অঞ্চলে সত্যগ্রহ আন্দোলন খুবই শক্তিশালী ছিল – মুন্সিগঞ্জ ও পটুয়াখালী।
৫. অহিংসা ও অসহযোগ আন্দোলন: এর জনক মহাত্মা গান্ধী।
৬. মুসলিম সাহিত্য সমাজ: এর প্রতিষ্ঠাতা নওয়াব আবদুল লতিফ।
৭. মুসলিম লীগ: নবাব সলিমুল্লাহ’র উদ্যোগে প্রতিষ্ঠিত।
৮. ফরায়েজী আন্দোলন: প্রবর্তন করেন হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। তিনিই প্রথম বাংলার মুসলমান যিনি পলাশীর পরাধীনতায় মুসলমানদের চরম অবনতির কথা উপলব্ধি করেন। তার মৃত্যুর পর দুদু মিয়া ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। দুদুমিয়া আন্দোলনকে সশস্র সংগ্রামেরূপ দেন। দুদুমিয়ার উক্তি জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী।
৯. কোন কলেজকে প্রেসিডেন্সী করেজে রূপান্তরিত করা হয়- হিন্দু কলেজ।
১০. স্বরাজ দলের নেতা ছিলেন- চিত্তরঞ্জন দাস
১১. আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন- নেতাজী সুবাষচন্দ্র বসু
১২. প্রতাপাদিত্য কোন অঞ্চলের জমিদার ছিলেন- যশোর-খুলনা
১৩. সতীদাহ প্রথা বিলোপ করেন- বেন্টিঙ্ক
১৪. ভারত বন্ধু নামে পরিচিত ছিলেন যে ভাইসরয়- লর্ড রিপন
১৫. পাঁচশালা বন্দোবস্ত দেন হেস্টিংস।
১৬. বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা একে ফজলুল হক। তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব করেন। কোলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র- শেরে বাংলা একে ফজলুল হক
১৭. অখন্ড বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৮. কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন- ব্যাঙালি ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৯. ব্রিটিশ পার্লামেন্টের ভারতীয় উপমহাদেশের প্রথম সদস্য কে ছিলেন- দাদা ভাই নওরোজী
২০. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন- ব্যামফিল্ড ফুলার
২১. কলকাতা য় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কবে- ১৭৫৩ সালে (নাম দ্য প্লে হাউজ)
২২. পানিপথের ৩য়যুদ্ধ অনুষ্ঠিত হয় ১৭৬১ সালে আহমেদ শাহ আবদালী জবী’র সাথে মারাঠাদের।
২৩. রবার্ট ক্লাইভ বাংলা, বিহার ও উড়িয্যার দেওয়ানী লাভ করে ‘দ্বৈত শাসন ব্যবস্থা’ চালু করেন ১৭৬৫ সালে। ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থার কুফল ছিয়াত্তরের মন্বন্তর যা বাংলা ১১৭৬ সালে হয়।
২৪. বাংলাদেশে নীল চাষ শুরু হয় কবে- ১৭৭৭ সালে
২৫. চিরস্থায়ী বন্দোবস- প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস ১৭৯৩ সালের ২২ মার্চ।
২৬. সতিদাহ প্রথা বিলুপ্ত হয় ১৮২৯ সালে।
২৭. তিতুমীরের বিদ্রোহ সংঘটিত হয়- ১৮৩১ সালে।তিনিই প্রথম বাঙ্গালী যিনি ১ম ঈস্ট ইন্ডিয়া কোম্পানীর বিরুদ্ধে অস্ত্র ধারন করে শহীদ হন। তার প্রকৃত নাম মীর নিসার আলী।
২৮. উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের (১৭৫৭-১৮৫৭) অবসান হয় কোন সালে? – ১৮৫৭ সালে
২৯. সিপাহী বিপ্লব: ১৮৫৭ সালের অভ্যুত্থানের রাজনৈতিক কারণ লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদ নীতি।সিপাহী বিপ্লব সংঘটিত হয় লর্ড ক্যানিংয়ের সময়ে। ব্যর্থতার কারণ সংগঠনের অভাব, উন্নত অস্ত্রের অভাব, অনৈক্যভাব। সিপাহী বিপ্লবের সময় প্রথম আত্মহতি দেন- মঙ্গল পান্ডে। সিপাহী বিদ্রোহের সূচনা হয়- পশ্চিমবাংলার ব্যারাকপুরে।ঢাকায় লালবাগ দুর্গে হয়।
৩০. ১৮৬৩ সালে মোহামেডান লিটারেরি সোসাইটি গঠন করেন- আবদুল লতিফ
৩১. লর্ড কার্জন: ব্রিটিশদের মধ্যে এদেশের উল্লেখযোগ্য শিক্ষা সংস্কারক।
৩২. কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন- ১৪ ফেব্রুয়ারী’১৯০৪ লর্ড কার্জন
৩৩. কার্জন হল কোন সালে নির্মিত হয়- ১৯০৪
৩৪. বঙ্গভঙ্গ: কার্যকর হয় ১৯০৫ সালে।লর্ড কার্জনের সময়ে।বঙ্গবঙ্গের মাধ্যমে পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ গঠিত হয়। বঙ্গভঙ্গ রদের ঘোসনা হয় ১৯১১ সালের ১২ডিসেম্বর। বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন লর্ড হার্ডিঞ্জ।বঙ্গবঙ্গের বিরুদ্ধে নেতৃত্ব দেন অরবিন্দু ঘোষ। বঙ্গভঙ্গকে সমর্থন জানায় – নবাব সলিমুল্লাহ
৩৫. স্বদেশী আন্দোলনের উৎস ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী গণজাগরণ (অরবিন্দু ঘোষ, রবীন্দ্রনাথ প্রমুখ নেতৃত্ব দেন)
৩৬. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ সালে।
৩৭. ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের দায়ে সূর্যসেনকে ১৯৩১ সালে ফাঁসি দেয়া হয়।
৩৮. পঞ্চাশের মন্বন-র’ হয়েছিল কবে – ১৯৪৩ সালে
৩৯. ‘ভারত স্বাধীনতা আইন’ পাস হয় কবে – ১৮ জুলাই, ১৯৪৭ সালে মুসলিম লীগ ও কংগ্রেসের সম্মতিতে
৪০. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মুহাম্মদ আলী জিন্নাহ। ১৯৪৭ সালের ১৪ আগস্ট দ্বিজাতি তত্ত্বের (স্বতন্ত্র সত্তা ও আত্মনিয়ন্ত্রণাধীনের) ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।
৪১. ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিল তার নাম – জুম্মা খান।
৪২. ভারত-পাকিস্তান বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন- এটলি
৪৩. উপমহাদেশের সর্বশেষ গর্ভনর জেনারেল ছিলেন- লর্ড মাউন্ট ব্যাটেন (তিনি স্বাধীন ভারতের প্রথম গর্ভনর জেনারেল)।
৪৪. উপমহাদেশের মুসলমানদের মধ্যে সর্বপ্রথম রাজনীতির শিক্ষা বিস্তার করেন সৈয়দ আমীর আলী।
৪৫. মহাত্মা গান্ধী বাংলাদেশের নোয়াখালী জেলায় সফর করেছিলেন।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS