বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, উচ্চতম, শ্রেষ্ঠতম
Category: Bangladesh
Posted on: Tuesday, September 19, 2017
বাংলাদেশের বৃহত্তম
* বৃহত্তম সমুদ্র বন্দর- চট্টগ্রাম সমুদ্র বন্দর।
* বৃহত্তম মসজিদ হচ্ছে বায়তুল মোকাররম মসজিদ।
* বৃহত্তম জাদুঘর- জাতীয় জাদুঘর।
* বৃহত্তম বিমান বন্দর হচ্ছে- হযরত শাহজালাল বিমান বন্দর।
* বৃহত্তম গ্রন্থাগার হচ্ছে- পাবলিক লাইব্রেরী।
* বৃহত্তম পার্ক রমনা পার্ক
* বৃহত্তম উদ্যান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান।
* বৃহত্তম রেলওয়ে জাংশন হচ্ছে ঈশ্বরদী জাংশন।
* বৃহত্তম বাঁধ- কাপ্তাই।
* বৃহত্তম পানি সেচ প্রকল্প- তিস্তা প্রকল্প।
* বৃহত্তম বিল- চলন বিল।
* বৃহত্তম শহর- ঢাকা।
* বৃহত্তম রেল স্টেশন- কমলাপুর রেল স্টেশন
* বৃহত্তম কাগজ কল- খুলনা নিউজপ্রিন্ট মিল।
* বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র- ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র
* বৃহত্তম দ্বীপ- ভোলা
* বৃহত্তম গ্রাম- বানিয়াচং (এশিয়ার বৃহত্তম)
* বৃহত্তম বিভাগ- চট্টগ্রাম।
* বৃহত্তম সার কারখানা (সরকারী)- যমুনা সার কারখান, জামালপুর
* বৃহত্তম সার কারখান (বেসরকারী)- কাফকো, চট্টগ্রাম
* বৃহত্তম হাসপাতাল- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
* বৃহত্তম স্টেডিয়াম- জাতীয় স্টেডিয়াম।
* বৃহত্তম ব্যাংক- বাংলাদেশ ব্যাংক
* বৃহত্তম সিনেমা হল- মণিহার (যশোর)
* বৃহত্তম বাণিজ্যিক জাহাজ- বাংলার দূত
* বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র- কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র।
* বৃহত্তম গ্যাস ক্ষেত্র- তিতাস, ব্রাহ্মণবাড়িয়া
* বৃহত্তম হোটেল- সোনারগাঁও
* বৃহত্তম জেলা- রাঙ্গামাটি (৬১১৬ বর্গ. কি.মি)
* বৃহত্তম থানা (আয়তনে) – শ্যামনগর (সাতক্ষীরা)
* বৃহত্তম বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয়
* বৃহত্তম বনভূমি (একক)- সুন্দরবন।
* বৃহত্তম বনভূমি (যৌথ)-চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
* বৃহত্তম চিড়িয়াখান- মিরপুর চিড়িয়াখান
* বৃহত্তম নদ- বৃহ্মপুত্র।
* বৃহত্তম পাহাড়- গারো পাহাড়।
* বৃহত্তম হাওড়- হাকালুকি, মৌলভী বাজার
* বৃহত্তম চক্ষু হাসপাতাল- চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
* বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল- সুন্দরবন
* বৃহত্তম তফসীল ব্যাংক- সোনালী ব্যাংক।
* বৃহত্তম সড়ক সেতু- যমুনা সেতু।
* বৃহত্তম রেল সেতু- যমুনা সেতু (২য় হার্ডিঞ্জ ব্রীজ)
* বৃহত্তম ঘন্টা- রামুনাথ বৌদ্ধবিহার ঘণ্টা
* বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- খুলনা শিপউয়ার্ড
* বৃহত্তম অফিস- বাংলাদেশ সচিবালয়
* বৃহত্তম থানা (জনসংখ্যায়)- বেগমগঞ্জ, নোয়াখালী।
* বৃহত্তম স্মৃতিসৌধ- জাতীয় স্মৃতিসৌধ, সাভার।
* বৃহত্তম মন্দির- ঢাকেশ্বরী মন্দির
* বৃহত্তম সংস্কৃতি গবেষণা কেন্দ্র- বাংলা একাডেমী
* বৃহত্তম চিনিকল (আয়তন)- কেরু এন্ড কোং, দর্শনা, কুষ্টিয়া
* বৃহত্তম চিনিকল (উৎপাদনে) জয়পুরহাট চিনিকল
* বৃহত্তম বিভাগ (জনসংখ্যায়)- ঢাকা।
* বৃহত্তম জেলা (আয়তনে)- রাঙ্গামাটি (৬১১৬ বর্গ কি.মি)
* বৃহত্তম নদী (দৈর্ঘ্যে) সুরমা (৩৯৯ কি.মি)
* বৃহত্তম নদী (প্রশসে’) – মেঘনা
* বৃহত্তম মেডিকেল কলেজ- ঢাকা মেডিকেল কলেজ
* বৃহত্তম নৌ-বন্দর- নারায়ণগঞ্জ
* বৃহত্তম রেডিও স্টেশন- রামপুরা (ঢাকা)
* বৃহত্তম সমাধিস’ল- আজিমপুর, ঢাকা।
* বৃহত্তম শহীদ মিনার- কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।
* বৃহত্তম ই.পি.জেড- চট্টগ্রাম ই.পি.জেড
* বৃহত্তম যুদ্ধ জাহাজ- ডি ডব্লিউ ২০০০ এইচ (বিএনএস বঙ্গবন্ধু)
* বৃহত্তম বৈদ্যুতিক তার তৈরির কারখানা- ইষ্টার্ণ ক্যাবলস, চট্টগ্রাম
* বৃহত্তম সিগারেট কোম্পানি- বৃটিশ-আমেরিকান টোবাকো কোম্পানি (বিটিসি)
* বৃহত্তম পশু- হাতি।
ক্ষুদ্রতম
* বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন- সেন্টমার্টিন
* বিভাগ সিলেট (১২৫৯৬ বর্গ কি.মি)
* জেলা মেহেরপুর (৭১৬ বর্গ কি.মি)
* থানা (আয়তনে)- সূত্রাপুর/ কোয়াতলী, ঢাকা।
* ক্ষুদ্রতম থানা (জনসংখ্যায়)- রাজস’লী, রাঙামাটি।
* গ্যাস ক্ষেত্র- বেগমগঞ্জ,নোয়াখালী
* সেচ প্রকল্প- পি এন ডি সেচ প্রকল্প
* রেল ষ্টেশন- ফতেহাবাদ, চট্টগ্রাম
দীর্ঘতম
* বাংলাদেশের দীর্ঘতম নদ- ব্রহ্মপুত্র।
* দীর্ঘতম সড়ক সেতু- যমুনা সেতু।
* বাংলাদেশের তথা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে- কক্সবাজার সমুদ্র সৈকত।
* দীর্ঘতম সংসদ- সপ্তম জাতীয় সংসদ।
উচ্চতম
* বাংলাদেশের উচ্চতম বৃক্ষ হচ্ছে বৈলাম বৃক্ষ।
* বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ- তাজিন ডং (৪০৩৯ ফুট, ১২৩১ মিটার বান্দরবন)
* বাংলাদেশের উচ্চতম পাহাড়- গারো পাহাড়, ময়মনসিংহ।
* বাংলাদেশের উচ্চতম দালান- বাংলাদেশ ব্যাংক ভবন (নির্মাণাধীন সিটি সেন্টার, ৩৭ তলা)
* বাংলাদেশের উচ্চতম ভাস্কর্য- স্বাধীনতার সংগ্রাম, ঢাকা।
বাংলাদেশের শ্রেষ্ঠ
* শ্রেষ্ঠ কবি- কাজী নজরুল ইসলাম
* শ্রেষ্ঠ আধুনিক কবি- শামসুর রাহমান ও আল মাহমুদ
* শ্রেষ্ঠ মহিলা কবি- সুফিয়া কামাল
* শ্রেষ্ঠ ভাষাবিদ ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
* শ্রেষ্ঠ কার্টুনিষ্ট- রফিকুন্নবী (রণবী)
* শ্রেষ্ঠ চলচ্চিত্রকার- জহির রায়হান।
* শ্রেষ্ঠ স’পতি- এফ, আর, খান
* শ্রেষ্ঠ জাদুকর- জুয়েল আইচ
* শ্রেষ্ঠ দাবাড়– গ্রাণ্ড মাস্টার নিয়াজ মোর্শেদ
* শ্রেষ্ঠ সঙ্গীত সাধক- ওস্তাদ আলাউদ্দিন খাঁ
* শ্রেষ্ঠ পল্লী কবি- জসীম উদ্দীন
* শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী- অলক রায়
* শ্রেষ্ঠ সাতারু- ব্রজেন দাশ
* শ্রেষ্ঠ ফুটবলার- যাদুকর সামাদ
* শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র- কক্সবাজার
* শ্রেষ্ঠ মহিলা দাবাড়– রাণী হামিদ
* শ্রেষ্ঠ ভাস্কর- শামীম শিকদার
* শ্রেষ্ঠ শুটার- সাবরিন সুলতানা
* শ্রেষ্ঠ অভিনেত্রী- শাবানা
* শ্রেষ্ঠ নির্মাতা- জহিরুল ইসলাম
* শ্রেষ্ঠ সংগীত শিল্পী- মরহুম আব্বাস উদ্দিন
* শ্রেষ্ঠ মহিলা সংগীত শিল্প- রুনা লায়লা
* শ্রেষ্ঠ বিজ্ঞানী- ড. কুদরত ই খুদা
* শ্রেষ্ঠ চিত্রকর- মরহুম শিল্পাচার্য জয়নুল আবেদীন।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS