Share:

 • বাংলাদেশের সুইজারল্যান্ড বলা হয় কোন জেলাকে : খাগড়াছড়ি পার্বত্য জেলাকে।
 • বাংলাদেশের লন্ডন বলা হয় কোন জেলাকে : সিলেট।
 • বাংলাদেশের কোন জেলাটি নদী পথে ঢাকার সাথে সরাসরি যুক্ত নয় : রাঙামাটি।
 • সর্বপ্রথম বাংলাদেশের কোন অঞ্চল গঠিত হয় : টারশিয়ারী যুগের পাহাড়।
 • লোকগানের ‘যুবরাজ’কাকে বলা হয় : আব্দুল আলীমকে।
 • সমুদ্রের সবচেয়ে গভীর জলের মাছ কোনটি : Abyssobrotula Salatheae.
 • কোন মাছ চিনির চাইতে মিষ্টি : স্টেরিয়া মাছ।
 • বাংলাদেশের কোন নদীর নাম একজন ব্যক্তির নামে : রূপসা।
 • রিবন রেটিং কিপাট পচানোর পদ্ধতি।
 • বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে : দামোদর নদীকে।
 • রাজশাহীর আদিনাম কি ছিল : রামপুর বোয়ালিয়া।
 • দেশের কোন জেলা ১ম বাজেট পায় : টাঙ্গাইল ।
 • ‘লিটল বাংলাদেশ’ কোথায় অবস্থিত : লস অ্যাঞ্জেলস,যুক্তরাষ্ট্র।
 • পিলখানায় বিডিআর বিদ্রোহ হয় কবে : ২৫ফ্রেবুয়ালী ২০০৯।
 • বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত : টঙ্গী।
 • বাংলাদেশের কোথায় অস্ত্র কারখানা আছে : গাজীপুর।
 • মাছের ফুলকা পচা রোগের কারণ কি ছত্রাক।
 • ডিজিটাল টেলিফোন চালু হয় কত সালে : ৪ জানুয়ারী ১৯৯০।
 • দোয়েল পাখী কত বছর পর্যন্ত বাঁচে : ১৫ বছর।
 • বাংলাদেশের কোন কোন জেলায় লবণ উৎপন্ন হয় : কক্সবাজার ও চট্টগ্রাম।