বাংলাদেশের দেশী ও বিদেশী সংস্থা (National and International Organizations in Bangladesh)
Category: Bangladesh
Posted on: Wednesday, September 20, 2017
দেশী সংস্থা
১. NSI, DGFI(Director General of Forces Intelegence), CID, DB, SB
২. BSTI ১৯৮৫ সালে BDSI ও CTL এর সমন্বয়ে গঠিত।
৩. BRDB এর র্পূর্ব নাম ষাটের দশকের শুরুতে CDIRDP সত্তরের দশকে IRDP বর্তমান নাম ১৯৮২ সাল থেকে। এর প্রতিষ্ঠাতা কুমিল্লার আখতার হামিদ খান। এর প্রধান কার্য্যলয় কারওয়ান বাজার ।
৪. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে – ১৯৭৩
৫. পাকিস্তান আমলের WAPDA কে বিভক্ত করে গঠন করা হয় বিদ্যূত উন্নয়ন বোর্ড এবং পানি উন্নয়ন বোর্ড (১৯৭২)।
৬. রাজউক’ এর পূর্বনাম Dhaka Imorvement trust (DIT)|।
৭. ঘূর্ণিঝড় ও দুর্যোগক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাবাস কেন্দ্রের নাম – SPARRSO
৮. রাম কৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা – স্বামী বিবেকানন্দ
৯. বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয় ঢাকার পরমাণু কমিশনে।
১০. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কখন চালু হয় – ১৯৯৮ সালে
১১. বাংলা একাডেমীর মূল ভবনের নাম বর্ধমান হাউজ।
১২. বর্তমানে বাংলাদেশে কাস্টম হাউসের সংখ্যা ৩টি। ঢাকা, চট্টগ্রাম, মংলা।
১৩. জাতীয় পর্যটন পরিষদের সভাপতি কে – প্রধানমন্ত্রী
১৪. Natiomal Human Rights Commission (NHRC) formally begins 0n – 1-12-2008
বিদেশী
১. বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে – কমনওয়েলথ (১৮ এপ্রিল’৭২)
২. বাংলাদেশ CTBT তে স্বাক্ষর করে কবে – (২৪ অক্টোবর ১৯৯৬, ২৮তম) (অনুমোদন করে ৭ মার্চ ২০০০)
৩. বাংলাদেশ কবে ওআইসি’র সদস্য হয় – ১৯৭৪ সালে
৪. বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর,১৯৭৪ (১৩৬তম সভায়, ২৯তম অধিবেশনে)।
৫. বাংলাদেশ ১৯৭৯-৮০ এবং ২০০০-০১ মেয়াদ সময়ের জন্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।
৬. বাংলাদেশ কতটি দেশের জাতিসংঘ শানি-রক্ষা কার্যক্রমে অংশ নেয় – ২৩টি দেশে (২৮টি মিশনে)।
৭. বাংলাদেশ সেনাবাহিনী ১৯৮৮ সালে ইরাক-ইরান পর্যবেক্ষণ মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম অংশ গ্রহণ করে।
৮. জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ মজিবুর রহমান ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
৯. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ূন রশিদ চৌধুরী।
১০. জাতিসংঘ বাজেটে বাংলাদেমের চাঁদার পরিমান ০.০১%।
১১. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা বিশ্বব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক হয় ফ্রান্সে।
১২. বাংলাদেশের খাদ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে বিশ্বব্যাংকের কোন সংস্থা কাজ করে – International development Authority (IDA) ।
১৩. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানকে – রাষ্ট্রপতি
সরকারী কর্মকমিশন এবং অন্যান্য
১. বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত।
২. রাষ্ট্রপতি সংবিধানের যে অনুচ্ছেদের ক্ষমতা অনুযায়ী জরুরী অবস্থা প্রত্যাহার করেন – ১৪১ক(২)ক
৩. কার সম্মতি ব্যতিরেকে যুদ্ধ ঘোষনা করা যাবে না – সংসদের
৪. সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয় – অনধিক ৩০ দিন
৫. সংবিধান নাগরিকদেও মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে – হাইকোর্ট
৬. তত্ত্ববধায়ক সরকারের প্রধানের সর্বোচ্চ বয়সসীমা – ৭২ বছর
৭. প্রথম তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন – ১৭ জন
৮. বাংলাদেশ সরকারী কর্মকমিশনে চেয়ারম্যানসহ সর্বাধিক কতজন সদস্য থাকতে পারে – ১৫জন
৯. সংসদ সদস্যের বাইরে থেকে অনধিক এক-দশমাংশ পর্যন্তমন্ত্রী নিয়োগ করা যায়।
১০. সংসদেও সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে সর্বাধিক সময় ৬০দিন।
১১. রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করার ১৫দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দান করবেন।
১২. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
১৩. নির্বাচন কমিশনারের মেয়াদ ৫বছর।
১৪. প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ একক ভাবে করতে পারেন- প্রধান বিচারপতি নিয়োগ।
১৫. বাংলাদেশ সিবিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৯টি।
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করুন
কাজখুঁজি ডট কম এ রেজিষ্ট্রেশন করলে আপনি এর সকল ফিচার ব্যবহার করতে পারবেন। এটি সম্পূর্ন ফ্রি!
Join as Candidate
ক্যান্ডিডেট হিসেবে জয়েন করে যা যা করতে পারবেন:
১. আপনার সিভি/রিজিউম আপডেট করতে পারবেন এবং অনলাইনের জব পোষ্টিংগুলিতে আবেদন করতে পারবেন।
Join as Candidate > From Candidate Menu: goto Resume & Jobs > Edit resume
২. আপনার পাবলিক প্রোফাইল তৈরি করতে পারবেন । এখান থেকে যে কেউ আপনাকে সহজে খুঁজে পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে
Join as candidate > goto your candidate dashboard > Create your public profile
From your candidate dashboard edit your public profile and you are done.
Click here to access public profiles
Featured Articles
Resume Structure for Government Jobs
Resume/CV
আইবিএ এবং কিকি বই পড়তে হবে: আইবিএর ডিগ্রী যদি হয় আপনার স্বপ্ন, তাহলে প্রস্তুতি শুরু করুন এখনই
Career Guide
জেনেনিন কি বোর্ড এর F1 থেকে F12 পর্যন্ত বাটন গুলোর কাজ
Computer and IT
বিভিন্ন শাস্ত্রের জনক (Father of Various Subjects)
International
ব্যাংক ভাইভা টার্ম (Bank viva Terms)
Bank
সরকারী চাকুরিতে আবেদনের বিভিন্ন নমুনা ফরম
Resume/CV
BCS Cadre Choice-বিসিএস পরীক্ষায় ক্যাডার চয়েসঃ সুজন দেবনাথের জানালায়
BCS